গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আঘাতের চিহ্ন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি 
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ০৮: ২১
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১১: ৫১

নওগাঁর নিয়ামতপুরে শরীরে আঘাতের চিহ্নসহ অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

নিহত ওই গৃহবধূর নাম সাথী খাতুন (১৮)। তিনি হাজিনগর ইউনিয়নের পরানপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

মামলা সূত্রে জানা গেছে, এক বছর আগে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের হাড়পুর গ্রামের রাব্বানীর (২৫) সঙ্গে সাথী খাতুনের বিয়ে হয়। গতকাল বুধবার বিকেল থেকে দরজা বন্ধ থাকায় সন্ধ্যায় পরিবারের সবাই তাঁকে ডাকাডাকি করেন। পরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন তাঁরা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সাথী খাতুনের বাবা আমিনুল ইসলাম বলেন, ‘জামাই পেশায় ট্রাকচালক হওয়ায় ঢাকাতে চাকরি করেন। আমার মেয়ে আট মাসের অন্তঃসত্ত্বা ছিল। বাড়ি আসার জন্য বুধবার আমাকে ফোন দিয়ে তাড়াতাড়ি জামাইয়ের বাড়িতে ডাকে। কিন্তু জামাই মেয়েকে আমার বাড়িতে আসতে নিষেধ করায় মেয়ে আর আসেনি। ওই দিন আমার বোন শাহিদা বেগম ফোনে জানায় সাথী ঘরের দরজা বন্ধ করে আছে। অনেকক্ষণ ধরে তার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর আমার জামাই ঢাকা থেকে ফোনে বলে সাথী গলায় ফাঁস দিয়েছে।’

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হ‌ুমায়ূন কবির বলেন, শরীরে আঘাতের চিহ্নসহ অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহটি নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত