নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০৮: ৩৯
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ২৬

নরসিংদীর পলাশে ট্রেনের ধাক্কায় শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ অলি মিয়ার (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের শান্তানপাড়া এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অলি মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড়পাড়া গ্রামের মো. বজলুর রহমানের ছেলে।

অলি মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে অলি মিয়া মাধবদীতে তাঁর চাচার বাড়িতে বেড়াতে আসেন। পরে গত শনিবার বিকেলে চাচাতো ভাই শাহজাহানকে নিয়ে ঘোড়াশাল রেলসেতুতে ঘুরতে যান। সেখানে সেতুতে ছবি তুলতে গেলে হঠাৎ দ্রুতগামী একটি ট্রেন সেতুতে চলে আসে। তখন তাঁরা দুজন দৌড়ে বাঁচার চেষ্টা করেন। এতে শাজাহান প্রাণে বাঁচলেও অলি মিয়া ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যান। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিস ও কালীগঞ্জের ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ডুবুরি দল টানা দুই দিন নদীতে উদ্ধার অভিযান চালায়। সন্ধান না পেয়ে গত সোমবার অভিযান সমাপ্ত করে দেওয়া হয়।

পরে গতকাল মঙ্গলবার সকালে শান্তানপাড়ায় শীতলক্ষ্যা নদীর তীরে মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত