সড়কের চার লেনের কাজের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১: ৩২
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১২: ৩৯

সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত বর্তমান দুই লেনের সড়কটি চার লেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কটির নির্মাণকাজের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, নগরবাসীর সুবিধার্থে ও নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত করতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্ত করা হচ্ছে। বন্ধগেট থেকে সিটি হাট সড়কটি হবে আন্তর্জাতিক মানের। বন্ধগেট রেলগেট এলাকায় একটি ফ্লাইওভারও নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে রাসিকের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার ও প্রকল্প পরিচালক প্রকৌশলী নুর ইসলাম তুষার বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত