কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম)
১৮৮২ সালে তৎকালীন ব্রিটিশ সরকার চট্টগ্রামের পটিয়ার আদালত ভবন নির্মাণ করে। একই বছর এই ভবনে চৌকি আদালত চালু করা হয়। বর্তমানে এটি পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত হিসেবে পরিচিত।
এই আদালত ভবন দীর্ঘদিন ব্যবহারের পর ১৯৮৫ সালে গণপূর্ত বিভাগ ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত ঘোষণা করে। এরপর ৩৬ বছর পার হয়েছে। কোনো উন্নয়ন হয়নি। তবে এই ভবনেই চলছে আদালতের কার্যক্রম।
জানা গেছে, পটিয়ায় মোট ছয়টি আদালতের কার্যক্রম চলে। এগুলো হলো পটিয়া প্রথম, দ্বিতীয়, অতিরিক্ত আদালত এবং বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী আদালত। এখানে বর্তমানে প্রায় ৩০ হাজার মামলা বিচারাধীন। ছয় কোর্টে মাত্র চারজন বিচারক রয়েছে।
সরেজমিন দেখা গেছে, টিনের ছাউনির ১৪০ বছরের পুরোনো আদালত ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। বেড়ার কিছু অংশ অর্ধপাকা। পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আদালত ভবনের ওপরে রয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার।
সূত্রে জানা গেছে, ২০১০ সালে তৎকালীন প্রধান বিচারপতি ও পটিয়া পৌরসদরের সুচক্রদণ্ডী গ্রামের বাসিন্দা ফজলুল করিম পটিয়া আইনজীবী সমিতির এক সংবর্ধনায় পটিয়ায় বহুতল আদালত ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছয়তলা ভবনের জন্য প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ হয়। তবে অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয় ফাইল আটকে রাখে। এ কারণে ভবন নির্মাণকাজ আর শুরু হয়নি।
এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন আইনমন্ত্রী ৬ কোটি টাকা ব্যয়ে আদালত ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তবে সে সময়ের যোগাযোগমন্ত্রী কর্নেল অলি আহমদ (বীরবিক্রম) ওই বরাদ্দ বাতিল করে তাঁর নিজের এলাকায় গাছবাড়িয়া সরকারি কলেজের ভবনের জন্য নিয়ে যান।
পটিয়া যুগ্ম ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির সভাপতি দীপক কুমার শীল আজকের পত্রিকাকে বলেন, ‘বর্ষাকালে বেশি সমস্যা হয়। টিন ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ায় মামলার নথি নষ্ট হয়। সীমানা প্রাচীর না থাকায় বিচারকদের খাসকামরা, চেম্বার, বাসভবন, রাস্তা ও আদালত ভবনসহ বিচারক, আইনজীবীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।’
১৮০ বছরের ঐতিহ্য রক্ষায় বহুতল আদালত ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পটিয়া যুগ্ম ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির সভাপতি দীপক কুমার শীল ।
১৮৮২ সালে তৎকালীন ব্রিটিশ সরকার চট্টগ্রামের পটিয়ার আদালত ভবন নির্মাণ করে। একই বছর এই ভবনে চৌকি আদালত চালু করা হয়। বর্তমানে এটি পটিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত হিসেবে পরিচিত।
এই আদালত ভবন দীর্ঘদিন ব্যবহারের পর ১৯৮৫ সালে গণপূর্ত বিভাগ ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত ঘোষণা করে। এরপর ৩৬ বছর পার হয়েছে। কোনো উন্নয়ন হয়নি। তবে এই ভবনেই চলছে আদালতের কার্যক্রম।
জানা গেছে, পটিয়ায় মোট ছয়টি আদালতের কার্যক্রম চলে। এগুলো হলো পটিয়া প্রথম, দ্বিতীয়, অতিরিক্ত আদালত এবং বোয়ালখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলী আদালত। এখানে বর্তমানে প্রায় ৩০ হাজার মামলা বিচারাধীন। ছয় কোর্টে মাত্র চারজন বিচারক রয়েছে।
সরেজমিন দেখা গেছে, টিনের ছাউনির ১৪০ বছরের পুরোনো আদালত ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। বেড়ার কিছু অংশ অর্ধপাকা। পলেস্তারা খসে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়। যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। আদালত ভবনের ওপরে রয়েছে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার।
সূত্রে জানা গেছে, ২০১০ সালে তৎকালীন প্রধান বিচারপতি ও পটিয়া পৌরসদরের সুচক্রদণ্ডী গ্রামের বাসিন্দা ফজলুল করিম পটিয়া আইনজীবী সমিতির এক সংবর্ধনায় পটিয়ায় বহুতল আদালত ভবন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ছয়তলা ভবনের জন্য প্রায় ২১ কোটি টাকা বরাদ্দ হয়। তবে অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয় ফাইল আটকে রাখে। এ কারণে ভবন নির্মাণকাজ আর শুরু হয়নি।
এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকারের আমলে তৎকালীন আইনমন্ত্রী ৬ কোটি টাকা ব্যয়ে আদালত ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। তবে সে সময়ের যোগাযোগমন্ত্রী কর্নেল অলি আহমদ (বীরবিক্রম) ওই বরাদ্দ বাতিল করে তাঁর নিজের এলাকায় গাছবাড়িয়া সরকারি কলেজের ভবনের জন্য নিয়ে যান।
পটিয়া যুগ্ম ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির সভাপতি দীপক কুমার শীল আজকের পত্রিকাকে বলেন, ‘বর্ষাকালে বেশি সমস্যা হয়। টিন ছিদ্র হয়ে বৃষ্টির পানি পড়ায় মামলার নথি নষ্ট হয়। সীমানা প্রাচীর না থাকায় বিচারকদের খাসকামরা, চেম্বার, বাসভবন, রাস্তা ও আদালত ভবনসহ বিচারক, আইনজীবীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।’
১৮০ বছরের ঐতিহ্য রক্ষায় বহুতল আদালত ভবন নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পটিয়া যুগ্ম ও দায়রা জজ আদালতের আইনজীবী সমিতির সভাপতি দীপক কুমার শীল ।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে