ম্যানহোলের ঢাকনা নেই দুই মাস, দুর্ঘটনার ঝুঁকি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২২, ০৬: ৪১
আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৪: ০৮

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার লোক ও কারুশিল্প জাদুঘর থেকে থানা ও উপজেলা কার্যালয়ে যাওয়ার একমাত্র সড়কে দুই মাস ধরে ম্যানহোলের ঢাকনা নেই। স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাচল করছে। ম্যানহোলে পড়ে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুই মাস আগে গ্যাসলাইনের কাজ করে তিতাস কর্তৃপক্ষ। তখন রাস্তায় থাকা ম্যানহোলের ঢাকনা খুলে রেখে যায়। পরে রাতে ঢাকনাটি চুরি হয়। এর পর থেকে ঢাকনা নেই, ঝুঁকি নিয়েই চলাচল করছে বাসিন্দারা।

জানা যায়, এই ব্যস্ততম সড়ক দিয়ে পর্যটকসহ থানা-পুলিশের সদস্য এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আসা-যাওয়া করেন। এ ছাড়া সড়কটি দিয়ে শিক্ষার্থী, আশপাশের মসজিদের মুসল্লি, মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন চলাচল করতে গিয়ে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছে। ঢাকনা না থাকায় ইতিমধ্যে অনেক গাড়ির চাকা এই ম্যানহোলে আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ম্যানহোলের গর্তে পড়ে আহত হয়েছে অনেক মোটরসাইকেল, অটোরিকশাচালকসহ বৃদ্ধ-পথচারী।

সোনারগাঁ পৌরসভার স্থানীয় কমিশনারকে কয়েক দফা জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান এলাকাবাসী।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মেজবা উর রহমানকে একাধিকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তাঁরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানান।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত