বিনোদন প্রতিবেদক, ঢাকা
ভারতের বারাণসী থেকে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গতকাল বিকেলে দেশে পৌঁছান তিনি। দেশে ফিরেই শাকিব জানালেন, মুম্বাইয়ের সঙ্গে মিলে সামনে আরও সিনেমা আসছে। শাকিব খান বলেন, ‘দরদের মধ্য দিয়ে প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমার সঙ্গে যুক্ত হলাম আমরা। ছোট পরিসরে হোক আর বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। মুম্বাইয়ের সঙ্গে মিলে সামনে আরও ভালো কাজ আসছে।’
শাকিব খানের এমন বক্তব্যের পর নতুন সিনেমার আপডেট দিয়েছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন। জানালেন, এবারের সিনেমার বাজেট ৪০ কোটি রুপি। শুটিং শুরু হবে আগামী বছরের এপ্রিলে। গতকাল সন্ধ্যায় ফেসবুক পোস্টে মামুন লেখেন, ‘এপ্রিলের ডেট কনফার্ম। সিনেমা মুম্বাইয়ের প্রোডাকশন হাউসের, আর বাজেট ৪০ কোটি রুপি। গল্প লেখার কাজ শুরু।’
শাকিব খানের দেশের ফেরার খবর পেয়ে গতকাল দুপুর থেকেই বিমানবন্দরে ভিড় করেন তাঁর ভক্তরা। প্রিয় নায়কের নামে স্লোগান দিতে থাকেন তাঁরা। ভক্তদের এমন উচ্ছ্বাস দেখে শাকিব খান বলেন, ‘এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’
দরদ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘খুব ভালো একটি সিনেমা হচ্ছে। শুটিং সেটের ছবি প্রকাশ পাওয়ায় সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। ছবি দেখেই যেহেতু ভালো লেগেছে, যখন সিনেমায় দেখবে তখন আরও ভালো লাগবে। আশা করছি সিনেমার গান, উপস্থাপনা, লোকেশন সবার পছন্দ হবে।’
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত দরদ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, ইমতু রাতিশ, এলিনা শাম্মী, রিও প্রমুখ। দরদের বাকি অংশের কাজ শেষ করে হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান শাকিব খান।
ভারতের বারাণসী থেকে ‘দরদ’ সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গতকাল বিকেলে দেশে পৌঁছান তিনি। দেশে ফিরেই শাকিব জানালেন, মুম্বাইয়ের সঙ্গে মিলে সামনে আরও সিনেমা আসছে। শাকিব খান বলেন, ‘দরদের মধ্য দিয়ে প্রথমবার প্যান ইন্ডিয়ান সিনেমার সঙ্গে যুক্ত হলাম আমরা। ছোট পরিসরে হোক আর বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। মুম্বাইয়ের সঙ্গে মিলে সামনে আরও ভালো কাজ আসছে।’
শাকিব খানের এমন বক্তব্যের পর নতুন সিনেমার আপডেট দিয়েছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন। জানালেন, এবারের সিনেমার বাজেট ৪০ কোটি রুপি। শুটিং শুরু হবে আগামী বছরের এপ্রিলে। গতকাল সন্ধ্যায় ফেসবুক পোস্টে মামুন লেখেন, ‘এপ্রিলের ডেট কনফার্ম। সিনেমা মুম্বাইয়ের প্রোডাকশন হাউসের, আর বাজেট ৪০ কোটি রুপি। গল্প লেখার কাজ শুরু।’
শাকিব খানের দেশের ফেরার খবর পেয়ে গতকাল দুপুর থেকেই বিমানবন্দরে ভিড় করেন তাঁর ভক্তরা। প্রিয় নায়কের নামে স্লোগান দিতে থাকেন তাঁরা। ভক্তদের এমন উচ্ছ্বাস দেখে শাকিব খান বলেন, ‘এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’
দরদ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে শাকিব বলেন, ‘খুব ভালো একটি সিনেমা হচ্ছে। শুটিং সেটের ছবি প্রকাশ পাওয়ায় সবাই অনেক অ্যাপ্রিশিয়েট করেছে। ছবি দেখেই যেহেতু ভালো লেগেছে, যখন সিনেমায় দেখবে তখন আরও ভালো লাগবে। আশা করছি সিনেমার গান, উপস্থাপনা, লোকেশন সবার পছন্দ হবে।’
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত দরদ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। এ ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, ইমতু রাতিশ, এলিনা শাম্মী, রিও প্রমুখ। দরদের বাকি অংশের কাজ শেষ করে হিমেল আশরাফের ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান শাকিব খান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে