ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপুসহ ৩৪ জনের নামে নাশকতার মামলা করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ কাউন্সিলর প্রার্থীকে। গত শুক্রবার দিবাগত রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয়। ওই রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবদল নেতা নাইম হোসেন ডনি, পুরন্দপুর গ্রামের হাসানুজ্জামান হাসান ও হাজির আলী মইনুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার রাতে উপজেলার পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য শতাধিক মানুষ একত্রিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের মধ্যে তিনজনকে আটক করা হয়। তখন তাঁদের কাছ থেকে পেট্রলবোমা, হাসুয়া, লাঠি ও কাচের বোতল উদ্ধার হয়। মামলার বাদী হয়েছেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।
মামলায় আসামি করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল ও সদস্যসচিব মইনুল ইসলাম জনিকে।
এ ছাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ৫ নম্বর ওয়ার্ডের আরমান হোসেন কাকন, ৬ নম্বর ওয়ার্ডের সরদার শহিদুল ইসলাম বুদো, মিজানুর রহমান কালু, নুরুজ্জামান বাবু, পিয়াল হাসান ও মশিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ডের গোলাম কাদের বাবলু, ৯ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান বাবলা, মতিয়ার রহমান ও আব্দুর রশিদকে আসামি করা হয়।
মামলার পর থেকে এসব কাউন্সিলর প্রার্থী এলাকা ছেড়েছেন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে তাঁদের নির্বাচনী প্রচার বন্ধের উপক্রম। ৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন কাউন্সিলর প্রার্থী মামলায় আসামি হওয়ায় এ ওয়ার্ডে গত তিন দিন ধরে ভোটের উচ্ছ্বাস দেখা যাচ্ছে না।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কাদের বাবলু বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি তাই আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য এই ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছে। মামলার স্পট দেখানো হয়েছে পায়রাডাঙ্গা। যা আমার ওয়ার্ড থেকে তিন কিলোমিটার দূরে। এ ছাড়া সে সময় আমি গণসংযোগে ব্যস্ত ছিলাম।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তিতে মামলার এজাহার করা হয়েছে। মামলায় যদি কোনো অসংগতি থেকে থাকে তাহলে তদন্ত শেষে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হবে।’
যশোরের ঝিকরগাছায় উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপুসহ ৩৪ জনের নামে নাশকতার মামলা করেছে পুলিশ। মামলায় আসামি করা হয়েছে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১১ কাউন্সিলর প্রার্থীকে। গত শুক্রবার দিবাগত রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয়। ওই রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবদল নেতা নাইম হোসেন ডনি, পুরন্দপুর গ্রামের হাসানুজ্জামান হাসান ও হাজির আলী মইনুল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার রাতে উপজেলার পায়রাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্র বিরোধী কার্যকলাপের জন্য শতাধিক মানুষ একত্রিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাঁদের মধ্যে তিনজনকে আটক করা হয়। তখন তাঁদের কাছ থেকে পেট্রলবোমা, হাসুয়া, লাঠি ও কাচের বোতল উদ্ধার হয়। মামলার বাদী হয়েছেন ঝিকরগাছা থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম।
মামলায় আসামি করা হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল ও সদস্যসচিব মইনুল ইসলাম জনিকে।
এ ছাড়া পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ৫ নম্বর ওয়ার্ডের আরমান হোসেন কাকন, ৬ নম্বর ওয়ার্ডের সরদার শহিদুল ইসলাম বুদো, মিজানুর রহমান কালু, নুরুজ্জামান বাবু, পিয়াল হাসান ও মশিয়ার রহমান, ৮ নম্বর ওয়ার্ডের গোলাম কাদের বাবলু, ৯ নম্বর ওয়ার্ডের নুরুজ্জামান বাবলা, মতিয়ার রহমান ও আব্দুর রশিদকে আসামি করা হয়।
মামলার পর থেকে এসব কাউন্সিলর প্রার্থী এলাকা ছেড়েছেন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানা গেছে। ফলে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে তাঁদের নির্বাচনী প্রচার বন্ধের উপক্রম। ৬ নম্বর ওয়ার্ডে পাঁচজন কাউন্সিলর প্রার্থী মামলায় আসামি হওয়ায় এ ওয়ার্ডে গত তিন দিন ধরে ভোটের উচ্ছ্বাস দেখা যাচ্ছে না।
৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী গোলাম কাদের বাবলু বলেন, ‘আমি বিএনপির রাজনীতি করি তাই আমাকে নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য এই ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছে। মামলার স্পট দেখানো হয়েছে পায়রাডাঙ্গা। যা আমার ওয়ার্ড থেকে তিন কিলোমিটার দূরে। এ ছাড়া সে সময় আমি গণসংযোগে ব্যস্ত ছিলাম।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তিতে মামলার এজাহার করা হয়েছে। মামলায় যদি কোনো অসংগতি থেকে থাকে তাহলে তদন্ত শেষে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে