ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশের ভূমিকায় ‘ত্রিশূল’

সিয়াম সাহারিয়া, নওগাঁ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৫৩
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৩

নওগাঁয় চর্চা ও পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি। এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজ সংস্কৃতি টিকিয়ে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে জেলার সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘ত্রিশূল’।

সংগঠনের কর্মীরা তাঁদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি নানা জাতি ও ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির অটুট বন্ধন তৈরিতেও অনন্য ভূমিকা রাখছে।

জানা গেছে, সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতির বিকাশের লক্ষ্যে ‘সোপার্জিত কৃষ্টির নীত’—স্লোগানে ২০১৯ সালে নিজ এলাকার ৩০ জন সাঁওতালশিল্পী নিয়ে ত্রিশূল নামের একটি সংগঠন প্রতিষ্ঠা করেন নৃত্যশিল্পী তৃণা মজুমদার। প্রতিষ্ঠার পর থেকে জেলার বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রামে বেশকিছু সাংস্কৃতিক দল গড়ে তুলেছে ত্রিশূল। বর্তমানে শিল্পীর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

প্রতিষ্ঠার তিন বছরে সংগঠনটি এ পর্যন্ত বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে অংশ নিয়ে সবার নজর কেড়েছে। ২০১৯ সালে কক্সবাজারের সমুদ্রসৈকতে নৃত্যশিল্পীদের সংগঠন ‘দ্য ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিক’-এর উদ্যোগে অনুষ্ঠিত ওশান ড্যান্স ফেস্টিভ্যালে অংশ নেওয়ার মধ্য দিয়ে নওগাঁর বাইরে সাংস্কৃতিক উৎসবে প্রথম অংশ নেয় ত্রিশূল। এ ছাড়া ভারতের ছত্তিশগড়ের রায়পুরে ‘ন্যাশনাল ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল’, সুইজারল্যান্ডের জেনেভা ও ভারতের আগরতলায় ‘ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ড ডে প্রোগ্রাম’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় নৃত্য উৎসব-২০২২ ও বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব-২০২০-এ ত্রিশূলের নৃত্য পরিবেশনা ছিল উল্লেখযোগ্য।

ত্রিশূলের প্রতিষ্ঠাতা ও সভাপতি তৃণা মজুমদার বলেন, ত্রিশূলের সাংস্কৃতিক কর্মকাণ্ড একেবারে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৫০০-এর অধিক সাংস্কৃতিক কর্মী ত্রিশূলের সঙ্গে আছেন। সাংস্কৃতিক চর্চার পাশাপাশি আর্তমানবতার সেবায় ত্রিশূল কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত