পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে গেন্ডারি আখ চাষ করে সফল হয়েছেন বেশ কয়েকজন কৃষক। ধান-গম চাষাবাদে লোকসান হওয়ায় এই জাতের আখ চাষ করছেন অনেকে। এ ছাড়া গেন্ডারি জাতের আখ চাষে খরচ কম হওয়ায় আবাদে ঝুঁকছেন অনেক কৃষক।
উপজেলা কৃষি কার্যালয় জানায়, উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে আখের চাষ করা হয়। এর মধ্যে গেন্ডারি আখের চাষ হয়েছে প্রায় ৮ হেক্টর জমিতে। আগস্ট মাসের শুরু থেকে খেতের আখ বিভিন্ন বাজারে বিক্রি শুরু করেছেন কৃষকেরা।
পীরগঞ্জের চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামের মতিয়ার রহমান বলেন, ‘১০ শতক জমিতে প্রতিবছর ধানের চাষ করে লাভ পাইনি। বিকল্প ফসল হিসেবে ওই জমিসহ প্রায় ২৬ শতক জমিতে গত পৌষ মাসে গেন্ডারি আখের চারা রোপণ করি। বর্তমানে আখগুলো শক্ত হয়েছে। বাজারে প্রতিটি আখ ২০ টাকা হিসাবে প্রায় ৫২ হাজার টাকায় বিক্রি করা যাবে। আগামী বছর দেড় বিঘা জমিতে গেন্ডারি আখের চাষ করব।’
কাঙ্গুরপাড়া গ্রামের হজরত আলী ধান চাষ করে লোকসানের বোঝা টানতে থাকেন। হঠাৎ তিনি চিন্তা করেন, বাজা গেন্ডারি আখ চড়া দামে বিক্রি হয়। এ জন্য সামান্য জমিতে তিনি এই জাতের আখ চাষ করেন। এতে তিনি প্রথমবারেই সফল হয়েছেন। তাঁকে দেখে অন্য আখচাষিদের আগ্রহ বাড়ছে।
চতরা গ্রামের সফল আখচাষি রেজাউল করিম বলেন, ‘নিজস্ব পরিকল্পনা ও পরিশ্রম কাজে লাগিয়ে আমি এলাকার কৃষকদের মডেল হয়ে দাঁড়িয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘গেন্ডারি আখ চাষ লাভজনক, তাই স্থানীয় কৃষকেরা আগ্রহের সঙ্গে এই জাতের আখ চাষে এগিয়ে আসছে। এতে তেমন একটা খরচ নেই। অন্য ফসলের জমির আইলেও গেন্ডারি আখ চাষ করা যায়। সঠিকভাবে পরিচর্যা করা হলে ভালো ফলন পাওয়া যায়।
এই আখের রোগবালাইও কম। নভেম্বর থেকে জানুয়ারি আখ চাষের উপযুক্ত সময়। এই মৌসুমে ফলন হয় প্রায় দ্বিগুণ।’
রংপুরের পীরগঞ্জে গেন্ডারি আখ চাষ করে সফল হয়েছেন বেশ কয়েকজন কৃষক। ধান-গম চাষাবাদে লোকসান হওয়ায় এই জাতের আখ চাষ করছেন অনেকে। এ ছাড়া গেন্ডারি জাতের আখ চাষে খরচ কম হওয়ায় আবাদে ঝুঁকছেন অনেক কৃষক।
উপজেলা কৃষি কার্যালয় জানায়, উপজেলায় প্রায় ৩০০ হেক্টর জমিতে আখের চাষ করা হয়। এর মধ্যে গেন্ডারি আখের চাষ হয়েছে প্রায় ৮ হেক্টর জমিতে। আগস্ট মাসের শুরু থেকে খেতের আখ বিভিন্ন বাজারে বিক্রি শুরু করেছেন কৃষকেরা।
পীরগঞ্জের চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামের মতিয়ার রহমান বলেন, ‘১০ শতক জমিতে প্রতিবছর ধানের চাষ করে লাভ পাইনি। বিকল্প ফসল হিসেবে ওই জমিসহ প্রায় ২৬ শতক জমিতে গত পৌষ মাসে গেন্ডারি আখের চারা রোপণ করি। বর্তমানে আখগুলো শক্ত হয়েছে। বাজারে প্রতিটি আখ ২০ টাকা হিসাবে প্রায় ৫২ হাজার টাকায় বিক্রি করা যাবে। আগামী বছর দেড় বিঘা জমিতে গেন্ডারি আখের চাষ করব।’
কাঙ্গুরপাড়া গ্রামের হজরত আলী ধান চাষ করে লোকসানের বোঝা টানতে থাকেন। হঠাৎ তিনি চিন্তা করেন, বাজা গেন্ডারি আখ চড়া দামে বিক্রি হয়। এ জন্য সামান্য জমিতে তিনি এই জাতের আখ চাষ করেন। এতে তিনি প্রথমবারেই সফল হয়েছেন। তাঁকে দেখে অন্য আখচাষিদের আগ্রহ বাড়ছে।
চতরা গ্রামের সফল আখচাষি রেজাউল করিম বলেন, ‘নিজস্ব পরিকল্পনা ও পরিশ্রম কাজে লাগিয়ে আমি এলাকার কৃষকদের মডেল হয়ে দাঁড়িয়েছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, ‘গেন্ডারি আখ চাষ লাভজনক, তাই স্থানীয় কৃষকেরা আগ্রহের সঙ্গে এই জাতের আখ চাষে এগিয়ে আসছে। এতে তেমন একটা খরচ নেই। অন্য ফসলের জমির আইলেও গেন্ডারি আখ চাষ করা যায়। সঠিকভাবে পরিচর্যা করা হলে ভালো ফলন পাওয়া যায়।
এই আখের রোগবালাইও কম। নভেম্বর থেকে জানুয়ারি আখ চাষের উপযুক্ত সময়। এই মৌসুমে ফলন হয় প্রায় দ্বিগুণ।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে