রিমন রহমান, রাজশাহী
চলিতেছে ‘আগুনের পরশমনি’, ‘ছুটির ঘণ্টা’, ‘নিঃস্বার্থ’, ‘জবর দখল’ আর ‘আম্মাজান’। আর আসিতেছে ‘ভাই’, ‘ওয়াদা’ ‘সত্যের মৃত্যু নেই’, সাদাকালো যুগের ‘মতিমহল’ ছবিসহ আরও বেশকিছু। দেওয়ালে সিনেমার এমন পোস্টারই সাঁটানো আছে।
অথচ রাজশাহী শহরের শেষ সিনেমা হলটিও বন্ধ হয়ে গেছে তিন বছর আগে। ভেঙে ফেলা হয়েছে ‘উপহার’ নামের এই প্রেক্ষাগৃহের ভবনটিও। তাহলে কেন দেওয়ালে সিনেমার পোস্টার? শারদীয় দুর্গোৎসবে ঠিক সিনেমা হলের আদলেই তৈরি করা হয়েছে একটি পূজামণ্ডপ। হলের আবহ রাখতে তার পাশেই লাগানো রয়েছে এসব পোস্টার।
রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার শিবালয় সাগরপাড়া শিবমন্দির পূজা উদ্যাপন কমিটি এ আয়োজন করেছে। পূজামণ্ডপটি সাজানো হয়েছে ‘কল্পনা’ সিনেমা হলের আদলে। এই হলটি ২০১০ সালের দিকে ভেঙে ফেলা হয়। হল না থাকলেও এলাকাটির নাম এখনো ‘কল্পনা সিনেমা হলের মোড়’। শহরে এখন একটিও সিনেমা হল নেই।
শিবালয়ের পূজামণ্ডপে গিয়ে দেখা গেল, কল্পনা হল ভবনটি যেমন ছিল, ঠিক সেভাবেই কাপড় দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। শুধু বাইরেই নয়, ভেতরেও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আলো গিয়ে পড়ছে প্রতিমার ওপর। যেন হলটি চলছেই! আর দেবী দর্শনে আসা ভক্তরা দর্শক। বাইরে লাগানো বেশকিছু ছবির পোস্টার। সবচেয়ে পুরোনো ছবির মধ্যে রয়েছে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’, চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, আমজাদ হোসেনের ‘ভাত দে’ ছবির পোস্টার। সবচেয়ে ‘নতুন’ ছবির মধ্যে আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’।
মণ্ডপের সামনে ‘কল্পনা হল’ লেখা ফটকের পাশে আরও লেখা হয়েছে, ‘চলচ্চিত্র শুধু বিনোদনের জন্য নয়। চলচ্চিত্র আমাদের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। চলচ্চিত্র ধ্বংস হয়ে গেলে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি উৎসাহিত হবে। রাজশাহী শহরে বর্তমানে আমরা নাই (কল্পনা/উৎসব, অলকা/স্মৃতি, রাজতিলক, লিলি, বর্ণালী, উপহার সিনেমা হল)। এই শূন্যতা কাটিয়ে উঠুক রাজশাহীসহ সারা দেশ। স্মৃতিতে কল্পনা সিনেমা হল।’
আরেকটি ব্যানারে রাজশাহীর একসময়ের সিনেমা হলগুলোর ইতিহাস তুলে ধরে লেখা হয়েছে—‘চলচ্চিত্রশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগে সিনেমা হল নির্মাণ করা হোক।’ মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বললেন, ‘আগে ঈদ কিংবা পূজায় নতুন নতুন ছবি মুক্তি পেত। আমরা হলে গিয়ে দেখতাম। সেই দিন আবার ফিরে পেতে চাই। সেই আকাঙ্ক্ষা থেকেই মণ্ডপকে এভাবে সাজানো।’
চলিতেছে ‘আগুনের পরশমনি’, ‘ছুটির ঘণ্টা’, ‘নিঃস্বার্থ’, ‘জবর দখল’ আর ‘আম্মাজান’। আর আসিতেছে ‘ভাই’, ‘ওয়াদা’ ‘সত্যের মৃত্যু নেই’, সাদাকালো যুগের ‘মতিমহল’ ছবিসহ আরও বেশকিছু। দেওয়ালে সিনেমার এমন পোস্টারই সাঁটানো আছে।
অথচ রাজশাহী শহরের শেষ সিনেমা হলটিও বন্ধ হয়ে গেছে তিন বছর আগে। ভেঙে ফেলা হয়েছে ‘উপহার’ নামের এই প্রেক্ষাগৃহের ভবনটিও। তাহলে কেন দেওয়ালে সিনেমার পোস্টার? শারদীয় দুর্গোৎসবে ঠিক সিনেমা হলের আদলেই তৈরি করা হয়েছে একটি পূজামণ্ডপ। হলের আবহ রাখতে তার পাশেই লাগানো রয়েছে এসব পোস্টার।
রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার শিবালয় সাগরপাড়া শিবমন্দির পূজা উদ্যাপন কমিটি এ আয়োজন করেছে। পূজামণ্ডপটি সাজানো হয়েছে ‘কল্পনা’ সিনেমা হলের আদলে। এই হলটি ২০১০ সালের দিকে ভেঙে ফেলা হয়। হল না থাকলেও এলাকাটির নাম এখনো ‘কল্পনা সিনেমা হলের মোড়’। শহরে এখন একটিও সিনেমা হল নেই।
শিবালয়ের পূজামণ্ডপে গিয়ে দেখা গেল, কল্পনা হল ভবনটি যেমন ছিল, ঠিক সেভাবেই কাপড় দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। শুধু বাইরেই নয়, ভেতরেও অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আলো গিয়ে পড়ছে প্রতিমার ওপর। যেন হলটি চলছেই! আর দেবী দর্শনে আসা ভক্তরা দর্শক। বাইরে লাগানো বেশকিছু ছবির পোস্টার। সবচেয়ে পুরোনো ছবির মধ্যে রয়েছে খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’, চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, আমজাদ হোসেনের ‘ভাত দে’ ছবির পোস্টার। সবচেয়ে ‘নতুন’ ছবির মধ্যে আছে গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’।
মণ্ডপের সামনে ‘কল্পনা হল’ লেখা ফটকের পাশে আরও লেখা হয়েছে, ‘চলচ্চিত্র শুধু বিনোদনের জন্য নয়। চলচ্চিত্র আমাদের মুক্তিযুদ্ধ ও সংস্কৃতির সঙ্গে যুক্ত। চলচ্চিত্র ধ্বংস হয়ে গেলে উগ্র সাম্প্রদায়িক অপশক্তি উৎসাহিত হবে। রাজশাহী শহরে বর্তমানে আমরা নাই (কল্পনা/উৎসব, অলকা/স্মৃতি, রাজতিলক, লিলি, বর্ণালী, উপহার সিনেমা হল)। এই শূন্যতা কাটিয়ে উঠুক রাজশাহীসহ সারা দেশ। স্মৃতিতে কল্পনা সিনেমা হল।’
আরেকটি ব্যানারে রাজশাহীর একসময়ের সিনেমা হলগুলোর ইতিহাস তুলে ধরে লেখা হয়েছে—‘চলচ্চিত্রশিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারি উদ্যোগে সিনেমা হল নির্মাণ করা হোক।’ মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বললেন, ‘আগে ঈদ কিংবা পূজায় নতুন নতুন ছবি মুক্তি পেত। আমরা হলে গিয়ে দেখতাম। সেই দিন আবার ফিরে পেতে চাই। সেই আকাঙ্ক্ষা থেকেই মণ্ডপকে এভাবে সাজানো।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে