১ লাখ ২৮ হাজার ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার একজন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ০৭: ৩৯
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৪: ৩৩

চট্টগ্রামের আনোয়ারা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবাসহ আব্দুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত শুক্রবার উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জব্দ মাদকের দাম ৪ কোটি টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল আজকের পত্রিকাকে বলেন, গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল মান্নানের ঘরে তল্লাশি করে ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় আব্দুল মান্নানকে।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক আরও বলেন, আবদুল মান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারি সিন্ডিকেটের মাধ্যমে সাগর পথে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসতেন। পরে সেগুলো চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের সরবরাহ করতেন।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, র‍্যাব-৭–এর অভিযানে উপজেলার খোর্দ্দ গহিরা এলাকা থেকে ১ লাখ ২৮ হাজার ৫০টি ইয়াবাসহ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত