ফরিদপুর প্রতিনিধি
আমদানির খবরে ফরিদপুরে এক দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০০ টাকা পর্যন্ত। গত রবি ও সোমবার ফরিদপুরের বিভিন্ন বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয় ১৬০০ থেকে ১৭০০ টাকায়। সেই পেঁয়াজ গতকাল মঙ্গলবার বিক্রি হয় সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়।
তবে হঠাৎ করে দাম কমায় ক্ষতির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন কৃষকেরা।
জানা গেছে, ফরিদপুরে চলতি বছর ৪১ হাজার হেক্টরে প্রায় ৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। যা দেশের মোট উৎপাদনের ২০ শতাংশ। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ সরবরাহ হয়। তবে গতকাল জেলার বিভিন্ন বাজারে হঠাৎই পেঁয়াজের দাম ৪০০ টাকা পর্যন্ত কমে যায়।
সরেজমিনে মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুর ও নালের মোড় বাজারে গিয়ে দেখা গেছে, এলসি খুলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির খবরের একদিনের ব্যবধানে পেঁয়াজের দর কমে গেছে। গত সোমবার পেঁয়াজ বিক্রয় হয় ১ হাজার ৬০০–১ হাজার ৭০০ টাকা মণ। কিন্তু গতকাল মঙ্গলবার তা সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায় বিক্রয় হয়।
নালের মোড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মহাসিন রোজ বলেন, ‘গতকাল (সোমবার) পর্যন্ত আমরা মণপ্রতি কিনেছি ১ হাজার ৭০০ টাকায়। আজ (মঙ্গলবার) দর দাঁড়িয়েছে ১ হাজার ২০০ টাকায়।’
কানাইপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ‘পেঁয়াজ আমদানি আরও কিছুদিন পরে করলে ভালো হতো। দাম কমে যাওয়ায় ব্যবসায়ী ও কৃষক উভয়ই ক্ষতির মুখে পড়ল।’
আমদানির খবরে ফরিদপুরে এক দিনের ব্যবধানে মণপ্রতি পেঁয়াজের দাম কমেছে ৪০০ টাকা পর্যন্ত। গত রবি ও সোমবার ফরিদপুরের বিভিন্ন বাজারে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হয় ১৬০০ থেকে ১৭০০ টাকায়। সেই পেঁয়াজ গতকাল মঙ্গলবার বিক্রি হয় সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়।
তবে হঠাৎ করে দাম কমায় ক্ষতির মুখে পড়তে হবে বলে জানিয়েছেন কৃষকেরা।
জানা গেছে, ফরিদপুরে চলতি বছর ৪১ হাজার হেক্টরে প্রায় ৬ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়। যা দেশের মোট উৎপাদনের ২০ শতাংশ। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পেঁয়াজ সরবরাহ হয়। তবে গতকাল জেলার বিভিন্ন বাজারে হঠাৎই পেঁয়াজের দাম ৪০০ টাকা পর্যন্ত কমে যায়।
সরেজমিনে মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুর ও নালের মোড় বাজারে গিয়ে দেখা গেছে, এলসি খুলে বিদেশ থেকে পেঁয়াজ আমদানির খবরের একদিনের ব্যবধানে পেঁয়াজের দর কমে গেছে। গত সোমবার পেঁয়াজ বিক্রয় হয় ১ হাজার ৬০০–১ হাজার ৭০০ টাকা মণ। কিন্তু গতকাল মঙ্গলবার তা সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায় বিক্রয় হয়।
নালের মোড় বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মহাসিন রোজ বলেন, ‘গতকাল (সোমবার) পর্যন্ত আমরা মণপ্রতি কিনেছি ১ হাজার ৭০০ টাকায়। আজ (মঙ্গলবার) দর দাঁড়িয়েছে ১ হাজার ২০০ টাকায়।’
কানাইপুর বাজারের পেঁয়াজ ব্যবসায়ী ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ‘পেঁয়াজ আমদানি আরও কিছুদিন পরে করলে ভালো হতো। দাম কমে যাওয়ায় ব্যবসায়ী ও কৃষক উভয়ই ক্ষতির মুখে পড়ল।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে