নরসিংদী ও মনোহরদী প্রতিনিধি
মনোহরদীর তিন ইউপি নির্বাচনে ১৯ ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ। গতকাল শনিবার তিনি আজকের পত্রিকাকে এসব কথা জানান।
আবুল কালাম আজাদ বলেন, উপজেলার খিদিরপুর, চরমান্দালিয়া এবং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৫ জুন। মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্য মোতায়েন থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এ ছাড়া কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশের সদস্যরা তৎপর থাকবেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘কোনো ধরনের সমস্যা যেন না হয়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী এই তিন সময়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চরমান্দালিয়া এবং খিদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চরমান্দালিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৩৮ জন। খিদিরপুর ইউনিয়নে ২১ হাজার ৩৯৯ জন এবং কৃষ্ণপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ১৪৬ জন। তিনটি ইউনিয়নে মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সরেজমিনে ওই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। পাড়া মহল্লায় চলছে প্রার্থীদের উঠান বৈঠক। গত শুক্রবার রাতে কৃষ্ণপুর ইউনিয়নের চর গোহালবাড়িয়া গ্রামে
আওয়ামী লীগের আলোচনা ও পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী এমদাদুল হক আকন্দকে বিজয়ী করার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
মনোহরদীর তিন ইউপি নির্বাচনে ১৯ ভোটকেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ। গতকাল শনিবার তিনি আজকের পত্রিকাকে এসব কথা জানান।
আবুল কালাম আজাদ বলেন, উপজেলার খিদিরপুর, চরমান্দালিয়া এবং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৫ জুন। মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। প্রতিটি কেন্দ্রে পুলিশসহ আনসার সদস্য মোতায়েন থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এ ছাড়া কেন্দ্রের বাইরে টহল পুলিশ, সাদা পোশাকের পুলিশের সদস্যরা তৎপর থাকবেন।
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘কোনো ধরনের সমস্যা যেন না হয়, তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের পূর্ববর্তী, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী এই তিন সময়কে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চরমান্দালিয়া এবং খিদিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৭ জন, সাধারণ সদস্য পদে ৩৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চরমান্দালিয়া ইউনিয়নে ভোটার সংখ্যা ৯ হাজার ৯৩৮ জন। খিদিরপুর ইউনিয়নে ২১ হাজার ৩৯৯ জন এবং কৃষ্ণপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ১৩ হাজার ১৪৬ জন। তিনটি ইউনিয়নে মোট ২৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে ১৯টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বা অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সরেজমিনে ওই তিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে প্রার্থীদের প্রচার কার্যক্রম। রাস্তাঘাট ছেয়ে গেছে পোস্টারে পোস্টারে। পাড়া মহল্লায় চলছে প্রার্থীদের উঠান বৈঠক। গত শুক্রবার রাতে কৃষ্ণপুর ইউনিয়নের চর গোহালবাড়িয়া গ্রামে
আওয়ামী লীগের আলোচনা ও পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী প্রকৌশলী এমদাদুল হক আকন্দকে বিজয়ী করার জন্য সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে