কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে গেছে দুটি ধান ও পাটের গুদামসহ আটটি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে গেছেন এসব ব্যবসায়ী। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুটি চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান ও কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারের দক্ষিণ পাশের বিপণিবিতানের একটি দোকানে আগুন দেখতে পায় লোকজন। তাঁদের চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন আগুন নেভাতে।
আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় স্থানীয় চৌমুহনী দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে দুটি গুদামে থাকা এক হাজার মণ পাট, সাড়ে নয় শ মণ ধান, একটি রাইস মিল, একটি ইজিবাইক গ্যারেজসহ প্রায় আটটি দোকানের মালামাল।
গুদামের মালিক জায়েদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে, একবারে নিঃস্ব হয়ে পথে বসে গেছি।’ আগুনে তাঁর গুদামে থাকা এক হাজার মণ পাট ও সাড়ে নয় শ মণ ধান পুড়ে গিয়ে তিনি প্রায় ৪০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
গ্যারেজে পুড়ে যাওয়া ইজিবাইক মালিক সবুজ, কালামসহ বেশ কয়েকজন জানান, কিস্তিতে টাকা নিয়ে তাঁরা গাড়ি ক্রয় করেছিলেন। গাড়ি চালিয়েই কিস্তির টাকা পরিশোধ করতে হতো। আবার সংসারও চলত এই গাড়ি চালিয়ে। সরকারিভাবে সহযোগিতার আশা করেন তাঁরা।
কুটি চৌমুহনী দমকল বাহিনী কর্মকর্তা আবদুল্লা খালিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।
ইউএনও মাসুদ উল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগুনে পুড়ে গেছে দুটি ধান ও পাটের গুদামসহ আটটি দোকান। এতে প্রায় কোটি টাকার ক্ষতির মুখে পড়ে নিঃস্ব হয়ে গেছেন এসব ব্যবসায়ী। গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে কুটি চৌমুহনী দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান ও কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপনসহ স্থানীয় রাজনৈতিক নেতারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ঐতিহ্যবাহী কুটিবাজারের দক্ষিণ পাশের বিপণিবিতানের একটি দোকানে আগুন দেখতে পায় লোকজন। তাঁদের চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন আগুন নেভাতে।
আগুনের লেলিহান শিখা বেড়ে যাওয়ায় স্থানীয় চৌমুহনী দমকল বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ২ ঘণ্টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে দুটি গুদামে থাকা এক হাজার মণ পাট, সাড়ে নয় শ মণ ধান, একটি রাইস মিল, একটি ইজিবাইক গ্যারেজসহ প্রায় আটটি দোকানের মালামাল।
গুদামের মালিক জায়েদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে, একবারে নিঃস্ব হয়ে পথে বসে গেছি।’ আগুনে তাঁর গুদামে থাকা এক হাজার মণ পাট ও সাড়ে নয় শ মণ ধান পুড়ে গিয়ে তিনি প্রায় ৪০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন।
গ্যারেজে পুড়ে যাওয়া ইজিবাইক মালিক সবুজ, কালামসহ বেশ কয়েকজন জানান, কিস্তিতে টাকা নিয়ে তাঁরা গাড়ি ক্রয় করেছিলেন। গাড়ি চালিয়েই কিস্তির টাকা পরিশোধ করতে হতো। আবার সংসারও চলত এই গাড়ি চালিয়ে। সরকারিভাবে সহযোগিতার আশা করেন তাঁরা।
কুটি চৌমুহনী দমকল বাহিনী কর্মকর্তা আবদুল্লা খালিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে প্রায় আড়াই ঘণ্টা সময় লেগে যায়। কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না।
ইউএনও মাসুদ উল আলম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ১ কোটি ২ লাখ ৫৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে