ঢাকের বাদ্যে দেবীপক্ষ শুরু

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০৬: ১৭
আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১২: ৪৭

দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে শেষ হয়েছে প্রতিমা নির্মাণের কাজ। এখন চলছে প্রতিমার গায়ে শেষ রংতুলির আঁচড়। গতকাল বুধবার মহালয়ার দিনে নানা আয়োজনে সূচিত হয়েছে দেবী পক্ষের। এর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতার শুরু হয়েছে। সারা দেশের মতো চট্টগ্রামের সকল উপজেলার মণ্ডপগুলো প্রস্তুত। জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা।

বোয়ালখালী: ঢাকের বাদ্যে মঙ্গলপ্রদীপ প্রজ্বলন, চণ্ডী মন্ত্র উচ্চারণ ও নানা মাঙ্গলিক আয়োজনে দেবী পক্ষের সূচনা উদ্‌যাপিত হয়েছে বোয়ালখালীর করলডেঙ্গা সন্ন্যাসী পাহাড় চূড়ায় অবস্থিত মেধস আশ্রমে। চারদিক ছেয়ে যায় ধূপ ও ফুলের গন্ধে। এখানে গতকাল দেবীপক্ষের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শ্যামল পালিতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার, সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জির সহধর্মিণী রুনা ব্যানার্জি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সুনীল চন্দ্র ঘোষ, আশীর্বাদক আশ্রমের অধ্যক্ষ বুলবুলানন্দ মহারাজ।

সীতাকুণ্ড: শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষের এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিমল চন্দ্র নাথ, সাধারণ সম্পাদক আশীষ কুমার শীল প্রমুখ।

হাটহাজারী: উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ সূত্র জানায়, চলতি বছর হাটহাজারী পৌরসভা, উপজেলার ১৪টি ইউনিয়ন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর ওয়ার্ডের ১২২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চিকনদণ্ডী ইউনিয়নে সবচেয়ে বেশ ২৯টি এবং নাঙ্গলমোড়া ও গুমানমর্দ্দন ইউনিয়নে মাত্র একটি করে পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া গড়দুয়ারা ও ছিপাতলী দুই ইউনিয়নের কোনো মণ্ডপে এবার হবে দুর্গাপূজা।

রাঙ্গুনিয়া: এবার উপজেলার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। উপজেলার বড় পূজা মণ্ডপগুলোর মধ্যে রয়েছে শান্তিনিকেতন সর্বজনীন পূজা মণ্ডপ, চন্দ্রঘোনা গীতা ভবন, চন্দ্রঘোনা রামকৃষ্ণ কালি মন্দির, পদুয়া জমাদর টিলা ও রাঙ্গুনিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাঙ্গুনিয়া গ্রামের মণ্ডপ।

উপজেলার সবচেয়ে বড় মণ্ডপ তৈরি করেছে সাবেক রাঙ্গুনিয়া মহাজন পাড়া যুব কিশোর সংঘ। প্রতিষ্ঠানের সভাপতি শিপন সাহা আজকের পত্রিকাকে বলেন, রাজবাড়ির আদলে নির্মিত হয়েছে এবারের পূজা মণ্ডপ। এটি তৈরিতে খরচ হয়েছে আনুমানিক ১০ লাখ টাকা। প্রতি বছরের মতো এ বছরও মণ্ডপটি তৈরি করেছেন চট্টগ্রামের প্রথিতযশা প্রতিমা শিল্পী মদন পাল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত