রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শাখা ছাত্রলীগ সভাপতির পদে থেকেও ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন নাইমুর রহমান নিবিড়। রাজনৈতিক দলের পদে থেকেও চাকরির বিষয়টি সরাসরি রুয়েটে চাকরির শর্তাবলি লঙ্ঘন বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন বলেন, কোনো রাজনৈতিক দলের পদে থেকে রুয়েটে চাকরি করার সুযোগ নেই। যদি কেউ এমনি থেকে থাকে, তবে তা সম্পূর্ণ চাকরিবিধি লঙ্ঘন করছে। কারণ এটি রুয়েট চাকরির শর্তাবলি ৪৪ ধারার ৫ উপধারার পরিপন্থী।
রুয়েটে চলতি বছরের মাঝামাঝিতে বেশকিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে। রুয়েট উপাচার্য মো. রফিকুল ইসলাম সেখ জানান, বিজ্ঞাপিত পদের বিপরীতে অধিক সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়। ক্যাম্পাসে প্রচার আছে রুয়েটের ইতিহাসে এটি সবচেয়ে বড় নিয়োগ। ওই নিয়োগে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড়। তিনি ২০২১ সালের ১ জুন প্রকৌশল দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
জানতে চাইলে নাইমুর রহমান নিবিড় বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। করোনা না থাকলে এতদিনে নতুন কমিটি হয়ে যেত। এদিকে পরিবারের পক্ষ থেকে চাকরির জন্য বলা হচ্ছিল। সব মিলিয়ে রুয়েটে পরীক্ষা দিলাম। আল্লাহর রহমতে চাকরি হয়ে গেল।’ চাকরিতে যোগদানের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ জানে বলেও জানান তিনি।
রুয়েট রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন বলেন, ‘আমাদের এখানে আবেদনে কেউ কারও রাজনৈতিক পদ-পদবি উল্লেখ করেন না। আমাদের এখানে নিয়োগ পেয়েছে অথচ কোনো রাজনৈতিক দলের পদে আছে—এটা আমাদের জানা নাই। যদি এমনটা হয়ে থাকে যে, কেউ চাকরি করছে, একই সঙ্গে রাজনৈতিক দলের পদে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেব।’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শাখা ছাত্রলীগ সভাপতির পদে থেকেও ওই প্রতিষ্ঠানে চাকরি করছেন নাইমুর রহমান নিবিড়। রাজনৈতিক দলের পদে থেকেও চাকরির বিষয়টি সরাসরি রুয়েটে চাকরির শর্তাবলি লঙ্ঘন বলে মনে করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
ইউজিসির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন বলেন, কোনো রাজনৈতিক দলের পদে থেকে রুয়েটে চাকরি করার সুযোগ নেই। যদি কেউ এমনি থেকে থাকে, তবে তা সম্পূর্ণ চাকরিবিধি লঙ্ঘন করছে। কারণ এটি রুয়েট চাকরির শর্তাবলি ৪৪ ধারার ৫ উপধারার পরিপন্থী।
রুয়েটে চলতি বছরের মাঝামাঝিতে বেশকিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে। রুয়েট উপাচার্য মো. রফিকুল ইসলাম সেখ জানান, বিজ্ঞাপিত পদের বিপরীতে অধিক সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয়। ক্যাম্পাসে প্রচার আছে রুয়েটের ইতিহাসে এটি সবচেয়ে বড় নিয়োগ। ওই নিয়োগে সহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পান রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড়। তিনি ২০২১ সালের ১ জুন প্রকৌশল দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
জানতে চাইলে নাইমুর রহমান নিবিড় বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে অনেক আগে। করোনা না থাকলে এতদিনে নতুন কমিটি হয়ে যেত। এদিকে পরিবারের পক্ষ থেকে চাকরির জন্য বলা হচ্ছিল। সব মিলিয়ে রুয়েটে পরীক্ষা দিলাম। আল্লাহর রহমতে চাকরি হয়ে গেল।’ চাকরিতে যোগদানের বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগ জানে বলেও জানান তিনি।
রুয়েট রেজিস্ট্রার অধ্যাপক মো. সেলিম হোসেন বলেন, ‘আমাদের এখানে আবেদনে কেউ কারও রাজনৈতিক পদ-পদবি উল্লেখ করেন না। আমাদের এখানে নিয়োগ পেয়েছে অথচ কোনো রাজনৈতিক দলের পদে আছে—এটা আমাদের জানা নাই। যদি এমনটা হয়ে থাকে যে, কেউ চাকরি করছে, একই সঙ্গে রাজনৈতিক দলের পদে রয়েছে, সেই ক্ষেত্রে আমরা তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৬ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১০ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১০ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১০ দিন আগে