ফারুক হোসেন ফিরোজ, সরিষাবাড়ী (জামালপুর)
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন সেখানকার ভোটারেরা। এ জন্য তাঁরা সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করেছেন।
যে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভোটকেন্দ্র করা হয়েছে, সেখানে কোনো কার্যক্রম নেই। প্রতিষ্ঠানটিতে তিনটি টিনশেডের ঘর থাকলেও তার অবস্থা খুবই নাজুক। এসব ঘরে কেউ রেখেছেন জ্বালানি কাঠ, কেউ রেখেছেন গরুর খাবারের খড়। আবার কেউ রেখেছেন কৃষি যন্ত্রপাতি ও মালামাল।
শ্রেণিকক্ষে রাতে রাখা হয় গবাদিপশু। সেখানে নেই কোনো আসবাব। তিনটি ঘরই ঝোপ-জঙ্গলে ঘেরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর। নির্বাচনে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউপির চর সরিষাবাড়ী উত্তরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র করা হয়েছে ইবতেদায়ি অ্যান্ড দাখিল মাদ্রাসায়।
কিন্তু এই প্রতিষ্ঠানটি কেবল নামেই। প্রতিষ্ঠানটিতে তিনটি টিনশেডের ঘর থাকলেও তার অবস্থা খুবই নাজুক।
করোনা শুরুর পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। সেখানে নেই তেমন আসবাব। তাই ভোটারেরা কেন্দ্রটি পরিবর্তনের দাবি জানিয়েছেন।
আরও জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া এলাকায় ১৯৯১ সালে ‘ইবতেদায়ি অ্যান্ড দাখিল মাদ্রাসা’ নামে এই প্রতিষ্ঠানটি চালু হয়।
সরিষাবাড়ী ও কাজিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ প্রতিষ্ঠানটির অবস্থান। এটি এমপিওভুক্ত না হলেও অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল।
শিক্ষক-কর্মচারীরা সরকারিভাবে কোনো আর্থিক সুবিধা না পেলেও এতদিন চলছিল মাদ্রাসার কার্যক্রম। আশপাশে তেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীর সংখ্যাও ছিল উল্লেখ করার মতো। করোনা মহামারির কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন বন্ধ থাকায় পরিত্যক্ত হয়ে পড়ার উপক্রম হয়েছে। এ প্রতিষ্ঠানের কক্ষগুলোয় নেই কোনো দরজা-জানালা, চেয়ার-টেবিল, টয়লেট কিংবা পানির ব্যবস্থা।
এ কারণে অঘোষিতভাবে স্থানীয় লোকদের দখলে চলে গেছে। কক্ষগুলোয় কেউ রেখেছেন জ্বালানি কাঠ, কেউ রেখেছেন গরুর খাবারের খড়। আবার কেউ রেখেছেন কৃষি যন্ত্রপাতি ও মালামাল। শ্রেণিকক্ষে রাতে রাখা হয় গবাদিপশু। নানা কারণে মাদ্রাসটি জরাজীর্ণ ঝোপ-জঙ্গলে ছেয়ে গেছে।
এমন একটি প্রতিষ্ঠানকে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র করা হয়েছে। এতে বেকায়দায় পড়েছেন প্রার্থীসহ ভোটারেরা। এ কারণে কেন্দ্রটি পরিবর্তনের জন্য ভোটারেরা সম্প্রতি উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন।
ভোটারদের মধ্যে উম্মত আলী ও শরিফুল ইসলাম বলেন, কেন্দ্রটি ভোটের আগে সংস্কার করলেও এখানে ভোটদান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই কেন্দ্রটি পরিবর্তনের জন্য আবেদন দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোটকেন্দ্রটির পরিবর্তন চেয়ে লিখিত আবেদন পেয়েছেন তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, এই ভোটকেন্দ্রের বিষয়ে তাঁর কিছু জানা নেই। কেন্দ্রটি পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একটি ভোটকেন্দ্র পরিবর্তনের দাবি জানিয়েছেন সেখানকার ভোটারেরা। এ জন্য তাঁরা সংশ্লিষ্টদের কাছে লিখিত আবেদন করেছেন।
যে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভোটকেন্দ্র করা হয়েছে, সেখানে কোনো কার্যক্রম নেই। প্রতিষ্ঠানটিতে তিনটি টিনশেডের ঘর থাকলেও তার অবস্থা খুবই নাজুক। এসব ঘরে কেউ রেখেছেন জ্বালানি কাঠ, কেউ রেখেছেন গরুর খাবারের খড়। আবার কেউ রেখেছেন কৃষি যন্ত্রপাতি ও মালামাল।
শ্রেণিকক্ষে রাতে রাখা হয় গবাদিপশু। সেখানে নেই কোনো আসবাব। তিনটি ঘরই ঝোপ-জঙ্গলে ঘেরা। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর। নির্বাচনে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউপির চর সরিষাবাড়ী উত্তরপাড়া ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র করা হয়েছে ইবতেদায়ি অ্যান্ড দাখিল মাদ্রাসায়।
কিন্তু এই প্রতিষ্ঠানটি কেবল নামেই। প্রতিষ্ঠানটিতে তিনটি টিনশেডের ঘর থাকলেও তার অবস্থা খুবই নাজুক।
করোনা শুরুর পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। সেখানে নেই তেমন আসবাব। তাই ভোটারেরা কেন্দ্রটি পরিবর্তনের দাবি জানিয়েছেন।
আরও জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উত্তরপাড়া এলাকায় ১৯৯১ সালে ‘ইবতেদায়ি অ্যান্ড দাখিল মাদ্রাসা’ নামে এই প্রতিষ্ঠানটি চালু হয়।
সরিষাবাড়ী ও কাজিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ প্রতিষ্ঠানটির অবস্থান। এটি এমপিওভুক্ত না হলেও অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছিল।
শিক্ষক-কর্মচারীরা সরকারিভাবে কোনো আর্থিক সুবিধা না পেলেও এতদিন চলছিল মাদ্রাসার কার্যক্রম। আশপাশে তেমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীর সংখ্যাও ছিল উল্লেখ করার মতো। করোনা মহামারির কারণে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়।
দীর্ঘদিন বন্ধ থাকায় পরিত্যক্ত হয়ে পড়ার উপক্রম হয়েছে। এ প্রতিষ্ঠানের কক্ষগুলোয় নেই কোনো দরজা-জানালা, চেয়ার-টেবিল, টয়লেট কিংবা পানির ব্যবস্থা।
এ কারণে অঘোষিতভাবে স্থানীয় লোকদের দখলে চলে গেছে। কক্ষগুলোয় কেউ রেখেছেন জ্বালানি কাঠ, কেউ রেখেছেন গরুর খাবারের খড়। আবার কেউ রেখেছেন কৃষি যন্ত্রপাতি ও মালামাল। শ্রেণিকক্ষে রাতে রাখা হয় গবাদিপশু। নানা কারণে মাদ্রাসটি জরাজীর্ণ ঝোপ-জঙ্গলে ছেয়ে গেছে।
এমন একটি প্রতিষ্ঠানকে ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্র করা হয়েছে। এতে বেকায়দায় পড়েছেন প্রার্থীসহ ভোটারেরা। এ কারণে কেন্দ্রটি পরিবর্তনের জন্য ভোটারেরা সম্প্রতি উপজেলা নির্বাচন অফিস ও রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দিয়েছেন।
ভোটারদের মধ্যে উম্মত আলী ও শরিফুল ইসলাম বলেন, কেন্দ্রটি ভোটের আগে সংস্কার করলেও এখানে ভোটদান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই কেন্দ্রটি পরিবর্তনের জন্য আবেদন দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ভোটকেন্দ্রটির পরিবর্তন চেয়ে লিখিত আবেদন পেয়েছেন তিনি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা বলেন, এই ভোটকেন্দ্রের বিষয়ে তাঁর কিছু জানা নেই। কেন্দ্রটি পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে