শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
নির্বাচনের ফলাফল পাল্টানোর অভিযোগে গ্রেপ্তার প্রিসাইডিং কর্মকর্তা কে এম আবদুল্লাহ আল জসিমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ এই রিমান্ড মঞ্জুর করেন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণিশিমুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল পরিবর্তন করেন তিনি।
পরে গত ২৭ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল হক বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নির্বাচনী ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে ওই প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত জসিম উপজেলার কাকিলাকুড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের প্রভাষক। বাড়ি উপজেলার শঙ্করঘোষ গ্রামে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কে এম আব্দুল্লাহ আল জসিম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গত রোববার সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা শেষে তিনি ওই কেন্দ্রের সংশ্লিষ্ট প্রার্থী ও অন্যান্য কর্মকর্তাদের নির্বাচনী ফলাফল শিট বিতরণ করেন। এরপর রোববার সন্ধ্যায় তিনি উপজেলা পরিষদের হল রুমে স্থাপিত নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে আসেন এবং চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল শিট জমা দেন। কিন্তু ওই ফলাফল শিটটি ঘষামাজা করা এবং কেন্দ্রে বিতরণ করা ফলাফল শিটের সঙ্গে গরমিল ছিল। বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের নজরে আসার পরপরই তিনি নিয়ন্ত্রণ কক্ষ থেকে পালিয়ে যান। পরে রোববার মধ্যরাতে পুলিশ ওই প্রিসাইডিং অফিসারকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নির্বাচনী ফলাফল শিটটিতে ‘টেম্পারিং’ করার কথা স্বীকার করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গ্রেপ্তার প্রিসাইডিং অফিসারকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত একদিনের মঞ্জুর করেন।
নির্বাচনের ফলাফল পাল্টানোর অভিযোগে গ্রেপ্তার প্রিসাইডিং কর্মকর্তা কে এম আবদুল্লাহ আল জসিমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদ এই রিমান্ড মঞ্জুর করেন।
শেরপুরের শ্রীবরদী উপজেলার রাণিশিমুল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল পরিবর্তন করেন তিনি।
পরে গত ২৭ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল হক বাদী হয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নির্বাচনী ফলাফল পাল্টানোর চেষ্টার অভিযোগে ওই প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত জসিম উপজেলার কাকিলাকুড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার পদার্থ বিজ্ঞানের প্রভাষক। বাড়ি উপজেলার শঙ্করঘোষ গ্রামে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, কে এম আব্দুল্লাহ আল জসিম উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। গত রোববার সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা শেষে তিনি ওই কেন্দ্রের সংশ্লিষ্ট প্রার্থী ও অন্যান্য কর্মকর্তাদের নির্বাচনী ফলাফল শিট বিতরণ করেন। এরপর রোববার সন্ধ্যায় তিনি উপজেলা পরিষদের হল রুমে স্থাপিত নির্বাচনী নিয়ন্ত্রণ কক্ষে আসেন এবং চেয়ারম্যান প্রার্থীদের ফলাফল শিট জমা দেন। কিন্তু ওই ফলাফল শিটটি ঘষামাজা করা এবং কেন্দ্রে বিতরণ করা ফলাফল শিটের সঙ্গে গরমিল ছিল। বিষয়টি নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের নজরে আসার পরপরই তিনি নিয়ন্ত্রণ কক্ষ থেকে পালিয়ে যান। পরে রোববার মধ্যরাতে পুলিশ ওই প্রিসাইডিং অফিসারকে আটক করে। প্রাথমিকভাবে তিনি নির্বাচনী ফলাফল শিটটিতে ‘টেম্পারিং’ করার কথা স্বীকার করেন।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, গ্রেপ্তার প্রিসাইডিং অফিসারকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত একদিনের মঞ্জুর করেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে