ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
লেগ স্পিনে সামিউল হক সিয়ামের বেশ কৌশলী বোলিং করার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বোলিংয়ে সবাই প্রশংসা করছেন। সে স্থান পেয়েছে কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ দলে। কিন্তু তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাড়িয়েছে পরিবারের আর্থিক অসচ্ছলতা।
সিয়াম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেন দুলুর ছেলে। সে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ছে।
কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ দলে সুযোগ পেলেও সিয়াম অর্থাভাবে জেলা স্টেডিয়াম গিয়ে অনুশীলন করতে পারছে না। তার বাড়ি থেকে স্টেডিয়াম থেকে ৪০ কিলোমিটার দূরে। তাই স্থানীয় মাঠেই অনুশীলন চালিয়ে যাচ্ছে। ভালো কোচের তত্ত্বাবধানে উন্নত প্রশিক্ষণ দেওয়া হলে সিয়াম ভালো কিছু করতে পারত বলে আশা সবারই।
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সিয়ামের অনুশীলনে গিয়ে দেখা যায়, ডানহাতের কবজির মোচড় দিয়ে করা লেগ স্পিন বল পিচের লেগ/অন সাইডে পড়ে চোখের পলকে অফ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলের ঘূর্ণি দেখে চোখ ফেরানো মুশকিল। অধিকাংশ সময় বল পিচে পড়ার পর বাঁক খেয়ে অফ সাইডের স্ট্যাম্প উপড়ে ফেলছে।
সিয়াম জানায়, সাত বছর বয়সে সে ক্রিকেট খেলা শুরু করে। শেন ওয়ার্ন, রাশিদ খানের বোলিং দেখে লেগ স্পিনের প্রতি আগ্রহ জন্মে। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলে বাংলাদেশের বিশ্বকাপ জয়ী দলের অংশ হতে চায়।
সিয়ামের লেগ স্পিন বলে ব্যাটিং প্র্যাকটিস করা কয়েকজন বলেন, সিয়াম খুব ভালো লেগ স্পিন বোলিং করে। ওই বল খেলতে বেশ বেগ পেতে হয়। ভালো কোচের অধীনে প্রশিক্ষণ নিলে সিয়াম অনেক বড় লেগ স্পিনার হবে।
সিয়ামের বাবা দেলোয়ার হোসেন দুলু বলেন, ‘ক্রিকেটের প্রতি সিয়ামের আগ্রহ ছোট বেলা থেকেই। আর্থিক অসচ্ছলতা কারণে উন্নত প্রশিক্ষণের জন্য কোথাও পাঠাতে পারি নাই। জেলার অনূর্ধ্ব-১৪ দলে জায়গা হলেও টাকার অভাবে সেখানেও নিয়মিত পাঠাতে পারি না। জায়গা জমি তেমন না থাকায় স্ত্রী ও তিন সন্তান সহ ভূরুঙ্গামারীর বাগভান্ডার গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করছি।’
কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান বলেন, ‘পারিবারিক অসচ্ছলতা ও দূরত্বের কারণে জেলা স্টেডিয়ামে এসে নিয়মিত অনুশীলন করা সিয়ামের জন্য বেশ কষ্টকর। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে থাকার ব্যবস্থা ও ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে।’
কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার কোচ বিজন কুমার দাস বলেন, ‘সিয়ামের বোলিং প্রতিভা দেখে বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৪ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
লেগ স্পিনে সামিউল হক সিয়ামের বেশ কৌশলী বোলিং করার দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার বোলিংয়ে সবাই প্রশংসা করছেন। সে স্থান পেয়েছে কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ দলে। কিন্তু তার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাড়িয়েছে পরিবারের আর্থিক অসচ্ছলতা।
সিয়াম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের দেলোয়ার হোসেন দুলুর ছেলে। সে ভূরুঙ্গামারী পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ছে।
কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৪ দলে সুযোগ পেলেও সিয়াম অর্থাভাবে জেলা স্টেডিয়াম গিয়ে অনুশীলন করতে পারছে না। তার বাড়ি থেকে স্টেডিয়াম থেকে ৪০ কিলোমিটার দূরে। তাই স্থানীয় মাঠেই অনুশীলন চালিয়ে যাচ্ছে। ভালো কোচের তত্ত্বাবধানে উন্নত প্রশিক্ষণ দেওয়া হলে সিয়াম ভালো কিছু করতে পারত বলে আশা সবারই।
ভূরুঙ্গামারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সিয়ামের অনুশীলনে গিয়ে দেখা যায়, ডানহাতের কবজির মোচড় দিয়ে করা লেগ স্পিন বল পিচের লেগ/অন সাইডে পড়ে চোখের পলকে অফ সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলের ঘূর্ণি দেখে চোখ ফেরানো মুশকিল। অধিকাংশ সময় বল পিচে পড়ার পর বাঁক খেয়ে অফ সাইডের স্ট্যাম্প উপড়ে ফেলছে।
সিয়াম জানায়, সাত বছর বয়সে সে ক্রিকেট খেলা শুরু করে। শেন ওয়ার্ন, রাশিদ খানের বোলিং দেখে লেগ স্পিনের প্রতি আগ্রহ জন্মে। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলে খেলে বাংলাদেশের বিশ্বকাপ জয়ী দলের অংশ হতে চায়।
সিয়ামের লেগ স্পিন বলে ব্যাটিং প্র্যাকটিস করা কয়েকজন বলেন, সিয়াম খুব ভালো লেগ স্পিন বোলিং করে। ওই বল খেলতে বেশ বেগ পেতে হয়। ভালো কোচের অধীনে প্রশিক্ষণ নিলে সিয়াম অনেক বড় লেগ স্পিনার হবে।
সিয়ামের বাবা দেলোয়ার হোসেন দুলু বলেন, ‘ক্রিকেটের প্রতি সিয়ামের আগ্রহ ছোট বেলা থেকেই। আর্থিক অসচ্ছলতা কারণে উন্নত প্রশিক্ষণের জন্য কোথাও পাঠাতে পারি নাই। জেলার অনূর্ধ্ব-১৪ দলে জায়গা হলেও টাকার অভাবে সেখানেও নিয়মিত পাঠাতে পারি না। জায়গা জমি তেমন না থাকায় স্ত্রী ও তিন সন্তান সহ ভূরুঙ্গামারীর বাগভান্ডার গ্রামে একটি ভাড়া বাড়িতে বসবাস করছি।’
কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদ হাসান লোবান বলেন, ‘পারিবারিক অসচ্ছলতা ও দূরত্বের কারণে জেলা স্টেডিয়ামে এসে নিয়মিত অনুশীলন করা সিয়ামের জন্য বেশ কষ্টকর। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে থাকার ব্যবস্থা ও ক্রীড়া সামগ্রী দিয়ে সহযোগিতা করা হবে।’
কুড়িগ্রাম ক্রীড়া সংস্থার কোচ বিজন কুমার দাস বলেন, ‘সিয়ামের বোলিং প্রতিভা দেখে বয়স ভিত্তিক অনূর্ধ্ব-১৪ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে