টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কয়েক দিনের বর্ষণে তলিয়ে যায় আলুখেত। রোপণ করা অনেক বীজ আলু নষ্ট হয়ে গেছে। রোপণের জন্য প্রস্তুত জমিতে আবার কাজ করতে হচ্ছে। নতুন করে চাহিদা বাড়ায় বীজ আলুর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেখা দিয়েছে সারসংকট।
জানা যায়, জেলার টঙ্গিবাড়ী উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে বীজ আলু রোপণের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে প্রয়োজন হয় ১৭ হাজার ১১৭ টন বীজ আলুর। অধিকাংশ জমিতেই আলু রোপণ হলেও বৃষ্টির পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর জমির বীজ আলু। ৪ ডিসেম্বর বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বেড়ে গেছে বীজ আলু আর সারের দাম। ৫০ কেজি ওজনের হল্যান্ড থেকে আমদানি করা উন্নতমানের বীজ বৃষ্টির আগে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হলেও বৃষ্টির পর তা এখন ১২ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি বিএডিসি আলু ২৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হলেও তা এখন বাজারে পাওয়া যাচ্ছে না। বিক্রি করার মতো বিএডিসির আলু আর নেই।
নতুন করে সারের প্রয়োজন হওয়ায় বিক্রেতারাও ইতিমধ্যে দাম বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে অসাধু বীজ ও সার বিক্রেতারা নেই বলে কারসাজি করে দাম বাড়িয়েছে। তবে দাম বেশি হলেও পাওয়া যাচ্ছে। টঙ্গিবাড়ীর সার বিক্রেতা আবুল হোসেন শেখ বলেন, প্রয়োজনের তুলনায় সারের প্রাপ্যতা অনেক কম। আবার নতুন করে যোগ হয়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত সার ও বীজ আলুর। আমরা জেলা প্রশাসক বরাবর চাহিদার বিষয়েও জানিয়েছি। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী বলেন, হঠাৎ বৃষ্টিতে আলু জমির ক্ষতি হয়েছে। প্রয়োজন হয়ে পড়েছে সার ও বীজ আলুর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কয়েক দিনের বর্ষণে তলিয়ে যায় আলুখেত। রোপণ করা অনেক বীজ আলু নষ্ট হয়ে গেছে। রোপণের জন্য প্রস্তুত জমিতে আবার কাজ করতে হচ্ছে। নতুন করে চাহিদা বাড়ায় বীজ আলুর দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। দেখা দিয়েছে সারসংকট।
জানা যায়, জেলার টঙ্গিবাড়ী উপজেলায় ৯ হাজার ৯০০ হেক্টর জমিতে বীজ আলু রোপণের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে প্রয়োজন হয় ১৭ হাজার ১১৭ টন বীজ আলুর। অধিকাংশ জমিতেই আলু রোপণ হলেও বৃষ্টির পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ হাজার ৪০০ হেক্টর জমির বীজ আলু। ৪ ডিসেম্বর বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই বেড়ে গেছে বীজ আলু আর সারের দাম। ৫০ কেজি ওজনের হল্যান্ড থেকে আমদানি করা উন্নতমানের বীজ বৃষ্টির আগে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা দরে বিক্রি হলেও বৃষ্টির পর তা এখন ১২ হাজার থেকে ১২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতিকেজি বিএডিসি আলু ২৪ টাকা ৫০ পয়সায় বিক্রি হলেও তা এখন বাজারে পাওয়া যাচ্ছে না। বিক্রি করার মতো বিএডিসির আলু আর নেই।
নতুন করে সারের প্রয়োজন হওয়ায় বিক্রেতারাও ইতিমধ্যে দাম বাড়িয়ে দিয়েছেন। স্থানীয় কৃষকদের অভিযোগ, চাহিদা বৃদ্ধি পাওয়ায় সঙ্গে সঙ্গে অসাধু বীজ ও সার বিক্রেতারা নেই বলে কারসাজি করে দাম বাড়িয়েছে। তবে দাম বেশি হলেও পাওয়া যাচ্ছে। টঙ্গিবাড়ীর সার বিক্রেতা আবুল হোসেন শেখ বলেন, প্রয়োজনের তুলনায় সারের প্রাপ্যতা অনেক কম। আবার নতুন করে যোগ হয়েছে বৃষ্টির কারণে অতিরিক্ত সার ও বীজ আলুর। আমরা জেলা প্রশাসক বরাবর চাহিদার বিষয়েও জানিয়েছি। উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সবুজ চৌধুরী বলেন, হঠাৎ বৃষ্টিতে আলু জমির ক্ষতি হয়েছে। প্রয়োজন হয়ে পড়েছে সার ও বীজ আলুর। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে