বিনোদন ডেস্ক
অগ্নিপুরুষ (বাংলা সিনেমা)
অভিনয়ে: সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামাল
দেখা যাবে: দীপ্ত প্লে
গল্পসংক্ষেপ: অগ্নিকাণ্ডের সময় কিছু মানুষ নিজের জীবনের তোয়াক্কা না করে লড়াই করে লেলিহান শিখার বিরুদ্ধে। আতিক তাদেরই একজন। তার ঘরে আছে স্ত্রী বিউটি। এমন ঝুঁকিপূর্ণ কাজ সে করতে দিতে চায় না স্বামীকে। এরই মধ্যে তাদের সন্তান জন্ম নেয়। এবার আতিকও নিজের অনিশ্চিত জীবন নিয়ে পড়ে যায় দ্বিধায়।
ঝিল্লি (বাংলা সিনেমা)
অভিনয়ে: বিতান বিশ্বাস, শম্ভুনাথ দে
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: বকুল নামের এক ছেলে কাজ করে আবর্জনার ক্র্যাশ ইয়ার্ডে। দিনভর এই ময়লার ভাগাড়েই কাটে তার সময়। অথচ বাইরের পৃথিবী বদলে যাচ্ছে দ্রুত, তৈরি হচ্ছে নতুন এক অর্থনৈতিক সম্ভাবনা। বকুলের বন্ধুরাও তাকে ফেলে চলে যায়। বকুল প্রতিজ্ঞা করে নিজেকে বদলানোর। নতুন বিশ্বের জন্য নিজেকে তৈরি করার।
সাবাশ ফেলুদা (বাংলা সিরিজ)
অভিনয়ে: পরমব্রত, ঋত্বিক চক্রবর্তী
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: যমন্তকের মূর্তি নিয়ে গ্যাংটকে গন্ডগোল। এ ঘটনায় জড়িত মিস্টার সেলভাঙ্করের মৃত্যু হয় দুর্ঘটনায়। এটি কি নিছক দুর্ঘটনা? নাকি ঠান্ডা মাথায় খুন? সেই সমাধান খুঁজতে মরিয়া ফেলুদা।
সিটাডেল (ইংরেজি সিরিজ)
অভিনয়ে: রিচার্ড মেড্ডান, প্রিয়াঙ্কা চোপড়া
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: শক্তিশালী সিন্ডিকেট মন্টিকোর আক্রমণ করে গ্লোবাল স্পাই এজেন্সি সিটাডেলকে। দুজন স্পেশ্যাল এজেন্টের ওপর দায়িত্ব দেওয়া হয় মন্টিকোরকে পাল্টা আক্রমণ করার। শুরু হয় মন্টিকোরকে কাবু করার নতুন মিশন।
তু ঝুটি ম্যায় মক্কার (হিন্দি সিনেমা)
অভিনয়ে: রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: দিল্লির ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে মিকি (রণবীর)। বিদেশের মাটিতে এক বন্ধুর ব্যাচেলর পার্টিতে তিন্নির (শ্রদ্ধা) সঙ্গে আলাপ হয় তার। তিন্নি করপোরেটজগতে কর্মরত, স্বাধীনচেতা মেয়ে। আলাপ থেকেই দুজনের বন্ধত্ব এবং প্রেমের শুরু। দুজনের চাওয়া-পাওয়ার মধ্য দিয়ে গাঢ় হয় সম্পর্ক। দুই নর-নারীর প্রেম আর সম্পর্কের পরিণতি দেখা যাবে এ সিনেমায়।
অগ্নিপুরুষ (বাংলা সিনেমা)
অভিনয়ে: সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামাল
দেখা যাবে: দীপ্ত প্লে
গল্পসংক্ষেপ: অগ্নিকাণ্ডের সময় কিছু মানুষ নিজের জীবনের তোয়াক্কা না করে লড়াই করে লেলিহান শিখার বিরুদ্ধে। আতিক তাদেরই একজন। তার ঘরে আছে স্ত্রী বিউটি। এমন ঝুঁকিপূর্ণ কাজ সে করতে দিতে চায় না স্বামীকে। এরই মধ্যে তাদের সন্তান জন্ম নেয়। এবার আতিকও নিজের অনিশ্চিত জীবন নিয়ে পড়ে যায় দ্বিধায়।
ঝিল্লি (বাংলা সিনেমা)
অভিনয়ে: বিতান বিশ্বাস, শম্ভুনাথ দে
দেখা যাবে: হইচই
গল্পসংক্ষেপ: বকুল নামের এক ছেলে কাজ করে আবর্জনার ক্র্যাশ ইয়ার্ডে। দিনভর এই ময়লার ভাগাড়েই কাটে তার সময়। অথচ বাইরের পৃথিবী বদলে যাচ্ছে দ্রুত, তৈরি হচ্ছে নতুন এক অর্থনৈতিক সম্ভাবনা। বকুলের বন্ধুরাও তাকে ফেলে চলে যায়। বকুল প্রতিজ্ঞা করে নিজেকে বদলানোর। নতুন বিশ্বের জন্য নিজেকে তৈরি করার।
সাবাশ ফেলুদা (বাংলা সিরিজ)
অভিনয়ে: পরমব্রত, ঋত্বিক চক্রবর্তী
দেখা যাবে: জি ফাইভ
গল্পসংক্ষেপ: যমন্তকের মূর্তি নিয়ে গ্যাংটকে গন্ডগোল। এ ঘটনায় জড়িত মিস্টার সেলভাঙ্করের মৃত্যু হয় দুর্ঘটনায়। এটি কি নিছক দুর্ঘটনা? নাকি ঠান্ডা মাথায় খুন? সেই সমাধান খুঁজতে মরিয়া ফেলুদা।
সিটাডেল (ইংরেজি সিরিজ)
অভিনয়ে: রিচার্ড মেড্ডান, প্রিয়াঙ্কা চোপড়া
দেখা যাবে: আমাজন প্রাইম ভিডিও
গল্পসংক্ষেপ: শক্তিশালী সিন্ডিকেট মন্টিকোর আক্রমণ করে গ্লোবাল স্পাই এজেন্সি সিটাডেলকে। দুজন স্পেশ্যাল এজেন্টের ওপর দায়িত্ব দেওয়া হয় মন্টিকোরকে পাল্টা আক্রমণ করার। শুরু হয় মন্টিকোরকে কাবু করার নতুন মিশন।
তু ঝুটি ম্যায় মক্কার (হিন্দি সিনেমা)
অভিনয়ে: রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর
দেখা যাবে: নেটফ্লিক্স
গল্পসংক্ষেপ: দিল্লির ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে মিকি (রণবীর)। বিদেশের মাটিতে এক বন্ধুর ব্যাচেলর পার্টিতে তিন্নির (শ্রদ্ধা) সঙ্গে আলাপ হয় তার। তিন্নি করপোরেটজগতে কর্মরত, স্বাধীনচেতা মেয়ে। আলাপ থেকেই দুজনের বন্ধত্ব এবং প্রেমের শুরু। দুজনের চাওয়া-পাওয়ার মধ্য দিয়ে গাঢ় হয় সম্পর্ক। দুই নর-নারীর প্রেম আর সম্পর্কের পরিণতি দেখা যাবে এ সিনেমায়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে