দৃষ্টিহীনদের স্বপ্ন সীমাহীন

আনিসুল হক জুয়েল, দিনাজপুর
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২২, ০৪: ২১
আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১১: ২৫

মোখলেসুর রহমান (১৯) জন্ম থেকেই অন্ধ; কিন্তু দমে থাকেননি। সমাজসেবা বিভাগের সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের আওতায় এইচএসসি পরীক্ষা দিয়েছেন তিনি। ছোটকাল থেকে ক্রিকেটের পাগল মোখলেসুর বাংলাদেশ দলের খেলার ধারাভাষ্য শোনেন। মনের মধ্যে সাধ জাগে ক্রিকেট খেলার। মোবাইল ফোনে ইন্টারনেটে ও ইউটিউবে ঘাঁটাঘাঁটি করে জানতে পারেন, দৃষ্টিপ্রতিবন্ধীদেরও ক্রিকেট টুর্নামেন্ট হয়। এ জন্য রয়েছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল।

যোগাযোগ করে জানতে পারেন দুই মাস পরে রংপুরে এসবিএস প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে হতে যাচ্ছে একটি ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট। স্বপ্ন পূরণে প্রিয় শিক্ষক শহরের রাজবাটি জুবিলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আকরাম হোসেনের শরণাপন্ন হন। চান সহযোগিতা। তাঁদের উদ্দীপনায় তিনি দল তৈরি থেকে শুরু করে জার্সি, ব্যাটসহ সব ব্যবস্থা করে দেন। তিনি বলেন, ‘আমার বিশ্বাস তারা আসন্ন টুর্নামেন্টে ভালো ফল করবে।’

খোঁজ নিয়ে জানা যায়, তিন ধরনের দৃষ্টিপ্রতিবন্ধী রয়েছে। কেউ চোখে কম দেখে, কেউবা খুব কাছে ঝাপসা দেখে, আবার অনেকেই জন্মান্ধ। সবার সমন্বয়ে তৈরি হয় দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দল। বিশেষ রকমের বাজনাবিশিষ্ট বলের সাহায্যে তাঁরা প্র্যাকটিস করেন।

ক্রিকেট দলের ক্যাপ্টেন মো. মোখলেসুর রহমান জানান, দলের প্রস্তুতি ভালো। তাঁর বিশ্বাস, চার জেলা দৃষ্টিপ্রতিবন্ধী টুর্নামেন্টে তাঁরা চাম্পিয়ন হবেন। শুধু তা-ই নয়, ভালো খেলার মাধ্যমে তাঁরা বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেটের জাতীয় দলে খেলার প্রত্যাশা রাখেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত