নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনা পরিস্থিতি বিবেচনায় গতবারের মতো এবারও আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।
এবার আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য সেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী-টিআইএন রয়েছেন। তবে সবশেষ হিসাবে ১৪-১৫ লাখের মতো রিটার্ন দাখিল হয়েছে বলে জানা গেছে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, সময়মতো রিটার্ন না দিলে জরিমানা, করের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ কিংবা করের টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ আরোপ করতে পারবে কর্তৃপক্ষ।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণের আয়করই দেশের আয়ের অন্যতম উৎস। এই কর থেকে প্রাপ্ত টাকা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।’
গতকাল এনবিআরের সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে সেমিনারে আনিসুল হক এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আনিসুল হক বলেন, ‘জনগণের কাছ থেকে সংগৃহীত করের টাকা ব্যয়ের ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকা যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা বলেন, ‘করনেট বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। এটার জন্য কিছু চ্যালেঞ্জ আছে। আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিল করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, প্যানেল আলোচক হিসেবে ছিলেন এনবিআরের সদস্য আলমগীর হোসেন এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
করোনা পরিস্থিতি বিবেচনায় গতবারের মতো এবারও আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ. মুমেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।
এবার আয়কর মেলা না হলেও এনবিআরের আওতাধীন সারা দেশে ৩১টি কর অঞ্চলে মেলার মতো সেবা দেওয়া হচ্ছে। প্রতিটি কর অঞ্চলে জোনভিত্তিক বুথ, ই-টিআইএন ও তথ্য সেবা বুথ রাখা হয়েছে।
দেশে বর্তমানে ৭০ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী-টিআইএন রয়েছেন। তবে সবশেষ হিসাবে ১৪-১৫ লাখের মতো রিটার্ন দাখিল হয়েছে বলে জানা গেছে।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, সময়মতো রিটার্ন না দিলে জরিমানা, করের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত সরল সুদ কিংবা করের টাকার ওপর মাসিক ২ শতাংশ হারে বিলম্ব সুদ আরোপ করতে পারবে কর্তৃপক্ষ।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জনগণের আয়করই দেশের আয়ের অন্যতম উৎস। এই কর থেকে প্রাপ্ত টাকা দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে।’
গতকাল এনবিআরের সম্মেলন কক্ষে জাতীয় আয়কর দিবস উপলক্ষে সেমিনারে আনিসুল হক এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
আনিসুল হক বলেন, ‘জনগণের কাছ থেকে সংগৃহীত করের টাকা ব্যয়ের ব্যাপারে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকা যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।’
এ সময় এনবিআর চেয়ারম্যান আবু হেনা বলেন, ‘করনেট বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। এটার জন্য কিছু চ্যালেঞ্জ আছে। আমরা চ্যালেঞ্জগুলো মোকাবিল করছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, প্যানেল আলোচক হিসেবে ছিলেন এনবিআরের সদস্য আলমগীর হোসেন এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ প্রমুখ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে