বিয়ানীবাজার প্রতিনিধি
বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনো। তার আগেই আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচার শুরু করেছেন। নৌকা পেতে দলীয় হাইকমান্ডে জোর তদবির শুরু করেছেন তাঁরা। ডিসেম্বর মাসে এ উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তোড়জোড় চালাচ্ছেন অর্ধ শতাধিক সম্ভাব্য প্রার্থী। তাঁদের ধারণা, দলের মনোনয়ন পেলেই জয় নিশ্চিত। প্রার্থীদের এমন মনোভাবের কারণে এবার কয়েকটি ইউনিয়ন হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ নিয়ে উপজেলার অন্তত চারটি ইউপিতে দায়িত্বশীলদের বেশ বেগ পেতে হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসব ইউপিতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নৌকা প্রতীক না পেলে বেশ কয়েকজন বিদ্রোহী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য বিদ্রোহীদের সামলানো কঠিন হয়ে পড়বে বলে তৃণমূল নেতা–কর্মীরা জানিয়েছেন। যদিও সম্ভাব্য বিদ্রোহীদের সামলাতে দফায় দফায় বৈঠক করছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, দলের শক্ত অবস্থান কিংবা দুর্গ খ্যাত কয়েকটি ইউপিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। পরীক্ষিতরা ছাড়াও অপেক্ষাকৃত তরুণেরা তদবির করে মনোনয়ন বাগিয়ে নিতেই বেশি মনোযোগী। আর এ কারণে মাঠে শক্ত অবস্থান না থাকলেও তাঁরা কেন্দ্র ও হাইকমান্ডের সুনজরে পড়তে নানা কৌশল অব্যাহত রেখেছেন। ভোটের মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে গত কয়েক বছর ধরে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এখানকার অর্ধশত নেতা–কর্মী। তাঁরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করছেন।
আলীনগর ইউপিতে নৌকার মনোনয়ন চান সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আহবাবুর রহমান খান শিশু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গিরদার।
চারখাই ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাহমুদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হোসেন মুরাদ চৌধুরী নৌকা প্রতীক পেতে চান।
শেওলা ইউপিতে নৌকা নিয়ে লড়ার ইচ্ছা পোষণ করেছেন বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান। দুবাগ ইউপিতে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক তাওফিক মাহমুদ চৌধুরী নৌকা পাওয়ার ব্যাপারে আশাবাদী।
কুড়ারবাজার ইউপিতে সাবেক ফুটবলার তুতিউর রহমান তোতা, আলী যাকের সিদ্দিকী ও আওলাদ হোসেন টিপু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য তদবির করছেন।
মাথিউরা ইউপিতে বর্তমান চেয়ারম্যান শিহাব উদ্দিন, আলমগীর হোসেন রুনু ও মোহাম্মদ আমান উদ্দিন জোর চেষ্টা চালাচ্ছেন।
তিলপাড়া ইউপিতে সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন এবং বিবেকানন্দ দাস বিবেক লড়তে চান নৌকা নিয়ে। মোল্লাপুর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী শামীম আহমদ, ময়জুল ইসলাম ও দেলোয়ার হোসেন নৌকা চান।
মুড়িয়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তারেক, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাব্বির উদ্দিন, শফিউর রহমান এবং কাওছার আহমদ নৌকা পাওয়ার ব্যাপারে আশাবাদী।
লাউতা ইউপিতে বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমদ, প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য, সাংবাদিক ইকবাল হোসেন, পি এম পাল ও লুৎফুর রহমান ফয়সল নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য জোর তদবির চালাচ্ছেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, আওয়ামী লীগ বৃহৎ একটি দল। তাই দলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাও বেশি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার পর জনসমর্থন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচার হবে তৃণমূলের ভোটে। ভোটারেরা যাকে মনোনীত করবেন তাঁকে নিয়ে সবাই মাঠে নামব।
বিয়ানীবাজার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি এখনো। তার আগেই আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীরা প্রচার শুরু করেছেন। নৌকা পেতে দলীয় হাইকমান্ডে জোর তদবির শুরু করেছেন তাঁরা। ডিসেম্বর মাসে এ উপজেলার ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উপজেলার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তোড়জোড় চালাচ্ছেন অর্ধ শতাধিক সম্ভাব্য প্রার্থী। তাঁদের ধারণা, দলের মনোনয়ন পেলেই জয় নিশ্চিত। প্রার্থীদের এমন মনোভাবের কারণে এবার কয়েকটি ইউনিয়ন হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে।
নৌকা প্রতীকের প্রার্থী নির্ধারণ নিয়ে উপজেলার অন্তত চারটি ইউপিতে দায়িত্বশীলদের বেশ বেগ পেতে হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসব ইউপিতে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নৌকা প্রতীক না পেলে বেশ কয়েকজন বিদ্রোহী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য বিদ্রোহীদের সামলানো কঠিন হয়ে পড়বে বলে তৃণমূল নেতা–কর্মীরা জানিয়েছেন। যদিও সম্ভাব্য বিদ্রোহীদের সামলাতে দফায় দফায় বৈঠক করছেন আওয়ামী লীগ নেতারা।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, দলের শক্ত অবস্থান কিংবা দুর্গ খ্যাত কয়েকটি ইউপিতে দলীয় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি হওয়ায় নেতা–কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। পরীক্ষিতরা ছাড়াও অপেক্ষাকৃত তরুণেরা তদবির করে মনোনয়ন বাগিয়ে নিতেই বেশি মনোযোগী। আর এ কারণে মাঠে শক্ত অবস্থান না থাকলেও তাঁরা কেন্দ্র ও হাইকমান্ডের সুনজরে পড়তে নানা কৌশল অব্যাহত রেখেছেন। ভোটের মাঠের রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করতে গত কয়েক বছর ধরে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এখানকার অর্ধশত নেতা–কর্মী। তাঁরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিশ্বস্ততা অর্জন করার চেষ্টা করছেন।
আলীনগর ইউপিতে নৌকার মনোনয়ন চান সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আহবাবুর রহমান খান শিশু ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জায়গিরদার।
চারখাই ইউপিতে বর্তমান চেয়ারম্যান মাহমুদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হোসেন মুরাদ চৌধুরী নৌকা প্রতীক পেতে চান।
শেওলা ইউপিতে নৌকা নিয়ে লড়ার ইচ্ছা পোষণ করেছেন বর্তমান চেয়ারম্যান জহুর উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান। দুবাগ ইউপিতে বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক তাওফিক মাহমুদ চৌধুরী নৌকা পাওয়ার ব্যাপারে আশাবাদী।
কুড়ারবাজার ইউপিতে সাবেক ফুটবলার তুতিউর রহমান তোতা, আলী যাকের সিদ্দিকী ও আওলাদ হোসেন টিপু আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার জন্য তদবির করছেন।
মাথিউরা ইউপিতে বর্তমান চেয়ারম্যান শিহাব উদ্দিন, আলমগীর হোসেন রুনু ও মোহাম্মদ আমান উদ্দিন জোর চেষ্টা চালাচ্ছেন।
তিলপাড়া ইউপিতে সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন এবং বিবেকানন্দ দাস বিবেক লড়তে চান নৌকা নিয়ে। মোল্লাপুর ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী শামীম আহমদ, ময়জুল ইসলাম ও দেলোয়ার হোসেন নৌকা চান।
মুড়িয়া ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ তারেক, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাব্বির উদ্দিন, শফিউর রহমান এবং কাওছার আহমদ নৌকা পাওয়ার ব্যাপারে আশাবাদী।
লাউতা ইউপিতে বর্তমান চেয়ারম্যান গৌছ উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহমদ, প্রেসক্লাব সভাপতি সজীব ভট্টাচার্য, সাংবাদিক ইকবাল হোসেন, পি এম পাল ও লুৎফুর রহমান ফয়সল নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য জোর তদবির চালাচ্ছেন।
বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান বলেন, আওয়ামী লীগ বৃহৎ একটি দল। তাই দলে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যাও বেশি। কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণার পর জনসমর্থন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচার হবে তৃণমূলের ভোটে। ভোটারেরা যাকে মনোনীত করবেন তাঁকে নিয়ে সবাই মাঠে নামব।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে