জামাল মিয়া, বিশ্বনাথ
বিশ্বনাথ উপজেলায় দিন দিন বাড়ছে অপমৃত্যুর সংখ্যা। তুচ্ছ ঘটনা, প্রেম, খুন, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও পারিবারিক কলহের কারণে লাশের সারি দিন দিন লম্বা হচ্ছে। পুলিশের তথ্য বলছে, বিগত ৩ মাসে ১৩টি এ ধরনের ঘটনা ঘটেছে। হঠাৎ করে এমন ঘটনা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন নাগরিকেরা।
পুলিশ সূত্র জানায়, ১৭ নভেম্বর মো. এনামুল হক (৩৫) নামের এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের বাসিন্দা। ১৬ নভেম্বর পুকুর থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুনিয়া বেগম (২০) দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের সাবুল মিয়ার স্ত্রী।
৭ নভেম্বর সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার-কুরুয়া বাজারের মধ্যবর্তী এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবেল আহমদ (২৭) নিহত হন। নিহত রুবেল বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামের বাসিন্দা।
৪ নভেম্বর সদর ইউনিয়নের পূর্ব মণ্ডলকাপন গ্রামের একটি বাড়ির গেটের সঙ্গে গরু ব্যবসায়ী আরশ আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার নতুন বাজার খাইয়াখাইড় গ্রামের বাসিন্দা।
৩ অক্টোবর বাড়ি থেকে সিলেট শহরের উদ্দেশে যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় হিরা মিয়াকে (৭০)। ১৮ সেপ্টেম্বর লামাকাজি ইউনিয়নের মান্দাবাজ গ্রামের কদন আলীর ছেলে আবদুল আজিজ (২২) ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।
১০ সেপ্টেম্বর লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী আবদুল মুতলিবের চার বছর বয়সী শিশুসন্তান আবদুল মোমিন ও একই ইউনিয়নের দোয়ারীগাঁও গ্রামের বাহরাইনপ্রবাসী আবদুল মানিকের চার বছর বয়সী শিশুপুত্র আবদুর রহমান তাহসিন পুকুরের পানিতে ডুবে মারা যায়।
২৬ আগস্ট বিশ্বনাথে মই থেকে পড়ে মো. আকিল নামের এক দিনমজুর মারা যান। বিশ্বনাথ পৌর এলাকার মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মো. আকিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২২ আগস্ট এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তিনি লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মখলিছুন বেগম (৩২)। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ১৯ আগস্ট দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৫) বিষপানে আত্মহত্যা করেন।
১৮ আগস্ট অলংকারী ইউনিয়নের রহিমপুর গ্রামের নরোওম দেবনাথের মেয়ে কলেজছাত্রী প্রিয়াঙ্কা রানী নাথ (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ৮ আগস্ট প্রেমিকার সঙ্গে অভিমান করে জিল্লুর রহমান (২২) নামের এক যুবক বিষপান করেন। তিনি খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামের আঞ্জব আলী ছেলে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ বলেন, এর পেছনে দায়ী সামাজিক বৈষম্য, হতাশা, পারিবারিক কলহ, ভার্চুয়াল দুনিয়া ও মাদকের আগ্রাসন। অভিভাবকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। পরিবারের ছেলে-মেয়েদের দেখাশোনা করতে হবে। তাঁরা কী করছে? কোথায় যাচ্ছে? এসব বিষয়ে খোঁজখবর রাখতে হবে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অপমৃত্যু কোনো সমাধান নয়। এ জন্য মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষের সচেতনতার জন্য কাউন্সেলিংয়ের দরকার। তবে এসব কাজে কেউ প্ররোচনা দিলে তাঁকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বেগম নুসরাত জাহান বলেন, ‘সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক সম্পর্কের অবনতি এসবের কারণ। প্রশাসনের কর্মকর্তারা অনেক সময় বিভিন্ন জায়গায় যান। সেখানে গিয়ে যদি এসব বিষয়ে কথা বলেন, তাহলে আমার মনে হয় এগুলো কমে আসতে পারে। তবে পারিবারিক সচেতনতা বাড়াতে হবে।’
বিশ্বনাথ উপজেলায় দিন দিন বাড়ছে অপমৃত্যুর সংখ্যা। তুচ্ছ ঘটনা, প্রেম, খুন, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা ও পারিবারিক কলহের কারণে লাশের সারি দিন দিন লম্বা হচ্ছে। পুলিশের তথ্য বলছে, বিগত ৩ মাসে ১৩টি এ ধরনের ঘটনা ঘটেছে। হঠাৎ করে এমন ঘটনা বেড়ে যাওয়াকে উদ্বেগজনক বলছেন সচেতন নাগরিকেরা।
পুলিশ সূত্র জানায়, ১৭ নভেম্বর মো. এনামুল হক (৩৫) নামের এক যুবককে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের বাসিন্দা। ১৬ নভেম্বর পুকুর থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত সুনিয়া বেগম (২০) দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামের সাবুল মিয়ার স্ত্রী।
৭ নভেম্বর সিলেট-ঢাকা মহাসড়কের নাজির বাজার-কুরুয়া বাজারের মধ্যবর্তী এলাকায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুবেল আহমদ (২৭) নিহত হন। নিহত রুবেল বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামের বাসিন্দা।
৪ নভেম্বর সদর ইউনিয়নের পূর্ব মণ্ডলকাপন গ্রামের একটি বাড়ির গেটের সঙ্গে গরু ব্যবসায়ী আরশ আলীর (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার নতুন বাজার খাইয়াখাইড় গ্রামের বাসিন্দা।
৩ অক্টোবর বাড়ি থেকে সিলেট শহরের উদ্দেশে যাওয়ার সময় সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় হিরা মিয়াকে (৭০)। ১৮ সেপ্টেম্বর লামাকাজি ইউনিয়নের মান্দাবাজ গ্রামের কদন আলীর ছেলে আবদুল আজিজ (২২) ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।
১০ সেপ্টেম্বর লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী আবদুল মুতলিবের চার বছর বয়সী শিশুসন্তান আবদুল মোমিন ও একই ইউনিয়নের দোয়ারীগাঁও গ্রামের বাহরাইনপ্রবাসী আবদুল মানিকের চার বছর বয়সী শিশুপুত্র আবদুর রহমান তাহসিন পুকুরের পানিতে ডুবে মারা যায়।
২৬ আগস্ট বিশ্বনাথে মই থেকে পড়ে মো. আকিল নামের এক দিনমজুর মারা যান। বিশ্বনাথ পৌর এলাকার মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত মো. আকিল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
২২ আগস্ট এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তিনি লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের মখলিছুন বেগম (৩২)। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ১৯ আগস্ট দৌলতপুর ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের দিলশাদ মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৫) বিষপানে আত্মহত্যা করেন।
১৮ আগস্ট অলংকারী ইউনিয়নের রহিমপুর গ্রামের নরোওম দেবনাথের মেয়ে কলেজছাত্রী প্রিয়াঙ্কা রানী নাথ (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ৮ আগস্ট প্রেমিকার সঙ্গে অভিমান করে জিল্লুর রহমান (২২) নামের এক যুবক বিষপান করেন। তিনি খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামের আঞ্জব আলী ছেলে। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ বলেন, এর পেছনে দায়ী সামাজিক বৈষম্য, হতাশা, পারিবারিক কলহ, ভার্চুয়াল দুনিয়া ও মাদকের আগ্রাসন। অভিভাবকদের মধ্যেও সচেতনতার অভাব রয়েছে। পরিবারের ছেলে-মেয়েদের দেখাশোনা করতে হবে। তাঁরা কী করছে? কোথায় যাচ্ছে? এসব বিষয়ে খোঁজখবর রাখতে হবে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, অপমৃত্যু কোনো সমাধান নয়। এ জন্য মানুষের সচেতনতার বিকল্প নেই। মানুষের সচেতনতার জন্য কাউন্সেলিংয়ের দরকার। তবে এসব কাজে কেউ প্ররোচনা দিলে তাঁকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বেগম নুসরাত জাহান বলেন, ‘সামাজিক মূল্যবোধ ও পারস্পরিক সম্পর্কের অবনতি এসবের কারণ। প্রশাসনের কর্মকর্তারা অনেক সময় বিভিন্ন জায়গায় যান। সেখানে গিয়ে যদি এসব বিষয়ে কথা বলেন, তাহলে আমার মনে হয় এগুলো কমে আসতে পারে। তবে পারিবারিক সচেতনতা বাড়াতে হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে