আজকের পত্রিকা ডেস্ক
আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ চালাকালে বিভিন্ন কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আমাদের কুমিল্লা, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম প্রতিনিধির পাঠানো খবর:
আদর্শ সদর: উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়।
মোরগ প্রতীকের প্রার্থী আলী হোসেনকে জয়ী ঘোষণার পর পরই তালা প্রতীকের প্রার্থী রবিউল আলমের সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় রবিউল আলমের সমর্থকেরা বালুতোপা কুমিল্লা ট্রাক সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টা খানেক অবরোধ করে রাখেন। পরে র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঁচথুবী ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে চারজন আহত হন। আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এ ছাড়া দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর দারুসসুন্নাত মাদ্রাসা কেন্দ্র দখলচেষ্টা হলে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
চৌদ্দগ্রাম: উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চারজন আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কনকাপৈত ইউনিয়নের জগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের বেলাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর ভাই কামরুজ্জামান আহত হন। বাতিসা ইউনিয়নের সোনাপুর কেন্দ্রে সাধারণ সদস্য পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে। এতে চারজন আহত হন।
এ ছাড়া চিওড়া, মুন্সিরহাট, শুভপুরের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণপাড়া: উপজেলার মহালক্ষ্মীপাড়া আইডিয়াল স্কুল কেন্দ্র ও মালাপাড়া ইউনিয়নের অলুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. বুলবুল আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোনো সহিংসতা হয়নি।’
জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বিভিন্ন কেন্দ্রে সহিংসতার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল রোববার ভোট গ্রহণ চালাকালে বিভিন্ন কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, পাল্টাপাল্টি ধাওয়া এবং পুলিশের ফাঁকা গুলির ঘটনা ঘটেছে। পৃথক ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন। আমাদের কুমিল্লা, ব্রাহ্মণপাড়া ও চৌদ্দগ্রাম প্রতিনিধির পাঠানো খবর:
আদর্শ সদর: উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বালুতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে দুই সাধারণ সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলির শব্দ পাওয়া যায়।
মোরগ প্রতীকের প্রার্থী আলী হোসেনকে জয়ী ঘোষণার পর পরই তালা প্রতীকের প্রার্থী রবিউল আলমের সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়েন। এ সময় রবিউল আলমের সমর্থকেরা বালুতোপা কুমিল্লা ট্রাক সড়কে গাছের গুঁড়ি ফেলে ঘণ্টা খানেক অবরোধ করে রাখেন। পরে র্যাব ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পাঁচথুবী ইউনিয়নের শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সকাল ৯টার দিকে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। এতে চারজন আহত হন। আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। এ ছাড়া দূর্গাপুর উত্তর ইউনিয়নের আলেখারচর দারুসসুন্নাত মাদ্রাসা কেন্দ্র দখলচেষ্টা হলে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে।
চৌদ্দগ্রাম: উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চারজন আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কনকাপৈত ইউনিয়নের জগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীকের বেলাল হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থীর ভাই কামরুজ্জামান আহত হন। বাতিসা ইউনিয়নের সোনাপুর কেন্দ্রে সাধারণ সদস্য পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে। এতে চারজন আহত হন।
এ ছাড়া চিওড়া, মুন্সিরহাট, শুভপুরের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণপাড়া: উপজেলার মহালক্ষ্মীপাড়া আইডিয়াল স্কুল কেন্দ্র ও মালাপাড়া ইউনিয়নের অলুয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এ ছাড়া এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সেই সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. বুলবুল আহমেদ বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। কোথাও কোনো সহিংসতা হয়নি।’
জেলা পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ‘প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। বিভিন্ন কেন্দ্রে সহিংসতার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে