সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের সিঙ্গাইরে রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের একটি খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছিলেন এলাকাবাসী। অবশেষে সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তার সেই বিদ্যুতের খুঁটিটি অপসারণ করল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার খুঁটিটি অপসারণ করা হয়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় ‘রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
জানা গেছে, সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আইলাপাড়া মসজিদ পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, সিএনজি, অটোবাইকসহ বিভিন্ন যানবাহন ও প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা চলাচল করে। ওই রাস্তার মাঝে ছিল একটি পল্লী বিদ্যুতের খুঁটি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে গত ৪ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটিটি অপসারণ করে।
গোবিন্দল পশ্চিম পাড়ার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারখানেক মানুষের চলাফেরা। রাস্তার মাঝের এই বিদ্যুতের খুঁটির কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটতো। পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
সিঙ্গাইর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বলেন, রাস্তার মাঝের পল্লী বিদ্যুতের ওই খুঁটি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। পরে মঙ্গলবার খুঁটিটি অপসারণ করা হয়।
মানিকগঞ্জের সিঙ্গাইরে রাস্তার মাঝে পল্লী বিদ্যুতের একটি খুঁটি থাকায় দুর্ঘটনার আশঙ্কা করছিলেন এলাকাবাসী। অবশেষে সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন রাস্তার সেই বিদ্যুতের খুঁটিটি অপসারণ করল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার খুঁটিটি অপসারণ করা হয়।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি এ নিয়ে দৈনিক আজকের পত্রিকায় ‘রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
জানা গেছে, সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আইলাপাড়া মসজিদ পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, সিএনজি, অটোবাইকসহ বিভিন্ন যানবাহন ও প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা চলাচল করে। ওই রাস্তার মাঝে ছিল একটি পল্লী বিদ্যুতের খুঁটি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে গত ৪ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক আজকের পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটিটি অপসারণ করে।
গোবিন্দল পশ্চিম পাড়ার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ হাজারখানেক মানুষের চলাফেরা। রাস্তার মাঝের এই বিদ্যুতের খুঁটির কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটতো। পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
সিঙ্গাইর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বলেন, রাস্তার মাঝের পল্লী বিদ্যুতের ওই খুঁটি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। পরে মঙ্গলবার খুঁটিটি অপসারণ করা হয়।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে