চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো একজন নারী নির্বাচিত হয়েছেন। তাঁর নাম ফারহানা আফরিন মুন্না। উপজেলার পূর্ব বড়ভেওলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।
গত ১৭ আগস্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না। নাছির চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। ফারহানা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়ে জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থীকে হারান।
ওই পাঁচজন প্রার্থী হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল আরিফ, কামরুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, মো. সালাহ উদ্দিন ও মো. আবদুল্লাহ।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী ফারহানা আফরিন মুন্না নৌকা প্রতীকে ৬ হাজার ৬৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ৩ হাজার ৯৯৯ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সোহেল ২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীরা কমসংখ্যক ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই ইউপিতে ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৮০৩ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী নাছির উদ্দিন নোবেল হত্যার পর স্থানীয় নেতারা ফারহানাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। স্বামী হত্যাকাণ্ডের ঘটনায় ভোটে ফারহানা স্থানীয় বাসিন্দাদের সহমর্মিতা পান। এ ছাড়া একই ইউনিয়নে তাঁর স্বামী ও বাবার বাড়ি হওয়ায় গ্রামবাসীর সমর্থন আদায় সহজ হয়।
ফারহানা আফরিন মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি নির্বাচনে ভোটের প্রচার চালানোর সময় আমার স্বামী নাছিরকে গুলি করে হত্যা করা হয়। এরই প্রতিদান দিয়েছেন পূর্ব বড়ভেওলার ভোটাররা।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলার ১০টি ইউপির মধ্যে দুটি ইউপিতে দুজন নারী চেয়ারম্যান পদে অংশ নেন। তাঁদের মধ্যে ফারহানা নির্বাচিত হন।’
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রথমবারের মতো একজন নারী নির্বাচিত হয়েছেন। তাঁর নাম ফারহানা আফরিন মুন্না। উপজেলার পূর্ব বড়ভেওলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন তিনি।
গত ১৭ আগস্ট সন্ত্রাসীদের গুলিতে নিহত নাছির উদ্দিন নোবেলের স্ত্রী ফারহানা আফরিন মুন্না। নাছির চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। ফারহানা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে লড়ে জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ পাঁচজন প্রার্থীকে হারান।
ওই পাঁচজন প্রার্থী হলেন বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আনোয়ারুল আরিফ, কামরুজ্জামান সোহেল, সাইফুল ইসলাম, মো. সালাহ উদ্দিন ও মো. আবদুল্লাহ।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ প্রার্থী ফারহানা আফরিন মুন্না নৌকা প্রতীকে ৬ হাজার ৬৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ৩ হাজার ৯৯৯ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান সোহেল ২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন। অন্য প্রার্থীরা কমসংখ্যক ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এই ইউপিতে ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৮০৩ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী নাছির উদ্দিন নোবেল হত্যার পর স্থানীয় নেতারা ফারহানাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন। পরে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। স্বামী হত্যাকাণ্ডের ঘটনায় ভোটে ফারহানা স্থানীয় বাসিন্দাদের সহমর্মিতা পান। এ ছাড়া একই ইউনিয়নে তাঁর স্বামী ও বাবার বাড়ি হওয়ায় গ্রামবাসীর সমর্থন আদায় সহজ হয়।
ফারহানা আফরিন মুন্না আজকের পত্রিকাকে বলেন, ‘ইউপি নির্বাচনে ভোটের প্রচার চালানোর সময় আমার স্বামী নাছিরকে গুলি করে হত্যা করা হয়। এরই প্রতিদান দিয়েছেন পূর্ব বড়ভেওলার ভোটাররা।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলার ১০টি ইউপির মধ্যে দুটি ইউপিতে দুজন নারী চেয়ারম্যান পদে অংশ নেন। তাঁদের মধ্যে ফারহানা নির্বাচিত হন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে