সড়ক ধসে পড়ছে পুকুরে

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ১৬
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৫: ২০

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের একটি পাকা সড়ক ধসে পুকুরে পড়ে যাচ্ছে। এতে সড়কটি সরু হয়ে গেছে। ভাঙা অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়কটি শিগগির সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এটি পাঁচ থেকে ছয় বছর আগে নির্মাণ করা হয়। ভাঙন দেখা দেয় দুই বছর আগে। এখনো একটু একটু করে ধসে পড়ছে। এটি কৃষি নির্ভরশীল এলাকা হওয়ায় পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এ সড়কে। এ ছাড়া সড়কটি দিয়ে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত করতে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে।

গত রোববার সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশের প্রায় ১০০ মিটার অংশ ধসে পড়েছে পুকুরে। পুকুরটি পাট্টা মধ্যপাড়া গ্রামের গফুর বিশ্বাসের। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ সময় স্থানীয় গৃহবধূ মোছা. রোজিনা আক্তার বলেন, আগে থেকেই এখানে পুকুর ছিল। সড়কটি পাঁচ-ছয় বছর আগে পাকা করা হয়েছে। আর প্রায় দুই বছর আগে সড়কটিতে ভাঙন শুরু হয়। এখনো ধসে পড়ছে।

মো. জাকির হোসেন বলেন, ‘ভাঙতে ভাঙতে রাস্তাটি চিকন হয়ে গেছে। দিনে দিনে রাস্তা নাই হয়ে যাচ্ছে। প্রায়ই এখানে গাড়ি উল্টে পুকুরে পড়ে।’

ভ্যানচালক আব্দুর রশিদ বলেন, ‘আমরা এই পুকুরের কাছে এসে আস্তে গাড়ি চালাই। তার পরও আমি নিজেই একবার ভ্যানসহ যাত্রী নিয়ে পুকুরে উল্টে পড়েছিলাম। জায়গাটি খুব বিপজ্জনক। এক সাথে দুটি গাড়ি ঢোকা যায় না। একটি গেলেও অনেক ঝুঁকি।’

আলমসাধুচালক কাদের বলেন, ‘এ সড়ক দিয়ে সাওরাইল বাজার থেকে পাংশা যেতে স্বল্প সময় লাগে তাই এই সড়ক দিয়ে যাই। বর্তমানে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শিগগির সড়কটি মেরামত করা দরকার।’

ইউনুস আলী বিশ্বাস নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন এবং সংস্কারের আগে পুকুরের সাইডে অবশ্যই প্যারাসাইট দিয়ে নিতে হবে। তা না হলে আবার পুকুর ভেঙে পড়বে। আমাদের ভোগান্তির শেষ হবে না।’

জানতে চাইলে পাট্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুর রব মুনা বিশ্বাস বলেন, সড়কটি সংস্কার করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এ বিষয়ে পাংশা উপসহকারী প্রকৌশলী মো. আব্দুল হাকিম বলেন, ‘সড়ক ধসে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে দেখে সড়কটি রিপেয়ারিংয়ের কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত