আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির সাড়ে ৩০০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফকির বাদী হয়ে গত সোমবার রাতে মামলা করেন। আটক ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ। এ সময় দুই পক্ষে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।
জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত সোমবার বিকেলে উপজেলা সদরে এ কে স্কুল চৌরাস্তায় বিএনপির কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। ওই বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়। পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ বিএনপির ২৫ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় সোমবার রাতে আমতলী থানার উপপরিদর্শক ইউনুস আলী ফকির বাদী হয়ে আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল আহম্মেদ ফকিরকে প্রধান আসামি করেন। এ ছাড়া ৩২ জনের নাম উল্লেখ করে ৩১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাড়ে ৩০০ নেতা-কর্মীর নামে মামলা করা হয়। পুলিশ ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর গতকাল আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমতলী পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের লাঠিপেটায় আমাদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের মারধরও করেছে; আবার তাঁদের নামে মিথ্যা মামলাও দিয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করার সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। তিনি আরও বলেন, বিএনপির গ্রেপ্তার হওয়া ১৩ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
বরগুনার আমতলীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় দলটির সাড়ে ৩০০ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউনুস আলী ফকির বাদী হয়ে গত সোমবার রাতে মামলা করেন। আটক ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সোমবার বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দেয় পুলিশ। এ সময় দুই পক্ষে ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হন।
জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত সোমবার বিকেলে উপজেলা সদরে এ কে স্কুল চৌরাস্তায় বিএনপির কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন নেতা-কর্মীরা। ওই বিক্ষোভ সমাবেশে পুলিশ বাধা দেয়। পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিপেটার ঘটনা ঘটে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ বিএনপির ২৫ জন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় সোমবার রাতে আমতলী থানার উপপরিদর্শক ইউনুস আলী ফকির বাদী হয়ে আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল আহম্মেদ ফকিরকে প্রধান আসামি করেন। এ ছাড়া ৩২ জনের নাম উল্লেখ করে ৩১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাড়ে ৩০০ নেতা-কর্মীর নামে মামলা করা হয়। পুলিশ ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তারের পর গতকাল আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আমতলী পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মৃধা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ লাঠিপেটা করেছে। এ সময় ক্ষুব্ধ নেতা-কর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশের লাঠিপেটায় আমাদের অন্তত ২০ জন নেতা-কর্মী আহত হন। পুলিশ বিএনপির নেতা-কর্মীদের মারধরও করেছে; আবার তাঁদের নামে মিথ্যা মামলাও দিয়েছে।’
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করার সময় পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর হামলা চালান। বিএনপির নেতা-কর্মীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। তিনি আরও বলেন, বিএনপির গ্রেপ্তার হওয়া ১৩ নেতা-কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে