ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার ধামরাইয়ে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে, আর ওইদিনই এ হামলার ঘটনা ঘটে। এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ার বানিশ্বর পশ্চিমপাড়া এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের ওপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীর সমর্থকেরা।
বুধবার বিকেলে রোয়াইল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম সামসুদ্দিন মিন্টুর কার্যালয়ে নৌকার লোকজন হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন খানের লোকজন পিস্তল বের করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও আবুল কালাম অভিযোগ করেন।
এদিকে বালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম নান্নুর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে।
এ ছাড়া গাঙ্গুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের কর্মীদের মারধর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মোল্লার কর্মীদের বিরুদ্ধে।
সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের ওপর হামলার ঘটনায় আব্দুল আজিজ (৩৫) নামের এক নৌকার সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে ধামরাইয়ের কালামপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাশ বলেন, ‘সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে আজিজকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।’
ঢাকার ধামরাইয়ে চার ইউনিয়ন পরিষদের (ইউপি) স্বতন্ত্র প্রার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার ধামরাইয়ে ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে, আর ওইদিনই এ হামলার ঘটনা ঘটে। এক প্রার্থীর ওপর হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়ার বানিশ্বর পশ্চিমপাড়া এলাকায় মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের ওপর হামলা চালায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীর সমর্থকেরা।
বুধবার বিকেলে রোয়াইল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম সামসুদ্দিন মিন্টুর কার্যালয়ে নৌকার লোকজন হামলা চালায়। এ সময় আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন খানের লোকজন পিস্তল বের করে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বলেও আবুল কালাম অভিযোগ করেন।
এদিকে বালিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী নূরে আলম নান্নুর কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে।
এ ছাড়া গাঙ্গুটিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমানের কর্মীদের মারধর ও পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মোল্লার কর্মীদের বিরুদ্ধে।
সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী প্রভাষক মোহাম্মদ আওলাদ হোসেনের ওপর হামলার ঘটনায় আব্দুল আজিজ (৩৫) নামের এক নৌকার সমর্থককে আটক করেছে পুলিশ। গতকাল বিকেলে ধামরাইয়ের কালামপুর বাজার থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজহার আলীকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) নির্মল কুমার দাশ বলেন, ‘সোমভাগ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে আজিজকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে