তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালা-পাটকেলঘাটা সড়কের কয়েকটি স্থানের শতাধিক শুকনো গাছ এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব মরা গাছের জন্য পথচারীরা আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন সড়কটিতে। কর্তৃপক্ষ গাছগুলো অপসারণ না করায় প্রায়ই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা।
জানা গেছে, তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মোড়ে থেকে ইসলামকাটি হয়ে পাটকেলঘাটা কুমিরা পোড়াবাড়ি পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার দুই পাশে সিরিশ ও মেহগনিসহ নানা রকম গাছ রোপণ করা হয়। সেসব গাছ বড় হয়ে পথচারীদের ছায়া দিতে থাকে। কিন্তু আম্পান ঝড়ের তাণ্ডবে গাছগুলো দুমড়ে মুচড়ে যায়।
বিশেষ করে ইসলামকাটী ও কুমিরা এলাকার কয়েক শতাধিক গাছ পানিতে ডুবে হয়ে যায়। পানিতে ডুবে থাকায় অধিকাংশ গাছের মূল শিকড় পচে গেছে। এসব গাছের ছোট-বড় শুকনা ডাল এখন পথচারীদের ওপর পড়ছে। তাই পথচারীদের মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
আক্ষেপ করে শামীমুল ইসলাম নামের এক পথচারী বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন তালা উপজেলা থেকে হাজারো মানুষ জেলা আদালতে, সাতক্ষীরা সদর হাসপাতালে সেবা নিতে যাওয়াসহ পাটকেলঘাটা বাজারে যাতায়াত করেন। এমনকি স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তাঁদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অতি দ্রুত রাস্তার দুপাশের মরা গাছগুলো অপসারণ করা হোক। তা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
মহেন্দ্র সমিতির সভাপতি মো. মিন্টু সরদার ও মোটরসাইকেল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন জানান, জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়ি নিয়ে যাতায়াত করেন তাঁরা। মাঝে মাঝে হঠাৎ গাছের বড় বড় ডাল ভেঙে পড়ে। যেকোনো সময়ে মাথার ওপর গাছ ভেঙে পড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছ গুলো রাস্তার পাশ থেকে সরিয়ে ফেলার দাবি জানান তাঁরা।
ইসলামকাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ বলেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে ইসলামকাটি কালভার্টের পাশে যাত্রীবাহী ভ্যানের ওপর বড় একটি গাছ ভেঙে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। যত দ্রুত সম্ভব মরা গাছগুলো অপসারণ করতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, তালা-ইসলামকাটি-পাটকেলঘাটা সড়কের মরা গাছগুলো জেলা পরিষদের। গাছগুলো মরে যাওয়ায় পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ইতিমধ্যে বিষয়টি জেলা পরিষদকে অবহিত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, তালা থেকে পাটকেলঘাটার সড়কের গাছগুলো সাতক্ষীরা জেলা পরিষদের। অধিকাংশ গাছ শুকিয়ে যাওয়ায় রাস্তার ওপর ভেঙে পড়ছে। গাছগুলো কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
তালা-পাটকেলঘাটা সড়কের কয়েকটি স্থানের শতাধিক শুকনো গাছ এখন দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব মরা গাছের জন্য পথচারীরা আতঙ্কের মধ্য দিয়ে চলাচল করছেন সড়কটিতে। কর্তৃপক্ষ গাছগুলো অপসারণ না করায় প্রায়ই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা।
জানা গেছে, তালা উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের মোড়ে থেকে ইসলামকাটি হয়ে পাটকেলঘাটা কুমিরা পোড়াবাড়ি পর্যন্ত ৯ কিলোমিটার রাস্তার দুই পাশে সিরিশ ও মেহগনিসহ নানা রকম গাছ রোপণ করা হয়। সেসব গাছ বড় হয়ে পথচারীদের ছায়া দিতে থাকে। কিন্তু আম্পান ঝড়ের তাণ্ডবে গাছগুলো দুমড়ে মুচড়ে যায়।
বিশেষ করে ইসলামকাটী ও কুমিরা এলাকার কয়েক শতাধিক গাছ পানিতে ডুবে হয়ে যায়। পানিতে ডুবে থাকায় অধিকাংশ গাছের মূল শিকড় পচে গেছে। এসব গাছের ছোট-বড় শুকনা ডাল এখন পথচারীদের ওপর পড়ছে। তাই পথচারীদের মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
আক্ষেপ করে শামীমুল ইসলাম নামের এক পথচারী বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন তালা উপজেলা থেকে হাজারো মানুষ জেলা আদালতে, সাতক্ষীরা সদর হাসপাতালে সেবা নিতে যাওয়াসহ পাটকেলঘাটা বাজারে যাতায়াত করেন। এমনকি স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে। তাঁদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অতি দ্রুত রাস্তার দুপাশের মরা গাছগুলো অপসারণ করা হোক। তা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
মহেন্দ্র সমিতির সভাপতি মো. মিন্টু সরদার ও মোটরসাইকেল শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন জানান, জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়ি নিয়ে যাতায়াত করেন তাঁরা। মাঝে মাঝে হঠাৎ গাছের বড় বড় ডাল ভেঙে পড়ে। যেকোনো সময়ে মাথার ওপর গাছ ভেঙে পড়তে পারে। যত তাড়াতাড়ি সম্ভব এই গাছ গুলো রাস্তার পাশ থেকে সরিয়ে ফেলার দাবি জানান তাঁরা।
ইসলামকাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ বলেন, কর্তৃপক্ষের গাফিলতির কারণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে ইসলামকাটি কালভার্টের পাশে যাত্রীবাহী ভ্যানের ওপর বড় একটি গাছ ভেঙে পড়ে। তবে এ দুর্ঘটনায় কেউ নিহত হয়নি। যত দ্রুত সম্ভব মরা গাছগুলো অপসারণ করতে সাতক্ষীরা জেলা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস জানান, তালা-ইসলামকাটি-পাটকেলঘাটা সড়কের মরা গাছগুলো জেলা পরিষদের। গাছগুলো মরে যাওয়ায় পথচারীরা ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ইতিমধ্যে বিষয়টি জেলা পরিষদকে অবহিত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, তালা থেকে পাটকেলঘাটার সড়কের গাছগুলো সাতক্ষীরা জেলা পরিষদের। অধিকাংশ গাছ শুকিয়ে যাওয়ায় রাস্তার ওপর ভেঙে পড়ছে। গাছগুলো কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে