বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মুছা মণ্ডল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চানমেটুয়ানী গ্রামের বাসিন্দা তিনি। কিছুদিন আগেও চটের বস্তা দিয়ে ঘেরা জরাজীর্ণ ঘরে থাকতেন। অথচ এখন বসবাসের জন্য পেয়েছেন রঙিন ঘর।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্বেচ্ছাসেবক তাঁর পোস্টে মুছা মণ্ডলের পরিস্থিতি নিয়ে লেখেন। এরপরই সহযোগিতার হাত বাড়ান কয়েকজন। সেই অর্থ দিয়ে স্বেচ্ছাসেবক মামুন বিশ্বাস ঘরটি তৈরি করেন।
১৬ বছর আগে স্ত্রী হারিয়েছেন মুছা মণ্ডল। একাকী জীবন চালিয়ে যাওয়া মুছা মণ্ডল এখন প্রতিদিন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।
শুধু ঘরই নয়, সেখানে দেওয়া হয়েছে লেপ-তোশক, চৌকি, শীতের কাপড়, জায়নামাজ, খাদ্যসামগ্রী, টিউবওয়েল ও নগদ অর্থ। এ ছাড়া মুছা মণ্ডলের জন্য কানাডাপ্রবাসী এক ব্যক্তি মাসিক ৩ হাজার করে টাকা পাঠাবেন। ঘরসহ সবকিছু পাওয়ার আনন্দে মুছা মণ্ডলের চোখে-মুখে আনন্দের হাসি।
ঘর পেয়ে কেমন লাগছে, এ প্রশ্নের উত্তরে মুছা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তান নেই। চটের বেড়া দিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করেছি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি একখানা নতুন রঙিন ঘর পাব। এই বয়সে এত সুন্দর ঘরে থাকতে পারব। আমি ভীষণ খুশি হয়েছি ঘর, টিউবওয়েলসহ সবকিছু পেয়ে। দিন শেষে এখন আর চটের বেড়া দেওয়া মাটির বিছানায় ঘুমাতে হবে না। দোয়া করব যত দিন বেঁচে থাকব আপনাদের সবার জন্য।’
মুছা মণ্ডলের ঘরের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন শামীম হোসেন, তারেক শাহরীয়ার, আব্দুর রহিম, ইসমাইল হোসেন, শামীম রেজা, মহির উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে মামুন বিশ্বাস বলেন, ‘চটের ঘরটি দেখে নিজেদের খুব অপরাধী মনে হচ্ছিল। সবকিছু দেখে মুছা মণ্ডলের বিস্তারিত লিখে ফেসবুকে পোস্ট দিই। ফেসবুকের কল্যাণে সংগৃহীত ৭৫ হাজার টাকা দিয়ে দ্রুত ঘর নির্মাণকাজ শেষ করেছি।’
মামুন বিশ্বাস আরও বলেন, ‘আমরা সবাই যদি যাঁর যাঁর অবস্থান থেকে এগিয়ে আসি, তাইলে আমাদের সমাজে অবহেলিত কোনো মানুষ থাকবে না।’
মুছা মণ্ডল। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চানমেটুয়ানী গ্রামের বাসিন্দা তিনি। কিছুদিন আগেও চটের বস্তা দিয়ে ঘেরা জরাজীর্ণ ঘরে থাকতেন। অথচ এখন বসবাসের জন্য পেয়েছেন রঙিন ঘর।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্বেচ্ছাসেবক তাঁর পোস্টে মুছা মণ্ডলের পরিস্থিতি নিয়ে লেখেন। এরপরই সহযোগিতার হাত বাড়ান কয়েকজন। সেই অর্থ দিয়ে স্বেচ্ছাসেবক মামুন বিশ্বাস ঘরটি তৈরি করেন।
১৬ বছর আগে স্ত্রী হারিয়েছেন মুছা মণ্ডল। একাকী জীবন চালিয়ে যাওয়া মুছা মণ্ডল এখন প্রতিদিন রাতে শান্তিতে ঘুমাতে পারবেন।
শুধু ঘরই নয়, সেখানে দেওয়া হয়েছে লেপ-তোশক, চৌকি, শীতের কাপড়, জায়নামাজ, খাদ্যসামগ্রী, টিউবওয়েল ও নগদ অর্থ। এ ছাড়া মুছা মণ্ডলের জন্য কানাডাপ্রবাসী এক ব্যক্তি মাসিক ৩ হাজার করে টাকা পাঠাবেন। ঘরসহ সবকিছু পাওয়ার আনন্দে মুছা মণ্ডলের চোখে-মুখে আনন্দের হাসি।
ঘর পেয়ে কেমন লাগছে, এ প্রশ্নের উত্তরে মুছা মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমার সন্তান নেই। চটের বেড়া দিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করেছি। স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি একখানা নতুন রঙিন ঘর পাব। এই বয়সে এত সুন্দর ঘরে থাকতে পারব। আমি ভীষণ খুশি হয়েছি ঘর, টিউবওয়েলসহ সবকিছু পেয়ে। দিন শেষে এখন আর চটের বেড়া দেওয়া মাটির বিছানায় ঘুমাতে হবে না। দোয়া করব যত দিন বেঁচে থাকব আপনাদের সবার জন্য।’
মুছা মণ্ডলের ঘরের কাজে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন শামীম হোসেন, তারেক শাহরীয়ার, আব্দুর রহিম, ইসমাইল হোসেন, শামীম রেজা, মহির উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে মামুন বিশ্বাস বলেন, ‘চটের ঘরটি দেখে নিজেদের খুব অপরাধী মনে হচ্ছিল। সবকিছু দেখে মুছা মণ্ডলের বিস্তারিত লিখে ফেসবুকে পোস্ট দিই। ফেসবুকের কল্যাণে সংগৃহীত ৭৫ হাজার টাকা দিয়ে দ্রুত ঘর নির্মাণকাজ শেষ করেছি।’
মামুন বিশ্বাস আরও বলেন, ‘আমরা সবাই যদি যাঁর যাঁর অবস্থান থেকে এগিয়ে আসি, তাইলে আমাদের সমাজে অবহেলিত কোনো মানুষ থাকবে না।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে