সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প ঘেঁষা রাস্তায় রাতদিন ইটভাটার গাড়ি চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ৬০টি পরিবার। দ্রুতগতিতে গাড়ি চালানোয় শিশুদের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। রাতে গাড়ির শব্দে বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটে।
জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে রাস্তা দিয়ে ইটভাটা থেকে মালবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলে। এতে করে ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত প্রায় ৬০টি পরিবারকে দুর্ভোগে থাকতে হয়। পরের দিন আশ্রয়ণ প্রকল্পের বিদ্যুৎ সচল করে দেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর কেরানীগঞ্জ শাখার লাইনম্যান এস এম বেলায়েত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে রোববার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ সচল করে দিয়েছি। তবে বৈদ্যুতিক খুঁটি যারা ভেঙেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরপর নতুন খুঁটির ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. নাছির উল্লাহ অভিযোগ করে বলেন, ‘আমরা এই আশ্রয়ণ প্রকল্পে অশান্তিতে দিন যাপন করছি। সারা রাত আমাদের এই আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে ইটভাটার ট্রাক ও মাহিন্দ্র গাড়ি চলাচল করে। রাতে একটুও ঘুমাতে পারি না। শিশুরা রাতে ঘুম থেকে আঁতকে ওঠে। এখানে বসবাস করা এখন দুষ্কর হয়ে উঠেছে। আমরা এখানে নানান সমস্যায় জর্জরিত, কিন্তু দেখার কেউ নেই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘চরপানিয়া আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে আমি জানতাম না। যেহেতু অবগত হলাম, ওখানকার উপকারভোগীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্প ঘেঁষা রাস্তায় রাতদিন ইটভাটার গাড়ি চলাচল করছে। এতে দুর্ভোগে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের প্রায় ৬০টি পরিবার। দ্রুতগতিতে গাড়ি চালানোয় শিশুদের দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। রাতে গাড়ির শব্দে বাসিন্দাদের ঘুমের ব্যাঘাত ঘটে।
জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে রাস্তা দিয়ে ইটভাটা থেকে মালবোঝাই ট্রাক দ্রুতগতিতে এসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ফেলে। এতে করে ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। ফলে আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত প্রায় ৬০টি পরিবারকে দুর্ভোগে থাকতে হয়। পরের দিন আশ্রয়ণ প্রকল্পের বিদ্যুৎ সচল করে দেওয়া হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি ৪-এর কেরানীগঞ্জ শাখার লাইনম্যান এস এম বেলায়েত হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে রোববার দুপুরে আশ্রয়ণ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহ সচল করে দিয়েছি। তবে বৈদ্যুতিক খুঁটি যারা ভেঙেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এরপর নতুন খুঁটির ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. নাছির উল্লাহ অভিযোগ করে বলেন, ‘আমরা এই আশ্রয়ণ প্রকল্পে অশান্তিতে দিন যাপন করছি। সারা রাত আমাদের এই আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে ইটভাটার ট্রাক ও মাহিন্দ্র গাড়ি চলাচল করে। রাতে একটুও ঘুমাতে পারি না। শিশুরা রাতে ঘুম থেকে আঁতকে ওঠে। এখানে বসবাস করা এখন দুষ্কর হয়ে উঠেছে। আমরা এখানে নানান সমস্যায় জর্জরিত, কিন্তু দেখার কেউ নেই।’
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল আলম তানভীর বলেন, ‘চরপানিয়া আশ্রয়ণ প্রকল্পের বিষয়ে আমি জানতাম না। যেহেতু অবগত হলাম, ওখানকার উপকারভোগীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে