রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কলমপতি ও বেতবুনিয়া ইউপিতে বিনা ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানেরা। ফলে ইউপিগুলোতে নেই নির্বাচনী উত্তাপ। একই অবস্থা ইউপির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডগুলোতেও। অধিকাংশ ওয়ার্ডে বিনা ভোটে সদস্যরা নির্বাচিত হলেও তবে কয়েকটি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। এমন অবস্থায় আগ্রহ নেই ভোটারদের মধ্যে।
বেতবুনিয়া ইউনিয়নের ভোটার সাজাই মং মারমা (৪৮) বলেন, ‘চেয়ারম্যানের ভোট হচ্ছে না, তাই পুরো নির্বাচন পানসে হয়ে গেছে। নির্বাচন এলে এলাকায় একটা উৎসব হয়, সেটা নেই বেতবুনিয়ায়।’ একই ধরনের মন্তব্য করেন মোহাম্মদ ছৈয়দুল আলম (৫২)।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, ‘বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ভালো হয়েছে। না হলে এখানে মারামারি লেগে থাকত। কাউকে এলাকা ছাড়া হতে হতো।’
উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, বেতবুনিয়া ইউপিতে নৌকার প্রার্থী অংক্যজ চৌধুরী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই পদে ভোট হবে না। নির্বাচন হবে একটি সংরক্ষিত নারী সদস্য আসনে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন। এ ছাড়া ৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন হবে। এসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন প্রার্থী।
এদিকে কলমপতি ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ক্যাজাই মারমা বিনা ভোটে জয়ী হওয়ায় এই পদে ভোট হচ্ছে না। নির্বাচন হবে একটি সংরক্ষিত নারী সদস্য পদে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ প্রার্থী। এ ছাড়া ৭টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯ জন।
কাউখালী নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থী নির্বাচিত হওয়ায় বেতবুনিয়া, কলমপতি ইউনিয়নে কাজের চাপ কমেছে। আমরা সব পদকে গুরুত্ব দিয়ে নির্বাচন করছি। পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক। এটা শেষ পর্যন্ত ধরে রাখতে চাই আমরা।’ এ ছাড়া উপজেলার ফটিকছড়ি ও ঘাগড়া ইউপিতে চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে।
রাঙামাটির কাউখালী উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কলমপতি ও বেতবুনিয়া ইউপিতে বিনা ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানেরা। ফলে ইউপিগুলোতে নেই নির্বাচনী উত্তাপ। একই অবস্থা ইউপির সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডগুলোতেও। অধিকাংশ ওয়ার্ডে বিনা ভোটে সদস্যরা নির্বাচিত হলেও তবে কয়েকটি ওয়ার্ডে ভোটগ্রহণ হবে। এমন অবস্থায় আগ্রহ নেই ভোটারদের মধ্যে।
বেতবুনিয়া ইউনিয়নের ভোটার সাজাই মং মারমা (৪৮) বলেন, ‘চেয়ারম্যানের ভোট হচ্ছে না, তাই পুরো নির্বাচন পানসে হয়ে গেছে। নির্বাচন এলে এলাকায় একটা উৎসব হয়, সেটা নেই বেতবুনিয়ায়।’ একই ধরনের মন্তব্য করেন মোহাম্মদ ছৈয়দুল আলম (৫২)।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভোটার বলেন, ‘বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, ভালো হয়েছে। না হলে এখানে মারামারি লেগে থাকত। কাউকে এলাকা ছাড়া হতে হতো।’
উপজেলা নির্বাচন কমিশনের তথ্যমতে, বেতবুনিয়া ইউপিতে নৌকার প্রার্থী অংক্যজ চৌধুরী বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এই পদে ভোট হবে না। নির্বাচন হবে একটি সংরক্ষিত নারী সদস্য আসনে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন। এ ছাড়া ৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন হবে। এসব ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৩ জন প্রার্থী।
এদিকে কলমপতি ইউপিতে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ক্যাজাই মারমা বিনা ভোটে জয়ী হওয়ায় এই পদে ভোট হচ্ছে না। নির্বাচন হবে একটি সংরক্ষিত নারী সদস্য পদে। এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ প্রার্থী। এ ছাড়া ৭টি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৯ জন।
কাউখালী নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন, ‘উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থী নির্বাচিত হওয়ায় বেতবুনিয়া, কলমপতি ইউনিয়নে কাজের চাপ কমেছে। আমরা সব পদকে গুরুত্ব দিয়ে নির্বাচন করছি। পরিস্থিতি এখনো সম্পূর্ণ স্বাভাবিক। এটা শেষ পর্যন্ত ধরে রাখতে চাই আমরা।’ এ ছাড়া উপজেলার ফটিকছড়ি ও ঘাগড়া ইউপিতে চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে