বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
অধিক লাভের আশায় গ্রীষ্মকালে আগাম টমেটোর চাষ করছেন চট্টগ্রামের বাঁশখালীর কৃষকেরা। ফলনও হচ্ছে ভালো। বাজারে ব্যাপক চাহিদা থাকায় টমেটোর দামও এখন চড়া। আশাতীত দাম পেয়ে চাষিরাও খুশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাঁশখালীর ১ হেক্টর জমিতে চলতি মৌসুমে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। উপজেলার গণ্ডামারা, চাম্বল, সরল, কাথারিয়া, বাহারছাড়াসহ উপকূলীয় বিভিন্ন ইউনিয়নে বারি-৮, প্রফিট আর্লি, দুর্জয়সহ কয়েক জাতের টমেটো চাষ হয়। এই টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা কিনে নেন।
বাংলাদেশে সাধারণত শীতকালে টমেটোর উৎপাদন হয়। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো অসময়ে উৎপাদন হয়। এর চাহিদা বেশি থাকায় চাষিরাও ভালো দাম পান। আর্থিকভাবে তাঁরা লাভবান হওয়ায় চাষেও বাড়ছে আগ্রহ।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি নতুন টমেটো খুচরা ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাষিদের পাইকারি ১২০-১৩০ টাকা দরে বিক্রি করতেও দেখা যায়।
উপজেলার গণ্ডামারা ইউনিয়নের চাষি আবদুল মান্নান বলেন, ‘আমি চলতি মৌসুমে ৪০ শতক জমিতে বারি-৮ জাতের টমেটো চাষ করেছি। আগস্ট মাসের শেষের দিকে টমেটো চারা রোপণ করেছিলাম।’ চলতি মাসের শেষের দিকে টমেটো বাজারজাত করার আশা প্রকাশ করেন তিনি।
চাম্বল এলাকার চাষি বদিউল আলম বলেন, ‘আমার ২০ শতক জমিতে ২ মাসের মধ্যেই টমেটো পেকেছে। ফলনও ভালো হয়েছে। প্রথম চাষ করেই আশানুরূপ ফলন হওয়ায় আগামী বছর দুই একর জমিতে টমেটো চাষাবাদের পরিকল্পনা রয়েছে।’
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক গত বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টিপাত ও তাপমাত্রার নানান জটিলতা থাকলেও বাঁশখালীতে এবার গ্রীষ্মকালীন টমেটোর ভালো ফলন হয়েছে। বেশ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের এই টমেটো চাষের প্রতি আগ্রহ বেড়েছে।’
অধিক লাভের আশায় গ্রীষ্মকালে আগাম টমেটোর চাষ করছেন চট্টগ্রামের বাঁশখালীর কৃষকেরা। ফলনও হচ্ছে ভালো। বাজারে ব্যাপক চাহিদা থাকায় টমেটোর দামও এখন চড়া। আশাতীত দাম পেয়ে চাষিরাও খুশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাঁশখালীর ১ হেক্টর জমিতে চলতি মৌসুমে গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়েছে। উপজেলার গণ্ডামারা, চাম্বল, সরল, কাথারিয়া, বাহারছাড়াসহ উপকূলীয় বিভিন্ন ইউনিয়নে বারি-৮, প্রফিট আর্লি, দুর্জয়সহ কয়েক জাতের টমেটো চাষ হয়। এই টমেটো স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের পাইকারেরা কিনে নেন।
বাংলাদেশে সাধারণত শীতকালে টমেটোর উৎপাদন হয়। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত গ্রীষ্মকালীন টমেটো অসময়ে উৎপাদন হয়। এর চাহিদা বেশি থাকায় চাষিরাও ভালো দাম পান। আর্থিকভাবে তাঁরা লাভবান হওয়ায় চাষেও বাড়ছে আগ্রহ।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে উপজেলার শীলকূপ ইউনিয়নের টাইমবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি নতুন টমেটো খুচরা ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে চাষিদের পাইকারি ১২০-১৩০ টাকা দরে বিক্রি করতেও দেখা যায়।
উপজেলার গণ্ডামারা ইউনিয়নের চাষি আবদুল মান্নান বলেন, ‘আমি চলতি মৌসুমে ৪০ শতক জমিতে বারি-৮ জাতের টমেটো চাষ করেছি। আগস্ট মাসের শেষের দিকে টমেটো চারা রোপণ করেছিলাম।’ চলতি মাসের শেষের দিকে টমেটো বাজারজাত করার আশা প্রকাশ করেন তিনি।
চাম্বল এলাকার চাষি বদিউল আলম বলেন, ‘আমার ২০ শতক জমিতে ২ মাসের মধ্যেই টমেটো পেকেছে। ফলনও ভালো হয়েছে। প্রথম চাষ করেই আশানুরূপ ফলন হওয়ায় আগামী বছর দুই একর জমিতে টমেটো চাষাবাদের পরিকল্পনা রয়েছে।’
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক গত বুধবার আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টিপাত ও তাপমাত্রার নানান জটিলতা থাকলেও বাঁশখালীতে এবার গ্রীষ্মকালীন টমেটোর ভালো ফলন হয়েছে। বেশ লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের এই টমেটো চাষের প্রতি আগ্রহ বেড়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে