আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) গত বৃহস্পতিবার নির্বাচন হয়।
দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পরাজিত হন রাজ্জাকুল হায়দার পলাশ। পরিকল্পিতভাবে তাঁকে পরাজিত করার অভিযোগ এনে তাঁর কর্মী-সমর্থকেরা দুই গ্রামের মধ্যে চলাচলের কাঁচা রাস্তায় বাঁশের বেড়া দিয়েছেন। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। রাস্তাটি দিয়ে লোকজন ও যানবাহন চলাচল বন্ধ আছে।
রাজ্জাকুল হায়দারের কর্মী-সমর্থকদের অভিযোগ, উপজেলা যুবলীগের সভাপতি রানা চৌধুরী ও তাঁর স্ত্রী যুব মহিলা লীগের সভাপতি স্বপ্না চৌধুরী সাংবাদিক সেজে ভোটকেন্দ্র অবস্থান নিয়েছিলেন। তাঁরা ভোট গণনার সময় অবস্থান করে প্রভাব বিস্তার করে কৌশলে ফুটবল প্রতীকের প্রার্থী রাজ্জাকুল হায়দারকে পরাজিত করেছেন। তবে রানা চৌধুরী ও তাঁর স্ত্রী স্বপ্না চৌধুরী এ অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে খুলিয়া গ্রামে দেখা গেছে, খুলিয়াগাড়ী-কৈগাড়ী গ্রামের মধ্যে চলাচলের কাঁচা রাস্তায় খুলিয়াগ্রামের অংশে বাঁশের বেড়া দেওয়া আছে। বেড়ার উত্তর পাশে খুলিয়া গ্রামের কয়েকজন নারী-পুরুষ বসে রাস্তা পাহারা দিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁদের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ফুটবল প্রতীকের রাজ্জাকুলের বাড়ি খুলিয়াগাড়ী গ্রামে আর জয়ী টিউবওয়েল প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের বাড়ি কৈগাড়ী গ্রামে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে রফিকুল জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাজ্জাকুল। ভোটের পর বৃহস্পতিবার রাতে দুই গ্রামের লোকজনদের মধ্যে ঝগড়া হয়। পরদিন শুক্রবার সকালে রাজ্জাকুলের কর্মী-সমর্থকেরা ওই বাঁশের বেড়া দেন।
এ বিষয়ে রাজ্জাকুল হায়দার বলেন, ‘করমজি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ওয়ার্ডের ভোটকেন্দ্র। বৃহস্পতিবারে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। ভোট গণনা শেষে প্রথমে আমাকে ছয় ভোটে বিজয়ী করা হয়। রানা চৌধুরী ও তাঁর স্ত্রী স্বপ্না চৌধুরী ভেতরে আসার পর তৃতীয়বারের মতো ভোট গণনা করে আমাকে ৪২ ভোটে পরাজিত দেখানো হয়। এ কারণে আমাদের গ্রামের লোকজন রাস্তায় বেড়া দিয়েছে। এখানে আমার করার কিছুই নেই।’
নবনির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমি জয়ী হওয়ার পর খুলিয়াগাড়ী গ্রামের লোকজন রাস্তায় বাঁশের বেড়া দিয়েছেন। এতে লোকজনের চলাচলের ভোগান্তি হচ্ছে। রানা চৌধুরী ও স্বপ্না চৌধুরী ভোট পর্যবেক্ষণে জন্য ভোটকেন্দ্রে এসেছিলেন।’
রানা চৌধুরী ও স্বপ্না চৌধুরী বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী সাংবাদিক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। সেখানে নিয়ম মেনে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছিলাম। রাজ্জাকুল হায়দার ও তাঁর কর্মী-সমর্থকদের আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‘এসএম হাবিবুল হাসান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, এ রকম কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) গত বৃহস্পতিবার নির্বাচন হয়।
দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে পরাজিত হন রাজ্জাকুল হায়দার পলাশ। পরিকল্পিতভাবে তাঁকে পরাজিত করার অভিযোগ এনে তাঁর কর্মী-সমর্থকেরা দুই গ্রামের মধ্যে চলাচলের কাঁচা রাস্তায় বাঁশের বেড়া দিয়েছেন। গত শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। রাস্তাটি দিয়ে লোকজন ও যানবাহন চলাচল বন্ধ আছে।
রাজ্জাকুল হায়দারের কর্মী-সমর্থকদের অভিযোগ, উপজেলা যুবলীগের সভাপতি রানা চৌধুরী ও তাঁর স্ত্রী যুব মহিলা লীগের সভাপতি স্বপ্না চৌধুরী সাংবাদিক সেজে ভোটকেন্দ্র অবস্থান নিয়েছিলেন। তাঁরা ভোট গণনার সময় অবস্থান করে প্রভাব বিস্তার করে কৌশলে ফুটবল প্রতীকের প্রার্থী রাজ্জাকুল হায়দারকে পরাজিত করেছেন। তবে রানা চৌধুরী ও তাঁর স্ত্রী স্বপ্না চৌধুরী এ অভিযোগ অস্বীকার করেছেন।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে খুলিয়া গ্রামে দেখা গেছে, খুলিয়াগাড়ী-কৈগাড়ী গ্রামের মধ্যে চলাচলের কাঁচা রাস্তায় খুলিয়াগ্রামের অংশে বাঁশের বেড়া দেওয়া আছে। বেড়ার উত্তর পাশে খুলিয়া গ্রামের কয়েকজন নারী-পুরুষ বসে রাস্তা পাহারা দিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁদের দুই নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে চারজন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর মধ্যে ফুটবল প্রতীকের রাজ্জাকুলের বাড়ি খুলিয়াগাড়ী গ্রামে আর জয়ী টিউবওয়েল প্রতীকের প্রার্থী রফিকুল ইসলামের বাড়ি কৈগাড়ী গ্রামে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে রফিকুল জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাজ্জাকুল। ভোটের পর বৃহস্পতিবার রাতে দুই গ্রামের লোকজনদের মধ্যে ঝগড়া হয়। পরদিন শুক্রবার সকালে রাজ্জাকুলের কর্মী-সমর্থকেরা ওই বাঁশের বেড়া দেন।
এ বিষয়ে রাজ্জাকুল হায়দার বলেন, ‘করমজি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ওয়ার্ডের ভোটকেন্দ্র। বৃহস্পতিবারে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। ভোট গণনা শেষে প্রথমে আমাকে ছয় ভোটে বিজয়ী করা হয়। রানা চৌধুরী ও তাঁর স্ত্রী স্বপ্না চৌধুরী ভেতরে আসার পর তৃতীয়বারের মতো ভোট গণনা করে আমাকে ৪২ ভোটে পরাজিত দেখানো হয়। এ কারণে আমাদের গ্রামের লোকজন রাস্তায় বেড়া দিয়েছে। এখানে আমার করার কিছুই নেই।’
নবনির্বাচিত ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমি জয়ী হওয়ার পর খুলিয়াগাড়ী গ্রামের লোকজন রাস্তায় বাঁশের বেড়া দিয়েছেন। এতে লোকজনের চলাচলের ভোগান্তি হচ্ছে। রানা চৌধুরী ও স্বপ্না চৌধুরী ভোট পর্যবেক্ষণে জন্য ভোটকেন্দ্রে এসেছিলেন।’
রানা চৌধুরী ও স্বপ্না চৌধুরী বলেন, ‘আমরা স্বামী-স্ত্রী সাংবাদিক হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করেছি। সেখানে নিয়ম মেনে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছিলাম। রাজ্জাকুল হায়দার ও তাঁর কর্মী-সমর্থকদের আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ‘এসএম হাবিবুল হাসান বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে, এ রকম কোনো অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে