তালায় মৎস্য ঘেরে ক্ষতির আশঙ্কা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮: ৪৮
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১০: ৫০

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে শীতকালীন সবজি ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সাতক্ষীরা তালা উপজেলায় শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন, টমেটো, মসুর ও গমসহ বিভিন্ন ফসলের খেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।

শীতকালীন সবজি চাষি রফিকুল ইসলাম বলেন, ‘শীতকালীন সবজির চাষ করেছিলাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কারণে সবজি খেতে পানি জমেছে। এখন লাভের পরিবর্তে লোকসান গুনতে হয় কিনা সেই দুশ্চিন্তায় আছি।’

শাহাপুর গ্রামের জুলফিকার জানান, আগামী দুই-এক দিন পর থেকে বাড়তে পারে শীতের প্রকোপ এ সময় এলাকার কৃষকদের বোরোর বীজতলার ব্যাপক ক্ষতি হবে।

জেলা কৃষিখামার বাড়ি সূত্র জানায়, চলতি ২০২০-২১ শীত কালীন মৌসুমে জেলাতে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজির চাষ হয়। এর মধ্যে তালাতে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, তালা উপজেলায় ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি ও সরিষা চাষ হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এসব ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে মাঠে কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত