বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। লোকালয় ও এলজিইডির পাকা সড়ক থেকে ন্যূনতম আধা কিলোমিটার দূরে ইটভাটার অবস্থান হওয়ার পরিবেশগত বিধান থাকলেও তা মানছে না অনেকে। লোকালয়ের কাছে ও ফসলি জমিতেই গড়ে উঠেছে এসব ইটভাটা, যার কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশখালী উপজেলায় ১০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সাধনপুরের মেসার্স জামাল উদ্দীন ও রত্নপুরের মেসার্স গাজি ব্রিক্সের পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি আটটি ইটভাটা যথাক্রমে খাজা আজমীর, ফাইভ এসটিএন ব্রিক্স, এমভিএম, এনটিভি, মেসার্স চৌধুরী ব্রিক্স, নাপিত দিয়া, ওয়ান স্টারের পরিবেশগত কোনো ছাড়পত্র নেই। তা ছাড়া এসব ইটভাটায় পোড়ানো হয় কাঠ। অভিযোগ রয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বাহারছড়ার এক কৃষক বলেন, লোকালয় ঘেঁষে আবাদি জমিতে এভাবে ইটভাটা নির্মাণের বিপক্ষে এলাকার কৃষকেরাও। কিন্তু ভাটার মালিক এলাকার খুব প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছেন না। এভাবে ফসলি মাঠে ভাটা হলে অন্য জমিতে কোনো কৃষি আবাদ হবে না।
এমডিএম ইটভাটার মালিক জয়নাল আবেদিন ঝন্টু বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে আধুনিক পদ্ধতিতে কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। তাই এখানে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চৌধুরী ব্রিকফিল্ডের শেয়ারহোল্ডার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে বলেন, ‘আমাদের সব কাগজপত্র রয়েছে।’
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এসব বিষয় পরিবেশ অধিদপ্তর দেখভাল করে। বাঁশখালীর বিভিন্ন এলাকায় ফসলি জমিতেই ইটভাটা গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, ‘এসব দেখার সুযোগ ও সময় নেই। আমাদের জনবল-সংকট রয়েছে। তাই সব জায়গায় নজরদারি করা সম্ভব হয় না।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধ ইটভাটার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
চট্টগ্রামের বাঁশখালীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। লোকালয় ও এলজিইডির পাকা সড়ক থেকে ন্যূনতম আধা কিলোমিটার দূরে ইটভাটার অবস্থান হওয়ার পরিবেশগত বিধান থাকলেও তা মানছে না অনেকে। লোকালয়ের কাছে ও ফসলি জমিতেই গড়ে উঠেছে এসব ইটভাটা, যার কারণে হুমকির মুখে পড়েছে পরিবেশ।
খোঁজ নিয়ে জানা গেছে, বাঁশখালী উপজেলায় ১০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সাধনপুরের মেসার্স জামাল উদ্দীন ও রত্নপুরের মেসার্স গাজি ব্রিক্সের পরিবেশগত ছাড়পত্র রয়েছে। বাকি আটটি ইটভাটা যথাক্রমে খাজা আজমীর, ফাইভ এসটিএন ব্রিক্স, এমভিএম, এনটিভি, মেসার্স চৌধুরী ব্রিক্স, নাপিত দিয়া, ওয়ান স্টারের পরিবেশগত কোনো ছাড়পত্র নেই। তা ছাড়া এসব ইটভাটায় পোড়ানো হয় কাঠ। অভিযোগ রয়েছে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরকে ম্যানেজ করে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে বাহারছড়ার এক কৃষক বলেন, লোকালয় ঘেঁষে আবাদি জমিতে এভাবে ইটভাটা নির্মাণের বিপক্ষে এলাকার কৃষকেরাও। কিন্তু ভাটার মালিক এলাকার খুব প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করতে পারছেন না। এভাবে ফসলি মাঠে ভাটা হলে অন্য জমিতে কোনো কৃষি আবাদ হবে না।
এমডিএম ইটভাটার মালিক জয়নাল আবেদিন ঝন্টু বলেন, পরিবেশ অধিদপ্তরের নিয়ম মেনে আধুনিক পদ্ধতিতে কয়লা দিয়ে ইট পোড়ানো হচ্ছে। তাই এখানে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
চৌধুরী ব্রিকফিল্ডের শেয়ারহোল্ডার জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে বলেন, ‘আমাদের সব কাগজপত্র রয়েছে।’
বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক বলেন, এসব বিষয় পরিবেশ অধিদপ্তর দেখভাল করে। বাঁশখালীর বিভিন্ন এলাকায় ফসলি জমিতেই ইটভাটা গড়ে উঠেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, ‘এসব দেখার সুযোগ ও সময় নেই। আমাদের জনবল-সংকট রয়েছে। তাই সব জায়গায় নজরদারি করা সম্ভব হয় না।’
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, অবৈধ ইটভাটার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে অবৈধ ইটভাটার বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে