ক্রীড়া ডেস্ক
শেষের বাঁশি বাজতে শুরু করেছে বিশ্বকাপে। আর মাত্র একটা ম্যাচ, যে ম্যাচ জিতলেই তৃতীয় শিরোপা জেতা হয়ে যাবে ফ্রান্স কিংবা আর্জেন্টিনার। কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা? যে লড়াইটায় দুই দলের শীর্ষ দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সমান ৫ গোলে এগিয়ে থাকলেও লড়াইটা শুধু তাঁদেরই নয়।
এবারে বিশ্বকাপে যেন দেখা যাচ্ছে নতুন এক মেসিকে, ৬ ম্যাচে গোল করেছেন ৫টি। সোনার বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপ্পেরও টুর্নামেন্টে গোল ৫টি। সে হিসাবে ফাইনালেই শেষ হতে যাচ্ছে দুই সর্বোচ্চ গোলদাতার লড়াইও।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
এত সহজে অবশ্য সমাধান হচ্ছে না সোনার বুটের প্রতিদ্বন্দ্বিতা। এ তালিকায় মেসি-এমবাপ্পেদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন তাঁদেরই সতীর্থ হুলিয়ান আলভারেজ আর অলভিয়ের জিরু। দুই ফরোয়ার্ডের নামের পাশেই রয়েছে ৪টি করে গোল। ফাইনালে মেসি বা এমবাপ্পে গোল করতে না পারলে আলভারেজ ও জিরুরও থাকবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। সে ক্ষেত্রে তাঁদের গোল করতে হবে আজ ফাইনালে।
তবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একাধিক খেলোয়াড় সমান হলে আরও বিকল্প দেখতে হবে ফিফাকে। দুজনের গোলসংখ্যা সমান হলে প্রথমেই দেখা হবে পেনাল্টিতে কে কম গোল করেছেন। সে ক্ষেত্রে অবশ্য মেসির চেয়ে এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে সেমি পর্যন্ত পেনাল্টি থেকে কোনো গোলই করেননি এই ফরাসি তারকা।
নিয়মানুযায়ী, পেনাল্টিতেও যদি সমান হয় তখন দেখা হয় কার কত অ্যাসিস্ট। এত দূর অবশ্য নাও যেতে হতে পারে। ফাইনালে মেসি-এমবাপ্পেই হয়তো মীমাংসা করে দিতে পারেন সোনার বুটের বিজয়ীর হিসাব। একই সুযোগ থাকছে জিরু ও আলভারেজেরও।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
শেষের বাঁশি বাজতে শুরু করেছে বিশ্বকাপে। আর মাত্র একটা ম্যাচ, যে ম্যাচ জিতলেই তৃতীয় শিরোপা জেতা হয়ে যাবে ফ্রান্স কিংবা আর্জেন্টিনার। কিন্তু বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা? যে লড়াইটায় দুই দলের শীর্ষ দুই তারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে সমান ৫ গোলে এগিয়ে থাকলেও লড়াইটা শুধু তাঁদেরই নয়।
এবারে বিশ্বকাপে যেন দেখা যাচ্ছে নতুন এক মেসিকে, ৬ ম্যাচে গোল করেছেন ৫টি। সোনার বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী এমবাপ্পেরও টুর্নামেন্টে গোল ৫টি। সে হিসাবে ফাইনালেই শেষ হতে যাচ্ছে দুই সর্বোচ্চ গোলদাতার লড়াইও।
ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত পড়তে এখানে ক্লিক করুন
এত সহজে অবশ্য সমাধান হচ্ছে না সোনার বুটের প্রতিদ্বন্দ্বিতা। এ তালিকায় মেসি-এমবাপ্পেদের ঘাড়ে নিশ্বাস ফেলছেন তাঁদেরই সতীর্থ হুলিয়ান আলভারেজ আর অলভিয়ের জিরু। দুই ফরোয়ার্ডের নামের পাশেই রয়েছে ৪টি করে গোল। ফাইনালে মেসি বা এমবাপ্পে গোল করতে না পারলে আলভারেজ ও জিরুরও থাকবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ। সে ক্ষেত্রে তাঁদের গোল করতে হবে আজ ফাইনালে।
তবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একাধিক খেলোয়াড় সমান হলে আরও বিকল্প দেখতে হবে ফিফাকে। দুজনের গোলসংখ্যা সমান হলে প্রথমেই দেখা হবে পেনাল্টিতে কে কম গোল করেছেন। সে ক্ষেত্রে অবশ্য মেসির চেয়ে এগিয়ে কিলিয়ান এমবাপ্পে। এবারের বিশ্বকাপে সেমি পর্যন্ত পেনাল্টি থেকে কোনো গোলই করেননি এই ফরাসি তারকা।
নিয়মানুযায়ী, পেনাল্টিতেও যদি সমান হয় তখন দেখা হয় কার কত অ্যাসিস্ট। এত দূর অবশ্য নাও যেতে হতে পারে। ফাইনালে মেসি-এমবাপ্পেই হয়তো মীমাংসা করে দিতে পারেন সোনার বুটের বিজয়ীর হিসাব। একই সুযোগ থাকছে জিরু ও আলভারেজেরও।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে