বগুড়ায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২১, ১০: ০৪
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৭

বগুড়ায় গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। একই সময়ে ২৭৭টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৮০।

গতকাল সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়। জেলায় করোনায় মৃত্যুসংখ্যা দাঁড়াল ৭৮৭ জন অপরিবর্তিত আছে। করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা আছেন ৬৮২ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৩ জন। এদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৪৫, মোহাম্মদ আলী হাসপাতালে ৪৭, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত