ভূরুঙ্গামারীতে আগুনে পুড়ল ১১ দোকান

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০৮: ৪০
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১২: ৪৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা এলাকার কুড়ার পাড় বাজারে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। এত আনুমানিক ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শী আব্দুস ছাত্তার জানান, গত বুধবার দিবাগত রাতে কুড়ার পাড় বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মূহর্তেই আগুন বাজারের চারদিকে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ১১টি দোকান পুড়ে যায়। বাজারে দক্ষিণে পাঁচটি মুদি দোকান, একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকান সহ খাবার হোটেল, সেলুন, ডেকোরেটর, সাইকেল-রিকশা মেরামতের দোকান ও গোখাদ্যের দোকান ছিল, যেগুলো আগুনে পুড়ে গেছে। আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধরা হচ্ছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার ইমন মিয়া জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত