আজকের পত্রিকা ডেস্ক
সারা দেশে গতকাল রোববার থেকে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এবার বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ: এবার জেলায় ৩৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ৭১টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ১৭৬ জন, দাখিলে ৬ হাজার ৪২১ জন, ভকেশনাল ২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী আছে।
জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের জন্য পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে।
বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে এক হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৭ জন। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ইউএনও আলপনা ইয়াসমিন বলেন, নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে নির্দেশনা দেওয়া আছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথম দিনে ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে এসএসসিতে ৬ জন, দাখিল ২০ জন ও ভকেশনাল পরীক্ষায় ১১ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্র তিনজন, ছাত্রী ৩৪ জন রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান,৬টি কেন্দ্রে ১৮৩৯ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়। কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। তবে ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে প্রথম দিনের পরীক্ষায় মোট ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজর ৬৬৮ জন। প্রথম দিন ৫২ জন অনুপস্থিত ছিল।
লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। রোববার সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ইউএনও উম্মুল বানীন দ্যুতি বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভোলাহাট উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। অনুপস্থিত ছিল সাতজন।
গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৪৩৬ জন। অনুপস্থিত ৬ জন। মাদ্রাসার কেন্দ্র একটিতে মোট পরীক্ষার্থী ২০৪ জন, অনুপস্থিত ছিল ১৪ জন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিয়েছে।
সারা দেশে গতকাল রোববার থেকে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এবার বিশেষ তিনটি বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
নওগাঁ: এবার জেলায় ৩৩ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ৭১টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ৩৩ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ২৫ হাজার ১৭৬ জন, দাখিলে ৬ হাজার ৪২১ জন, ভকেশনাল ২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী আছে।
জেলা প্রশাসক হারুন অর রশীদ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্নের জন্য পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে।
বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছীতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে এক হাজার ৩৯৫ জন শিক্ষার্থী। প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৭ জন। তিনটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ইউএনও আলপনা ইয়াসমিন বলেন, নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে নির্দেশনা দেওয়া আছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথম দিনে ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে এসএসসিতে ৬ জন, দাখিল ২০ জন ও ভকেশনাল পরীক্ষায় ১১ জন অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্র তিনজন, ছাত্রী ৩৪ জন রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান,৬টি কেন্দ্রে ১৮৩৯ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়। কোনো পরীক্ষার্থী বহিষ্কার হয়নি। তবে ৩৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
নিয়ামতপুর (নওগাঁ) : নওগাঁর নিয়ামতপুরে প্রথম দিনের পরীক্ষায় মোট ৫২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার ৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২ হাজর ৬৬৮ জন। প্রথম দিন ৫২ জন অনুপস্থিত ছিল।
লালপুর (নাটোর) : নাটোরের লালপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী। রোববার সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
ইউএনও উম্মুল বানীন দ্যুতি বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : ভোলাহাট উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্রে মোট ৭৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। অনুপস্থিত ছিল সাতজন।
গুরুদাসপুর (নাটোর) : নাটোরের গুরুদাসপুর উপজেলার ৬টি কেন্দ্রে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ৪৩৬ জন। অনুপস্থিত ৬ জন। মাদ্রাসার কেন্দ্র একটিতে মোট পরীক্ষার্থী ২০৪ জন, অনুপস্থিত ছিল ১৪ জন।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে