মোমেন খান, শিবপুর, নরসিংদী
সংস্কারের অভাবে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটির ২ কিলোমিটার অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোটবড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আয়ুবপুর ইউনিয়নের শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া ইউনিয়নের পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কে অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ।
সড়কটির একপ্রান্তে জেলার বৃহত্তম পশুর হাট পুটিয়া বাজার এবং অপর প্রান্তে রয়েছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে বাজারের ক্রেতা বিক্রেতা ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া এ অঞ্চলের মানুষের নরসিংদী সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। চলাচলের উপযোগী করতে দ্রুত এ সড়কটি সংস্কার করা প্রয়োজন।
অটোরিকশাচালক গোলজার হোসেন বলেন, সড়কে অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়কে চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষও কষ্ট পেয়ে যান। অনেক সময় এ সড়ক দিয়ে রোগী নিয়ে গেলে তাঁদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
ভ্যানচালক জাকির হোসেন সাদ্দাম বলেন, ‘ভাঙাচোরা রাস্তায় ভ্যান চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। ফলে সারা দিন ভ্যান চালিয়ে যা রোজগার করি, তার একটা অংশ মেরামতেই শেষ হয়ে যায়।’
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম বলেন, সড়কের এমন বেহাল দশার জন্য প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। তিনি এই জনগুরুত্বপূর্ণ সড়টি দ্রুত সংস্কারের জোর দাবি জানান।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার বলেন, সংস্কারের অভাবে বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে নরসিংদী সদর ও পুটিয়া বাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনস্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।
উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, সড়কটি সংস্কার করাসহ প্রশস্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয় হতে অনুমোদন পেয়েছি। কাজের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে।
উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা হবে।
সংস্কারের অভাবে নরসিংদীর শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কটির ২ কিলোমিটার অংশের বিটুমিন ও খোয়া উঠে অসংখ্য ছোটবড় গর্ত আর খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, আয়ুবপুর ইউনিয়নের শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া ইউনিয়নের পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কে অসংখ্য স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া ও পাথর বেরিয়ে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। এর মধ্যে ঝুঁকি নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান, ইঞ্জিনচালিত যানবাহন, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েক বছর আগে শাষপুর শহীদ মিনার থেকে পুটিয়া বাজার মোড় পর্যন্ত সড়কটির সংস্কার কাজ করা হয়। এরপর দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ।
সড়কটির একপ্রান্তে জেলার বৃহত্তম পশুর হাট পুটিয়া বাজার এবং অপর প্রান্তে রয়েছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ শাষপুর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও শাষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে বাজারের ক্রেতা বিক্রেতা ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া এ অঞ্চলের মানুষের নরসিংদী সদরে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক এটি। চলাচলের উপযোগী করতে দ্রুত এ সড়কটি সংস্কার করা প্রয়োজন।
অটোরিকশাচালক গোলজার হোসেন বলেন, সড়কে অনেক খানাখন্দ থাকায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ সড়কে চলাচল করতে গিয়ে সুস্থ-সবল মানুষও কষ্ট পেয়ে যান। অনেক সময় এ সড়ক দিয়ে রোগী নিয়ে গেলে তাঁদের অবস্থা আরও খারাপ হয়ে যায়।
ভ্যানচালক জাকির হোসেন সাদ্দাম বলেন, ‘ভাঙাচোরা রাস্তায় ভ্যান চালাতে গিয়ে প্রায়ই নাটবল্টু খুলে পড়ে যায়। ফলে সারা দিন ভ্যান চালিয়ে যা রোজগার করি, তার একটা অংশ মেরামতেই শেষ হয়ে যায়।’
নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম বলেন, সড়কের এমন বেহাল দশার জন্য প্রতিনিয়ত ঘটছে ছোটবড় দুর্ঘটনা। তিনি এই জনগুরুত্বপূর্ণ সড়টি দ্রুত সংস্কারের জোর দাবি জানান।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান সরকার বলেন, সংস্কারের অভাবে বাজারে কৃষিপণ্য নিয়ে যেতে বা জরুরি প্রয়োজনে নরসিংদী সদর ও পুটিয়া বাজারে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জনস্বার্থে সড়কটি সংস্কার করা দরকার।
উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, সড়কটি সংস্কার করাসহ প্রশস্ত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয় হতে অনুমোদন পেয়েছি। কাজের জন্য দ্রুত দরপত্র আহ্বান করা হবে।
উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান বলেন, এটি একটি জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি সংস্কারের জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি শিগগিরই সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করা হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে