নৌকার মনোনয়ন চান ২৭ জন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২১, ০৬: ৩৭
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৫

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭ ইউপিতে ভোটগ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। এই নির্বাচনে দুই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও বাকি পাঁচটিতে ২৭ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন।

গত ২৭ নভেম্বর পাটগ্রামের ৮ ইউপির ৭ টিতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিলের পর থেকে প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক নৌকা মার্কা প্রত্যাশী প্রার্থী উপজেলার দলীয় কার্যালয় থেকে ফরম নিয়ে পূরণ করে জমা দিয়েছেন।

দলীয় সূত্র জানায়, গত সোমবার ৭ ইউপিতে আওয়ামী লীগের একক প্রার্থী বাছাইয়ের জন্য বর্ধিত সভা করে উপজেলা আওয়ামী লীগ। আলোচনা শেষে বুড়িমারী ও দহগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী চূড়ান্ত করা হয়। বাকি ৫ ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী বাছাই করা সম্ভব হয়নি। প্রতিটিতে ৩ থেকে ৮ জন করে আওয়ামী লীগ দলীয় লোকজন মনোনয়ন পেতে ঢাকামুখী হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকার শাহবাগ কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র কিনছেন বলে জানা গেছে।

জানা গেছে, উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম প্রধান, অর্থসম্পাদক আশরাফুল আলম তাওহীদ, উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহসভাপতি মোশারফ হোসেন, পাটগ্রাম ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান বেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু তাহের রিজু, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাজেদা আক্তার, জগতবেড় ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সদস্য নবীবর রহমান, ওই ইউনিয়নের সভাপতি খায়রুল আলম, সাধারণ সম্পাদক একরামুল হক, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ ইউনিয়ন সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল ও সাবেক ছাত্রলীগ নেতা শাহা আলম।

কুচলিবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হামিদুল হক, ওই ইউনিয়নের সভাপতি ফজলুল হক প্রধান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খোকন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফজলুল হক রুমি, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা রেজওয়ানা পারভীন সুমি, জোংড়া ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, ওই ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান দিপু, সদস্য ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও জেলা পরিষদের সদস্য ফরহাদ হোসেন লিটন, যুবলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য খালিদ রায়হান রানা, সাবেক সম্পাদক এমদাদুল হক। প্রার্থী মিলে ৫ ইউনিয়নে ২৭ জন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সদস্যরা দলীয় মনোনয়ন নিতে জোর চেষ্টা চালাচ্ছেন।

অপরদিকে বুড়িমারী ইউপিতে তাহাজুল ইসলাম মিঠু ও দহগ্রাম ইউনিয়নে হাবিবুর রহমান হাবিবকে একক প্রার্থী হিসেবে বাছাই করেছে উপজেলা আওয়ামী লীগ। ৭ ইউনিয়নের নির্বাচনে শ্রীরামপুর ও বুড়িমারী ইউনিয়ন দুইটিতে ইভিএমে ভোট নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত