রাজশাহী-ঢাকা ট্রেনের টিকিট ৫০ টাকা!

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২১, ০৬: ৪৪
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৫

ট্রেন ছাড়ার একটু আগেও স্টেশনে টিকিট খুঁজে বেড়ান অনেক যাত্রী। অথচ গত বৃহস্পতিবার রাতে রাজশাহী রেলওয়ে স্টেশনে দেখা গেল উল্টো চিত্র। হাতে হাতে টিকিট নিয়ে বিক্রির জন্য দাঁড়িয়ে আছেন অনেক মানুষ, কেনার মানুষ নেই। চাহিদা না থাকায় মাত্র ৫০ টাকাতেও রাজশাহী-ঢাকার ট্রেনের টিকিট বিক্রি করেছেন অনেকে।

যাঁরা টিকিট বিক্রি করছিলেন তাঁদের নিজেদেরই বৃহস্পতিবার রাত ১১টার ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল। শুক্রবার বিকেলে ঢাকায় বসার কথা ছিল ইউনিয়ন সমাজকর্মী নিয়োগের পরীক্ষায়। হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় পরীক্ষা স্থগিত করে দেয় সমাজসেবা অধিদপ্তর। তাই হুড়মুড় করে সবাই স্টেশনে আসেন টিকিট ফেরত দিতে, কিন্তু তখন আর টিকিট ফেরত নেয়নি কর্তৃপক্ষ।

স্টেশন ব্যবস্থাপক আবদুল করিম জানান, ট্রেন ছাড়ার ৬ ঘণ্টা আগে যাত্রা বাতিল করলে কোনো টাকা ফেরত দেওয়া হয় না। চাকরি পরীক্ষার্থীরা যখন পরীক্ষা স্থগিতের খবর শোনেন তখন ট্রেনযাত্রায় সময় ছিল ৬ ঘণ্টারও কম। তাই কাউন্টারে ধূমকেতুর টিকিট ফেরত নেওয়া হচ্ছিল না।

রাত ১০টার দিকে স্টেশনে টিকিট বেচতে দাঁড়িয়ে ছিলেন বাগমারার গঙ্গানারায়নপুর গ্রামের লিটন মণ্ডল। তিনি জানান, সন্ধ্যা ৭টা থেকে তিনি স্টেশনে। ৪০০-৫০০ পরীক্ষার্থী এসেছিলেন টিকিট ফেরত দিতে। কাউন্টারে ফেরত না নেওয়ায় কেউ কেউ বাইরে ৫০ টাকাতেও টিকিট বিক্রি করেছেন।

ঢাকা-রাজশাহী রুটের ট্রেনের এসি টিকিটের মূল্য ৬৫৬ টাকা। আর সাধারণ শোভন চেয়ার শ্রেণির মূল্য ৩৪০ টাকা। দুই শ্রেণির টিকিটই বিক্রি হয়েছে ৫০ থেকে ১০০ টাকায়।

সাগর চন্দ্র মণ্ডল নামের একজন বললেন, ‘একজন আমার টিকিটের দাম বললেন ৫০ টাকা। আমি বললাম, টাকা দিতে হবে না, এমনি নিয়ে যান। তখন লজ্জা পেয়ে আর ওই ব্যক্তি টিকিট নিলেন না।’ পাশে থেকে রঞ্জু আহমেদ বললেন, ‘সবাই সুযোগ নেয়। আজ আমরা বিপদে পড়েছি বলে টিকিটের দাম দেওয়া হচ্ছে না। অন্য সময় ট্রেন ছাড়ার আগে এই টিকিটই দ্বিগুণ দামে বিক্রি হয়।’

সুমাইয়া আক্তার ও তাঁর রুমমেট শিউলি আক্তারেরও পরীক্ষা দিতে যাওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত হওয়ায় রাত ৮টায় যান টিকিট ফেরত দিতে। তাঁদের ঢাকা থেকে ফেরার টিকিট ফেরত নেওয়া হয়। কিন্তু যাওয়ার টিকিট ফেরত নেওয়া হয়নি। পরে পরিচিত দুই বন্ধু প্রকৃত দামেই টিকিট দুটি কিনে নেয় তাঁদের কাছ থেকে। এদিকে, তুহিন আলম নামে এক পরীক্ষার্থী টিকিট বিক্রির জন্য দাঁড়িয়ে ছিলেন প্ল্যাটফর্মে। ৫০ টাকার বেশি কেউ তাঁর টিকিটের দামই বলেননি। রাত ১১টা ১৫ মিনিটের দিকে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে গেলে তুহিন টিকিটটি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণে ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত