আগাম শীতের সবজি চাষ

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০৭: ৪৮
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৪: ১৯

নরসিংদীর শিবপুর উপজেলার কৃষকেরা এখন আগাম শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। আর কয়েক দিন পরই শুরু হবে শীত। তাই শীতকালীন সবজি চাষের জন্য এখনই চলছে উপযুক্ত সময়। স্থানীয় কৃষকেরা বলছেন, শীতকালীন সবজি আগাম চাষ করলে বাজারে ভালো দাম পাওয়া যায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ১৪ শ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায়, এরই মধ্যে সবজির চারা প্রস্তুত হয়ে গেছে। চলছে জমি তৈরির কাজ ও চারা রোপণ। কোথাও কোথাও বিস্তীর্ণ মাঠজুড়ে শোভা পাচ্ছে সারি সারি শিমগাছ, ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মুলা, করলা, পটোল, পালং ও লালশাকসহ হরেকরকম শীতকালীন সবজির চারা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোপণের ৬০ দিনের মধ্যে বাজারে আসবে ফুলকপি ও বাঁধাকপি। লাউ, ঝিঙ্গা, মুলা বাজারে উঠতে শুরু করেছে। শিম, টমেটো কিছুদিনের মধ্যেই বাজারে উঠবে। বেশির ভাগ কৃষকই আধুনিক পদ্ধতি ব্যবহার করে কীটনাশকমুক্ত সবজি চাষ করছেন। এতে করে সবজির গুণগত মান ভালো থাকে এবং বাজারে চাহিদাও বেশি থাকে।

উপজেলার খড়কমারা গ্রামের কৃষক আমির হোসেন বলেন, সবজির চারা রোপণের আগে জমি তৈরি করে কিছুদিন রাখা হয়। ফলে চারাগুলো রোগবালাই প্রতিরোধের ক্ষমতা সঞ্চয় করে এবং গাছগুলো সবল হয়। এ বছর বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ায় চারা নষ্ট হয়নি। ফলে উৎপাদন খরচ অন্য বছরের চেয়ে অনেকটা কম হবে বলে আশা করা হচ্ছে।

ব্রাহ্মন্দী গ্রামের কৃষক মজিবুর রহমান বলেন, আমি প্রতিবছর চার বিঘা জমিতে আগাম সবজির চাষ করি। তবে এ বছর আর্থিক সংকটের কারণে আমি তিন বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। আশা করছি লাভবান হতে পারব।

গ্রামের সবজিচাষি তোফাজ্জল হোসেন জানান, তিনি ফুলকপি, মুলা ও লাউয়ের চারা রোপণ করেছেন। ক্ষেতের নমুনা দেখে ফলন আশানুরূপ ফলন হবে বলে ভাবছেন। এ বছর দুই বিঘা জমিতে সবজি চাষ করেছেন তিনি।

শিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক জানান, শীতের সবজি আগাম চাষ করতে পারলে ভালো দাম পাওয়া যায়।

এ কারণে উপজেলার কৃষকেরা প্রত্যেক বছর আগাম বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ করে থাকেন। কৃষকদের সবজি চাষে উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকলে উৎপাদিত ফসলের ফলন ও দাম বেশ ভালো পাবেন কৃষকেরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত