তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে শীতকালীন সবজি ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সাতক্ষীরা তালা উপজেলায় শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন, টমেটো, মসুর ও গমসহ বিভিন্ন ফসলের খেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।
শীতকালীন সবজি চাষি রফিকুল ইসলাম বলেন, ‘শীতকালীন সবজির চাষ করেছিলাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কারণে সবজি খেতে পানি জমেছে। এখন লাভের পরিবর্তে লোকসান গুনতে হয় কিনা সেই দুশ্চিন্তায় আছি।’
শাহাপুর গ্রামের জুলফিকার জানান, আগামী দুই-এক দিন পর থেকে বাড়তে পারে শীতের প্রকোপ এ সময় এলাকার কৃষকদের বোরোর বীজতলার ব্যাপক ক্ষতি হবে।
জেলা কৃষিখামার বাড়ি সূত্র জানায়, চলতি ২০২০-২১ শীত কালীন মৌসুমে জেলাতে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজির চাষ হয়। এর মধ্যে তালাতে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, তালা উপজেলায় ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি ও সরিষা চাষ হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এসব ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে মাঠে কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে শীতকালীন সবজি ও মৎস্য ঘেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। রোববার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় জলাবদ্ধতাও সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে টানা বৃষ্টি হওয়ায় কাজে বের হওয়া এবং অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েছেন।
ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সাতক্ষীরা তালা উপজেলায় শীতকালীন সবজি, পেঁয়াজ, রসুন, টমেটো, মসুর ও গমসহ বিভিন্ন ফসলের খেতে পানি জমে ক্ষতির মুখে পড়েছেন কৃষক।
শীতকালীন সবজি চাষি রফিকুল ইসলাম বলেন, ‘শীতকালীন সবজির চাষ করেছিলাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় কারণে সবজি খেতে পানি জমেছে। এখন লাভের পরিবর্তে লোকসান গুনতে হয় কিনা সেই দুশ্চিন্তায় আছি।’
শাহাপুর গ্রামের জুলফিকার জানান, আগামী দুই-এক দিন পর থেকে বাড়তে পারে শীতের প্রকোপ এ সময় এলাকার কৃষকদের বোরোর বীজতলার ব্যাপক ক্ষতি হবে।
জেলা কৃষিখামার বাড়ি সূত্র জানায়, চলতি ২০২০-২১ শীত কালীন মৌসুমে জেলাতে ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে সবজির চাষ হয়। এর মধ্যে তালাতে ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, তালা উপজেলায় ১ হাজার ৬৮০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি ও সরিষা চাষ হয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে এসব ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে।
সাতক্ষীরা জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানতে মাঠে কাজ চলছে। ২-১ দিনের মধ্যে ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে