নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার চারটি হাওর উপজেলাসহ ৯টি উপজেলায় ১৩২টি বাঁধ নির্মাণ করা হচ্ছে। আগাম বন্যার কবল থেকে বোরো ধান রক্ষায় এই বাঁধ নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বন্যার পানি আসার আগেই বাঁধ নির্মাণকাজ শেষ হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩২টি পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে ৯টি উপজেলায় ১৬৫ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ জন্য বরাদ্দ ৩৫ কোটি টাকা। ইতিমধ্যে ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি টাকা পরবর্তী পর্যায়ে ছাড় করা হবে। এই বাঁধ আগাম বন্যার পানি আটকে দেবে এবং ফসলের কোনো ক্ষতি হবে না।
খালিয়াজুরী নগর গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, হাওর এলাকায় বোরো আবাদ সবচেয়ে বেশি হয়। আর আকস্মিকভাবে পাহাড়ি ঢল বা আগাম বৃষ্টি হলে হাওরে পানি এসে বোরো ফসল তলিয়ে যায়। কৃষকেরা পাকা ধান আর ঘরে তুলতে পারেন না। এ জন্য বাঁধ নির্মাণ খুব প্রয়োজন হয়ে পড়ে।
একই এলাকার কৃষক প্রতুল সরকার বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে ফসল ফলাতে হয়। কোনো বছর ফসল বাতাসে নষ্ট হয়। প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে ডুবন্ত বাঁধগুলো যদি সঠিক সময়ে দেওয়া যেত। দুর্যোগের একটা দিক থেকে অন্তত নিশ্চিত হওয়া যেত।
হাওর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ছড়াকার ও লোকগবেষক সঞ্জয় সরকার। তিনি বলেন, জেলায় ১৩৪টি ছোট-বড় হাওরের মধ্যে ৮৯টি হাওর রয়েছে খালিয়াজুরিতে। এখানে প্রায় ৮ মাস পানিবন্দী থাকে মানুষ। বৈশাখ মাসে ধানের একটি ফসলের জন্য অপেক্ষায় থাকে কৃষক। কিন্তু সঠিক সময়ে বাঁধ নির্মাণ না করার কারণে অনেক বছরই ফাল্গুন চৈত্র মাসে পানি এসে পড়ে। এতে করে কৃষক সামান্য পরিমাণ ধানও ঘরে তুলতে পারে না। ফলে শত শত কৃষক প্রতিবছর নিঃস্ব হয়। এবার আগে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এটা খুবই আনন্দের বিষয়। তবে বাঁধগুলো সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে কি না এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।
নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা পিআইসি কমিটির সদস্যসচিব এম এল সৈকত বলেন, ১৩২টি বাঁধের মধ্যে খালিয়াজুরী উপজেলাতেই ৬২টি বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া মদনে ২৩টি, মোহনগঞ্জে ১৪টি, কলমাকান্দায় ২০টি, বারহাট্টায় ৫টি, পূর্বধলায় ২টি, দুর্গাপুরে ১টি, আটপাড়ায় ২টি এবং কেন্দুয়ায় ৩টি বাঁধ নির্মিত হচ্ছে। তিনি আরও বলেন, যেখানে যেখানে বাঁধ নির্মাণ করা হবে এবং যার জমিতে পড়বে তাদের নিয়েই পিআইসি কমিটি গঠন করা হয়েছে। এখন দ্রুত গতিতে বাঁধ নির্মাণকাজ এগিয়ে চলছে এবং বন্যার পানি আসার আগেই বাঁধ নির্মাণকাজ শেষ হবে। নেত্রকোনার হাওর এলাকার পরিবেশ নিয়ে কাজ করেন হারুন অর রশিদ। তিনি বলেন, প্রতিবছরই ডুবে থাকা বাঁধগুলো সংস্কার করা হচ্ছে এবং কিছু বাঁধ নতুন করে নির্মাণ করা হচ্ছে। এটা ভালো। কিন্তু কোন কোন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় কি না তা নিয়ে আমাদের বা কর্তৃপক্ষকে ভাবতে হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা পিআইসি কমিটির সভাপতি কাজি মো. আবদুর রহমান বলেন, পিআইসি কমিটিগুলো এবার দ্রুত গঠন করা হয়েছে। কাজও শুরু করে দেওয়া হয়েছে। বাঁধ নির্মাণে কোনো প্রকার গাফিলতি যাতে না হয়, সে জন্য প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মনিটরিং করার ও দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া যথাসময়ে বাঁধগুলোর নির্মাণকাজ যেন শেষ হয় সে জন্য পিআইসি কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
নেত্রকোনার চারটি হাওর উপজেলাসহ ৯টি উপজেলায় ১৩২টি বাঁধ নির্মাণ করা হচ্ছে। আগাম বন্যার কবল থেকে বোরো ধান রক্ষায় এই বাঁধ নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধ নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বন্যার পানি আসার আগেই বাঁধ নির্মাণকাজ শেষ হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৩২টি পিআইসির (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে ৯টি উপজেলায় ১৬৫ কিলোমিটার ডুবন্ত বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ জন্য বরাদ্দ ৩৫ কোটি টাকা। ইতিমধ্যে ১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি টাকা পরবর্তী পর্যায়ে ছাড় করা হবে। এই বাঁধ আগাম বন্যার পানি আটকে দেবে এবং ফসলের কোনো ক্ষতি হবে না।
খালিয়াজুরী নগর গ্রামের কৃষক আব্দুল খালেক বলেন, হাওর এলাকায় বোরো আবাদ সবচেয়ে বেশি হয়। আর আকস্মিকভাবে পাহাড়ি ঢল বা আগাম বৃষ্টি হলে হাওরে পানি এসে বোরো ফসল তলিয়ে যায়। কৃষকেরা পাকা ধান আর ঘরে তুলতে পারেন না। এ জন্য বাঁধ নির্মাণ খুব প্রয়োজন হয়ে পড়ে।
একই এলাকার কৃষক প্রতুল সরকার বলেন, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমাদেরকে ফসল ফলাতে হয়। কোনো বছর ফসল বাতাসে নষ্ট হয়। প্রকৃতির ওপর কারও হাত নেই। তবে ডুবন্ত বাঁধগুলো যদি সঠিক সময়ে দেওয়া যেত। দুর্যোগের একটা দিক থেকে অন্তত নিশ্চিত হওয়া যেত।
হাওর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন ছড়াকার ও লোকগবেষক সঞ্জয় সরকার। তিনি বলেন, জেলায় ১৩৪টি ছোট-বড় হাওরের মধ্যে ৮৯টি হাওর রয়েছে খালিয়াজুরিতে। এখানে প্রায় ৮ মাস পানিবন্দী থাকে মানুষ। বৈশাখ মাসে ধানের একটি ফসলের জন্য অপেক্ষায় থাকে কৃষক। কিন্তু সঠিক সময়ে বাঁধ নির্মাণ না করার কারণে অনেক বছরই ফাল্গুন চৈত্র মাসে পানি এসে পড়ে। এতে করে কৃষক সামান্য পরিমাণ ধানও ঘরে তুলতে পারে না। ফলে শত শত কৃষক প্রতিবছর নিঃস্ব হয়। এবার আগে বাঁধ নির্মাণ করা হচ্ছে। এটা খুবই আনন্দের বিষয়। তবে বাঁধগুলো সঠিকভাবে নির্মাণ করা হচ্ছে কি না এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে।
নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এবং জেলা পিআইসি কমিটির সদস্যসচিব এম এল সৈকত বলেন, ১৩২টি বাঁধের মধ্যে খালিয়াজুরী উপজেলাতেই ৬২টি বাঁধ নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া মদনে ২৩টি, মোহনগঞ্জে ১৪টি, কলমাকান্দায় ২০টি, বারহাট্টায় ৫টি, পূর্বধলায় ২টি, দুর্গাপুরে ১টি, আটপাড়ায় ২টি এবং কেন্দুয়ায় ৩টি বাঁধ নির্মিত হচ্ছে। তিনি আরও বলেন, যেখানে যেখানে বাঁধ নির্মাণ করা হবে এবং যার জমিতে পড়বে তাদের নিয়েই পিআইসি কমিটি গঠন করা হয়েছে। এখন দ্রুত গতিতে বাঁধ নির্মাণকাজ এগিয়ে চলছে এবং বন্যার পানি আসার আগেই বাঁধ নির্মাণকাজ শেষ হবে। নেত্রকোনার হাওর এলাকার পরিবেশ নিয়ে কাজ করেন হারুন অর রশিদ। তিনি বলেন, প্রতিবছরই ডুবে থাকা বাঁধগুলো সংস্কার করা হচ্ছে এবং কিছু বাঁধ নতুন করে নির্মাণ করা হচ্ছে। এটা ভালো। কিন্তু কোন কোন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ করা যায় কি না তা নিয়ে আমাদের বা কর্তৃপক্ষকে ভাবতে হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা পিআইসি কমিটির সভাপতি কাজি মো. আবদুর রহমান বলেন, পিআইসি কমিটিগুলো এবার দ্রুত গঠন করা হয়েছে। কাজও শুরু করে দেওয়া হয়েছে। বাঁধ নির্মাণে কোনো প্রকার গাফিলতি যাতে না হয়, সে জন্য প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মনিটরিং করার ও দায়িত্ব প্রদান করা হয়েছে। এ ছাড়া যথাসময়ে বাঁধগুলোর নির্মাণকাজ যেন শেষ হয় সে জন্য পিআইসি কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে