নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর সদর উপজেলার মাধবদীর আমদিয়া ইউনিয়নে নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে।
জমির ওপরের অংশ অর্থাৎ টপ সয়েল ইটভাটায় যাওয়ায় জমির উর্বরতা কমছে। অবাধে কেটে জমিকে পুকুরে রূপান্তরিত করায় আশপাশের ফসলি জমিও ভেঙে পড়ছে পুকুরে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্য ফসলি জমির মালিকেরাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, ইটভাটার মালিকেরা কৃষকদের প্রলোভন দেখিয়ে দেদার ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন। দ্রুত কৃষিজমির মাটি কাটা বন্ধ না হলে উপজেলায় ফসলি জমি কমবে, কৃষিজমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে দেখা দিতে পারে খাদ্যের ঘাটতি।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, খননযন্ত্র দিয়ে দেদার ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। প্রতিনিয়ত ইটভাটার মালিকদের লোকজন ফসলি জমি থেকে ট্রাক দিয়ে মাটি জোগান দিচ্ছেন ইটভাটাগুলোতে। প্রতিদিন এসব ট্রাক চলাচল করার কারণে অন্য জমির ফসলের ওপর পড়ছে বালুর স্তর। অনেক জমি অনাবাদি পড়ে আছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। কিছু কিছু জমি প্রায় ৩০ থেকে ৫০ ফুট গর্ত করে পুকুরে রূপান্তরিত করা হচ্ছে। এতে আশপাশের জমির মাটি ভেঙে পড়ছে সেসব পুকুরে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটভাটার মালিকদের লোকজন স্থানীয় কৃষকদের ভুল বুঝিয়ে ফসলি জমির মাটি নামমাত্র দামে কিনে নিচ্ছেন। কিছু কিছু কৃষকের অসচেতনতার কারণে অনেক ফসলি জমি এখন হুমকির মুখে। ভাটামালিকদের বিভিন্ন প্ররোচনায় আকৃষ্ট হয়ে তাঁরা জমিগুলোর উপরিভাগের মাটি বিক্রি করছেন।
মো. শাহিদুল্লাহ নামের ক্ষতিগ্রস্ত এক জমির মালিক এ বিষয়ে প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। কিছু টাকা ধারদেনা করে জমিতে ধান করছি। বালু পড়ে আমার খেতের ফসল নষ্ট হচ্ছে। বাধা দেওয়ায় আমাকে জুয়েল ও নয়ন নামের দুজন মারধর করেছেন।’
ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. মনির হোসেন বলেন, ‘আমদিয়া ইউনিয়নের বরদিয়া গ্রামের মো. জুয়েল ও নয়ন আমার জমির পাশের জমি ৭০ হাত গর্ত করে মাটি কাটার কারণে আমার ফসলি জমি এখন গর্তে ভেঙে পড়ছে। আমাকে না জানিয়ে রাতের আঁধারে চুরি করে কিছু জমির মাটিও কেটে নিয়ে যায় তারা। এখন আমরা খুবই বিপদে আছি।’
অপর এক জমির মালিক জামাল উদ্দিন বলেন, ‘এভাবে খাড়া করে যদি মাটি কাটতে থাকে তাহলে আমার ফসলি জমি ভেঙে পড়বে। তখন জমিতে আর ফসল করা যাবে না।’
অভিযোগ সম্পর্কে মাটি কাটার ঠিকাদার মো. জুয়েল বলেন, ‘জমির মালিক তাঁর জমিতে পুকুর করছেন। আমি দেখাশোনা করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।’ প্রতিবন্ধী শাহিদুল্লাহকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘মাটি বহনকারী গাড়ি যাতায়াতের সময় শাহিদুল্লাহ বাধা দিলে ও গাড়ি ভাঙচুর করলে গাড়ির ড্রাইভার তাঁকে ধাক্কা দেন। পরে আমরা জানতে পেরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’
অবাধে ফসলি জমির মাটি কাটা নিয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইদুর রহমান বলেন, ‘জমির উপরিভাগে মাটি কাটার কারণে ফসলের বিভিন্ন জৈব উপাদানের ঘাটতির দেখা দেয়। ফলে জমিতে উৎপাদন হ্রাস পায়। এ বিষয়ে কৃষকদের সচেতন করাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হবে।’
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ইটভাটায় মাটি ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন মূলত জেলা প্রশাসন। এরপরও মাটি ব্যবহারের ক্ষেত্রে ইটভাটার মালিকদের বিরুদ্ধে যদি অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাই, প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
নরসিংদীর সদর উপজেলার মাধবদীর আমদিয়া ইউনিয়নে নিয়মনীতির তোয়াক্কা না করে ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়। এতে ফসলি জমির ক্ষতি হচ্ছে।
জমির ওপরের অংশ অর্থাৎ টপ সয়েল ইটভাটায় যাওয়ায় জমির উর্বরতা কমছে। অবাধে কেটে জমিকে পুকুরে রূপান্তরিত করায় আশপাশের ফসলি জমিও ভেঙে পড়ছে পুকুরে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অন্য ফসলি জমির মালিকেরাও। স্থানীয় বাসিন্দারা বলছেন, ইটভাটার মালিকেরা কৃষকদের প্রলোভন দেখিয়ে দেদার ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন। দ্রুত কৃষিজমির মাটি কাটা বন্ধ না হলে উপজেলায় ফসলি জমি কমবে, কৃষিজমির উর্বরতা ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে দেখা দিতে পারে খাদ্যের ঘাটতি।
সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, খননযন্ত্র দিয়ে দেদার ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে। প্রতিনিয়ত ইটভাটার মালিকদের লোকজন ফসলি জমি থেকে ট্রাক দিয়ে মাটি জোগান দিচ্ছেন ইটভাটাগুলোতে। প্রতিদিন এসব ট্রাক চলাচল করার কারণে অন্য জমির ফসলের ওপর পড়ছে বালুর স্তর। অনেক জমি অনাবাদি পড়ে আছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল। কিছু কিছু জমি প্রায় ৩০ থেকে ৫০ ফুট গর্ত করে পুকুরে রূপান্তরিত করা হচ্ছে। এতে আশপাশের জমির মাটি ভেঙে পড়ছে সেসব পুকুরে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটভাটার মালিকদের লোকজন স্থানীয় কৃষকদের ভুল বুঝিয়ে ফসলি জমির মাটি নামমাত্র দামে কিনে নিচ্ছেন। কিছু কিছু কৃষকের অসচেতনতার কারণে অনেক ফসলি জমি এখন হুমকির মুখে। ভাটামালিকদের বিভিন্ন প্ররোচনায় আকৃষ্ট হয়ে তাঁরা জমিগুলোর উপরিভাগের মাটি বিক্রি করছেন।
মো. শাহিদুল্লাহ নামের ক্ষতিগ্রস্ত এক জমির মালিক এ বিষয়ে প্রতিবাদ করলে তাঁর ওপর হামলা করার অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ। কিছু টাকা ধারদেনা করে জমিতে ধান করছি। বালু পড়ে আমার খেতের ফসল নষ্ট হচ্ছে। বাধা দেওয়ায় আমাকে জুয়েল ও নয়ন নামের দুজন মারধর করেছেন।’
ক্ষতিগ্রস্ত জমির মালিক মো. মনির হোসেন বলেন, ‘আমদিয়া ইউনিয়নের বরদিয়া গ্রামের মো. জুয়েল ও নয়ন আমার জমির পাশের জমি ৭০ হাত গর্ত করে মাটি কাটার কারণে আমার ফসলি জমি এখন গর্তে ভেঙে পড়ছে। আমাকে না জানিয়ে রাতের আঁধারে চুরি করে কিছু জমির মাটিও কেটে নিয়ে যায় তারা। এখন আমরা খুবই বিপদে আছি।’
অপর এক জমির মালিক জামাল উদ্দিন বলেন, ‘এভাবে খাড়া করে যদি মাটি কাটতে থাকে তাহলে আমার ফসলি জমি ভেঙে পড়বে। তখন জমিতে আর ফসল করা যাবে না।’
অভিযোগ সম্পর্কে মাটি কাটার ঠিকাদার মো. জুয়েল বলেন, ‘জমির মালিক তাঁর জমিতে পুকুর করছেন। আমি দেখাশোনা করছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।’ প্রতিবন্ধী শাহিদুল্লাহকে মারধরের বিষয়ে তিনি বলেন, ‘মাটি বহনকারী গাড়ি যাতায়াতের সময় শাহিদুল্লাহ বাধা দিলে ও গাড়ি ভাঙচুর করলে গাড়ির ড্রাইভার তাঁকে ধাক্কা দেন। পরে আমরা জানতে পেরে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।’
অবাধে ফসলি জমির মাটি কাটা নিয়ে জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইদুর রহমান বলেন, ‘জমির উপরিভাগে মাটি কাটার কারণে ফসলের বিভিন্ন জৈব উপাদানের ঘাটতির দেখা দেয়। ফলে জমিতে উৎপাদন হ্রাস পায়। এ বিষয়ে কৃষকদের সচেতন করাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করা হবে।’
নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘ইটভাটায় মাটি ব্যবহারের অনুমতি দিয়ে থাকেন মূলত জেলা প্রশাসন। এরপরও মাটি ব্যবহারের ক্ষেত্রে ইটভাটার মালিকদের বিরুদ্ধে যদি অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পাই, প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে