মুরাদনগর প্রতিনিধি
মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার খাল দিনে দিনে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে বাড়িঘর, দোকানপাটসহ পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব এখন এ উপজেলায়। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় খাল দখল করে নেওয়া হয়েছে। অনেকে আবার কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকার নামে খাল ভরাট করে তার ওপর পাকা স্থাপনা গড়ে তুলেছেন।
কর্তৃপক্ষ বলছে, পাকা বাড়িঘর নির্মাণের কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি। অথচ সরকারি জায়গা দখল করলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ ছাড়া কোম্পানীগঞ্জ বাজার-সদরের মাস্টার পাড়া-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সদরের উত্তর পাড়ার সরকারি খাল দখল করে কাঁচা ও পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। খাল দখলে অবলম্বন করা হয় বিভিন্ন কৌশল। প্রথমে খালের ওপর ছাপরা ও মাচা করে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। একপর্যায়ে খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছালিয়াকান্দি বাজারের পূর্ব পাশে ছালিয়াকান্দি সরকারি খালটি দখল করে রিপন মিয়া নামের এক ব্যক্তি নির্মাণ করেছেন এক বিশাল প্রাসাদ। অথচ নির্মাণের শুরুতেই উপজেলা ভূমি কর্মকর্তার পক্ষ থেকে বাধা দিলেও সেই বাধা ঠেলে গড়ে তোলা হয়েছে ওই প্রাসাদ।
স্থানীয় আবদুল মালেক বলেন, ‘রিপন এই ভবন তৈরি করার সময় স্যারেরা আইসা বাধা দিছিল। পরে হুনি কেমনে কেমনে জানি সমাধান করছে। এখন রিপনের দেহাদেহি অনেকেই এই খালডা দখল করতাছে। তবে এই খালডা আমাদের কৃষিকাজের জন্য বেশ উপকারী। আমরা চাই, প্রশাসন যেন তাড়াতাড়ি খাল উদ্ধার করে আবার আগের মতো করে দেয়।’
দখলদার রিপন বলেন, ‘এ জায়গা আমার ব্যক্তি মালিকানার। যদি প্রমাণ হয়, আমি সরকারি খাল দখল করছি, তাহলে আমি আমার ভবন ভেঙে ফেলব।’
ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) তহসিলদার জাকির হোসেন বলেন, ‘খাল দখল করে রিপন প্রাসাদ নির্মাণ করছেন খবর পেয়ে আমি গিয়ে বাধা দিয়ে আসি। পরে সিদ্ধান্ত হয়, আমাদের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও রিপনের ব্যক্তিগত একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। কিন্তু অনেক দিন হলেও এই পরিমাপের কাজটি আর করা হয়নি। এখানে আমারও সন্দেহ, যদি বাংলাদেশ জরিপের ম্যাপ দিয়ে পরিমাপ করা হয়, তাহলে রিপনের দালান সরকারি খালে পড়বে। এ বিষয়ে আমি লিখিতভাবে স্যারদের জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘ভবনটি দেখে আমারও সন্দেহ, সঠিকভাবে পরিমাপ করলে এর বেশ কিছু অংশ খালে নির্মাণ করা হয়েছে। মূলত কিছুদিন আগে আমাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বদলি হওয়ায় এ বিষয়ে আর কাজ করা সম্ভব হয়নি। এখন নতুন অফিসার যিনি এসেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে আমি নিজেই বিষয়টি খতিয়ে দেখছি। যদি ভবনটি খালের অংশ দখল করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার খাল দিনে দিনে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে বাড়িঘর, দোকানপাটসহ পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব এখন এ উপজেলায়। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় খাল দখল করে নেওয়া হয়েছে। অনেকে আবার কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকার নামে খাল ভরাট করে তার ওপর পাকা স্থাপনা গড়ে তুলেছেন।
কর্তৃপক্ষ বলছে, পাকা বাড়িঘর নির্মাণের কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি। অথচ সরকারি জায়গা দখল করলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ ছাড়া কোম্পানীগঞ্জ বাজার-সদরের মাস্টার পাড়া-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সদরের উত্তর পাড়ার সরকারি খাল দখল করে কাঁচা ও পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। খাল দখলে অবলম্বন করা হয় বিভিন্ন কৌশল। প্রথমে খালের ওপর ছাপরা ও মাচা করে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। একপর্যায়ে খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছালিয়াকান্দি বাজারের পূর্ব পাশে ছালিয়াকান্দি সরকারি খালটি দখল করে রিপন মিয়া নামের এক ব্যক্তি নির্মাণ করেছেন এক বিশাল প্রাসাদ। অথচ নির্মাণের শুরুতেই উপজেলা ভূমি কর্মকর্তার পক্ষ থেকে বাধা দিলেও সেই বাধা ঠেলে গড়ে তোলা হয়েছে ওই প্রাসাদ।
স্থানীয় আবদুল মালেক বলেন, ‘রিপন এই ভবন তৈরি করার সময় স্যারেরা আইসা বাধা দিছিল। পরে হুনি কেমনে কেমনে জানি সমাধান করছে। এখন রিপনের দেহাদেহি অনেকেই এই খালডা দখল করতাছে। তবে এই খালডা আমাদের কৃষিকাজের জন্য বেশ উপকারী। আমরা চাই, প্রশাসন যেন তাড়াতাড়ি খাল উদ্ধার করে আবার আগের মতো করে দেয়।’
দখলদার রিপন বলেন, ‘এ জায়গা আমার ব্যক্তি মালিকানার। যদি প্রমাণ হয়, আমি সরকারি খাল দখল করছি, তাহলে আমি আমার ভবন ভেঙে ফেলব।’
ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) তহসিলদার জাকির হোসেন বলেন, ‘খাল দখল করে রিপন প্রাসাদ নির্মাণ করছেন খবর পেয়ে আমি গিয়ে বাধা দিয়ে আসি। পরে সিদ্ধান্ত হয়, আমাদের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও রিপনের ব্যক্তিগত একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। কিন্তু অনেক দিন হলেও এই পরিমাপের কাজটি আর করা হয়নি। এখানে আমারও সন্দেহ, যদি বাংলাদেশ জরিপের ম্যাপ দিয়ে পরিমাপ করা হয়, তাহলে রিপনের দালান সরকারি খালে পড়বে। এ বিষয়ে আমি লিখিতভাবে স্যারদের জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘ভবনটি দেখে আমারও সন্দেহ, সঠিকভাবে পরিমাপ করলে এর বেশ কিছু অংশ খালে নির্মাণ করা হয়েছে। মূলত কিছুদিন আগে আমাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বদলি হওয়ায় এ বিষয়ে আর কাজ করা সম্ভব হয়নি। এখন নতুন অফিসার যিনি এসেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে আমি নিজেই বিষয়টি খতিয়ে দেখছি। যদি ভবনটি খালের অংশ দখল করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে